
৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের দল ঘোষণা করতে এখনো সময় আছে দলগুলোর। তবে সূচি প্রকাশের পর বাকি কাজ শুরু করে দিয়েছে ভারতের রাজ্য ক্রিকেট সংস্থাগুলো।
বিশ্বকাপ সামনে রেখে নিজেদের মাঠের টিকিটের দাম জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ইডেন গার্ডেনস হতে যাওয়া সব ম্যাচের টিকিটের দাম একই রাখেনি এ মাঠের তত্ত্বাবধায়ক সংস্থা সিএবি। সে হিসেবে বাংলাদেশের দুটি ম্যাচের টিকিটের দামও ভিন্ন।
ইডেনের টিকিটের দামের বিষয়টি নিশ্চিত করেছে কলকাতার একাধিক সংবাদমাধ্যম। কলকাতায় বিশ্বকাপের পাঁচ ম্যাচ হবে। লিগ পর্বের চার ম্যাচের সঙ্গে একটি সেমিফাইনাল পেয়েছে কলকাতা। আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ–নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে কলকাতায় শুরু হবে বিশ্বকাপ। সেই ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৬৫০, ১০০০ ও ১৫০০ টাকা। বাংলাদেশের আরেক ম্যাচের টিকিটের দাম আবার বেড়েছে। এখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ–পাকিস্তান ম্যাচের সঙ্গে ইংল্যান্ড–পাকিস্তান ম্যাচের টিকিটের দাম ধরা হয়েছে ৮০০, ১২০০, ২০০০, ২২০০ টাকা। আর ভারত–দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনালের ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৯০০, ১৫০০, ২৫০০ ও ৩০০০ টাকা।
টিকিটের দাম আলাদা রাখার বিষয়টি কলকাতার সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করেছেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ‘এর আগে ইডেনে কখনো পাঁচটা বিশ্বকাপের ম্যাচ হয়নি। আমরা ম্যাচের গুরুত্ব অনুযায়ী টিকিটের দাম ঠিক করেছি। এক-একটা ম্যাচের একেক গুরুত্ব। টিকিটের দাম ঠিক করার সময় সেই ব্যাপারটা মাথায় রাখা হয়েছিল।’

৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের দল ঘোষণা করতে এখনো সময় আছে দলগুলোর। তবে সূচি প্রকাশের পর বাকি কাজ শুরু করে দিয়েছে ভারতের রাজ্য ক্রিকেট সংস্থাগুলো।
বিশ্বকাপ সামনে রেখে নিজেদের মাঠের টিকিটের দাম জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ইডেন গার্ডেনস হতে যাওয়া সব ম্যাচের টিকিটের দাম একই রাখেনি এ মাঠের তত্ত্বাবধায়ক সংস্থা সিএবি। সে হিসেবে বাংলাদেশের দুটি ম্যাচের টিকিটের দামও ভিন্ন।
ইডেনের টিকিটের দামের বিষয়টি নিশ্চিত করেছে কলকাতার একাধিক সংবাদমাধ্যম। কলকাতায় বিশ্বকাপের পাঁচ ম্যাচ হবে। লিগ পর্বের চার ম্যাচের সঙ্গে একটি সেমিফাইনাল পেয়েছে কলকাতা। আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ–নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে কলকাতায় শুরু হবে বিশ্বকাপ। সেই ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৬৫০, ১০০০ ও ১৫০০ টাকা। বাংলাদেশের আরেক ম্যাচের টিকিটের দাম আবার বেড়েছে। এখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ–পাকিস্তান ম্যাচের সঙ্গে ইংল্যান্ড–পাকিস্তান ম্যাচের টিকিটের দাম ধরা হয়েছে ৮০০, ১২০০, ২০০০, ২২০০ টাকা। আর ভারত–দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনালের ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৯০০, ১৫০০, ২৫০০ ও ৩০০০ টাকা।
টিকিটের দাম আলাদা রাখার বিষয়টি কলকাতার সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করেছেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ‘এর আগে ইডেনে কখনো পাঁচটা বিশ্বকাপের ম্যাচ হয়নি। আমরা ম্যাচের গুরুত্ব অনুযায়ী টিকিটের দাম ঠিক করেছি। এক-একটা ম্যাচের একেক গুরুত্ব। টিকিটের দাম ঠিক করার সময় সেই ব্যাপারটা মাথায় রাখা হয়েছিল।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৩ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৩ ঘণ্টা আগে