
৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের দল ঘোষণা করতে এখনো সময় আছে দলগুলোর। তবে সূচি প্রকাশের পর বাকি কাজ শুরু করে দিয়েছে ভারতের রাজ্য ক্রিকেট সংস্থাগুলো।
বিশ্বকাপ সামনে রেখে নিজেদের মাঠের টিকিটের দাম জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ইডেন গার্ডেনস হতে যাওয়া সব ম্যাচের টিকিটের দাম একই রাখেনি এ মাঠের তত্ত্বাবধায়ক সংস্থা সিএবি। সে হিসেবে বাংলাদেশের দুটি ম্যাচের টিকিটের দামও ভিন্ন।
ইডেনের টিকিটের দামের বিষয়টি নিশ্চিত করেছে কলকাতার একাধিক সংবাদমাধ্যম। কলকাতায় বিশ্বকাপের পাঁচ ম্যাচ হবে। লিগ পর্বের চার ম্যাচের সঙ্গে একটি সেমিফাইনাল পেয়েছে কলকাতা। আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ–নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে কলকাতায় শুরু হবে বিশ্বকাপ। সেই ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৬৫০, ১০০০ ও ১৫০০ টাকা। বাংলাদেশের আরেক ম্যাচের টিকিটের দাম আবার বেড়েছে। এখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ–পাকিস্তান ম্যাচের সঙ্গে ইংল্যান্ড–পাকিস্তান ম্যাচের টিকিটের দাম ধরা হয়েছে ৮০০, ১২০০, ২০০০, ২২০০ টাকা। আর ভারত–দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনালের ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৯০০, ১৫০০, ২৫০০ ও ৩০০০ টাকা।
টিকিটের দাম আলাদা রাখার বিষয়টি কলকাতার সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করেছেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ‘এর আগে ইডেনে কখনো পাঁচটা বিশ্বকাপের ম্যাচ হয়নি। আমরা ম্যাচের গুরুত্ব অনুযায়ী টিকিটের দাম ঠিক করেছি। এক-একটা ম্যাচের একেক গুরুত্ব। টিকিটের দাম ঠিক করার সময় সেই ব্যাপারটা মাথায় রাখা হয়েছিল।’

৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের দল ঘোষণা করতে এখনো সময় আছে দলগুলোর। তবে সূচি প্রকাশের পর বাকি কাজ শুরু করে দিয়েছে ভারতের রাজ্য ক্রিকেট সংস্থাগুলো।
বিশ্বকাপ সামনে রেখে নিজেদের মাঠের টিকিটের দাম জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ইডেন গার্ডেনস হতে যাওয়া সব ম্যাচের টিকিটের দাম একই রাখেনি এ মাঠের তত্ত্বাবধায়ক সংস্থা সিএবি। সে হিসেবে বাংলাদেশের দুটি ম্যাচের টিকিটের দামও ভিন্ন।
ইডেনের টিকিটের দামের বিষয়টি নিশ্চিত করেছে কলকাতার একাধিক সংবাদমাধ্যম। কলকাতায় বিশ্বকাপের পাঁচ ম্যাচ হবে। লিগ পর্বের চার ম্যাচের সঙ্গে একটি সেমিফাইনাল পেয়েছে কলকাতা। আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ–নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে কলকাতায় শুরু হবে বিশ্বকাপ। সেই ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৬৫০, ১০০০ ও ১৫০০ টাকা। বাংলাদেশের আরেক ম্যাচের টিকিটের দাম আবার বেড়েছে। এখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ–পাকিস্তান ম্যাচের সঙ্গে ইংল্যান্ড–পাকিস্তান ম্যাচের টিকিটের দাম ধরা হয়েছে ৮০০, ১২০০, ২০০০, ২২০০ টাকা। আর ভারত–দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনালের ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৯০০, ১৫০০, ২৫০০ ও ৩০০০ টাকা।
টিকিটের দাম আলাদা রাখার বিষয়টি কলকাতার সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করেছেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ‘এর আগে ইডেনে কখনো পাঁচটা বিশ্বকাপের ম্যাচ হয়নি। আমরা ম্যাচের গুরুত্ব অনুযায়ী টিকিটের দাম ঠিক করেছি। এক-একটা ম্যাচের একেক গুরুত্ব। টিকিটের দাম ঠিক করার সময় সেই ব্যাপারটা মাথায় রাখা হয়েছিল।’

কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৩৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
১ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
২ ঘণ্টা আগে