
ক্রিকেট দিয়েই পরিচয় আসাদ রউফের। খেলোয়াড়ি জীবন শেষে তিনি আম্পায়ার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে সাবেক পাকিস্তানি আম্পায়ার এখন লাহোর শহরে জুতা বিক্রি করছেন।
আসাদ নতুন পেশা নিয়ে এতটাই মনোযোগী যে তিনি এখন ক্রিকেটের কোনো খোঁজ-খবর রাখেন না। তিনি ব্যবসা নিয়ে সারাক্ষণ ডুবে থাকেন। সাবেক এই আম্পায়ার ক্রিকেট নিয়ে বলেছেন, ‘জীবনে বহু ম্যাচে আম্পায়ার ছিলাম। তাই নতুন করে দেখার কিছু নাই। ২০১৩ সালের পর থেকে ক্রিকেটের কোনো খবর রাখি না। একবার যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি, তাকে সম্পূর্ণরূপে ত্যাগ করি।’
২০১২ সালে আসাদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন মুম্বাইয়ের এক মডেল। মডেল দাবি করেছিলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে আসাদ তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। আসাদ অবশ্য আগের মতো এখনো অস্বীকার করে বলেছেন, ‘মডেলের অভিযোগের পরের মৌসুমেও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) আম্পায়ার ছিলাম। এটা সত্য যে ঘটনার পর কিছুটা ভাবমূর্তি নষ্ট হয়েছে।’
সে ঘটনায় আসাদের আম্পায়ারিং ক্যারিয়ার শেষ না হলেও ২০১৩ সালের ঘটনায় তাঁর ক্যারিয়ার শেষ হয়েছিল। এর পরে আর কোনো ম্যাচে আম্পায়ারিং করেননি তিনি। অভিযোগ ছিল, জুয়াড়িদের দামি উপহার ও টাকার বিনিময়ে ফিক্সিং করেছিলেন ম্যাচে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড (বিসিসিআই) ২০১৬ সালে তাঁকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘জীবনের সুন্দর মুহূর্ত কেটেছে আইপিএলে। এ নিয়ে এখন আর কিছু বলতে চাই না। বিসিসিআই নিজেরাই অভিযোগ করেছিল এবং তারাই সিদ্ধান্ত নিয়েছিল।’
আসাদ আম্পায়ারিং শুরুর অল্প সময়েই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের সদস্য হয়েছিলেন। তিনি ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে ১৭০টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।
আসাদ লাহোরের লান্ডা বাজারে যে দোকান চালান, সেখানে পুরোনো জুতার সঙ্গে কম দামে পুরোনো কাপড়ও বিক্রি করেন। তাঁর এ রকম দোকানের বিষয়ে বলেছেন, ‘কর্মচারীদের জন্য এই কাজ করছি। যেন ওদের সংসার চলে। আর যা-ই করি না কেন, সেটার সর্বোচ্চ স্থানে যাওয়ার চেষ্টা করি। তাই ক্রিকেটের মতো দোকানদার হিসেবেও শিখরে পৌঁছাতে চাই।’

ক্রিকেট দিয়েই পরিচয় আসাদ রউফের। খেলোয়াড়ি জীবন শেষে তিনি আম্পায়ার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে সাবেক পাকিস্তানি আম্পায়ার এখন লাহোর শহরে জুতা বিক্রি করছেন।
আসাদ নতুন পেশা নিয়ে এতটাই মনোযোগী যে তিনি এখন ক্রিকেটের কোনো খোঁজ-খবর রাখেন না। তিনি ব্যবসা নিয়ে সারাক্ষণ ডুবে থাকেন। সাবেক এই আম্পায়ার ক্রিকেট নিয়ে বলেছেন, ‘জীবনে বহু ম্যাচে আম্পায়ার ছিলাম। তাই নতুন করে দেখার কিছু নাই। ২০১৩ সালের পর থেকে ক্রিকেটের কোনো খবর রাখি না। একবার যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি, তাকে সম্পূর্ণরূপে ত্যাগ করি।’
২০১২ সালে আসাদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন মুম্বাইয়ের এক মডেল। মডেল দাবি করেছিলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে আসাদ তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। আসাদ অবশ্য আগের মতো এখনো অস্বীকার করে বলেছেন, ‘মডেলের অভিযোগের পরের মৌসুমেও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) আম্পায়ার ছিলাম। এটা সত্য যে ঘটনার পর কিছুটা ভাবমূর্তি নষ্ট হয়েছে।’
সে ঘটনায় আসাদের আম্পায়ারিং ক্যারিয়ার শেষ না হলেও ২০১৩ সালের ঘটনায় তাঁর ক্যারিয়ার শেষ হয়েছিল। এর পরে আর কোনো ম্যাচে আম্পায়ারিং করেননি তিনি। অভিযোগ ছিল, জুয়াড়িদের দামি উপহার ও টাকার বিনিময়ে ফিক্সিং করেছিলেন ম্যাচে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড (বিসিসিআই) ২০১৬ সালে তাঁকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘জীবনের সুন্দর মুহূর্ত কেটেছে আইপিএলে। এ নিয়ে এখন আর কিছু বলতে চাই না। বিসিসিআই নিজেরাই অভিযোগ করেছিল এবং তারাই সিদ্ধান্ত নিয়েছিল।’
আসাদ আম্পায়ারিং শুরুর অল্প সময়েই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের সদস্য হয়েছিলেন। তিনি ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে ১৭০টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।
আসাদ লাহোরের লান্ডা বাজারে যে দোকান চালান, সেখানে পুরোনো জুতার সঙ্গে কম দামে পুরোনো কাপড়ও বিক্রি করেন। তাঁর এ রকম দোকানের বিষয়ে বলেছেন, ‘কর্মচারীদের জন্য এই কাজ করছি। যেন ওদের সংসার চলে। আর যা-ই করি না কেন, সেটার সর্বোচ্চ স্থানে যাওয়ার চেষ্টা করি। তাই ক্রিকেটের মতো দোকানদার হিসেবেও শিখরে পৌঁছাতে চাই।’

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৪ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৫ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৬ ঘণ্টা আগে