রানা আব্বাস, ঢাকা

প্রথমে ‘ব্যাংলাদেশ’ বলে নিজেই উচ্চারণটা শুধরে নিলেন, ‘বাংলাদেশ’। আবার জানতে চাইলেন, ‘এখন চিটাগং নয়, চট্টগ্রাম, তাই তো?’ স্থানীয় নামের উচ্চারণ যেন ঠিকঠাক থাকে, শন পোলক সেই চেষ্টা করছেন। মিরপুর টেস্টে ধারাভাষ্যকক্ষে সবচেয়ে বড় নাম তিনি। চার দিনে মিরপুর টেস্ট শেষ হয়ে যাওয়ার পর একটু সময় মিলল প্রোটিয়া কিংবদন্তির কাছ থেকে।
নিজে ছিলেন তাঁর সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। সাকিব আল হাসান যদি তাঁর বিদায়ী টেস্টটা মিরপুরে খেলতে পারতেন, তাহলে ধারাভাষ্যকক্ষ থেকেই তিনি দেখতে পারতেন এই সময়ের অন্যতম সেরা এক অলরাউন্ডারের বিদায়। সাকিবের না খেলাটা বাংলাদেশের জন্য বড় ধাক্কাই মনে করেন পোলক। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘সাকিবের না থাকাটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা। সে ভালো ব্যাটিং করতে পারে। তার বাঁ হাতের ঘূর্ণিও বেশ কার্যকরী। জানি না নেপথ্যে কী আছে (সাকিবের না থাকার বিষয়ে)। আমি আসলে এসব জানতেও আগ্রহী নই।’
পোলকের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর চোখে এই সময়ে সেরা অলরাউন্ডার কে? এই প্রশ্নের উত্তর দিতে পোলককে বেশ ভাবতেই হলো, ‘কঠিন প্রশ্ন। আমি (রবিচন্দ্রন) অশ্বিনের রেকর্ড দেখেছি। সে একজন স্পিনার বলে এই না যে তাকে অলরাউন্ডার হিসেবে ধরা যাবে না। বেন স্টোকসের কথা বলতে পারেন। অনেক অলরাউন্ডারই আছে। যে সংখ্যায় এখন টি-টোয়েন্টি খেলতে হয়, সে ক্ষেত্রে সে (স্টোকস) কিছুটা আড়ালে চলে যায়। কেউ যদি কয়েক ওভার বোলিং করে আর বেশ কয়েকটি বাউন্ডারি মারে, তাহলে সেও অলরাউন্ডার হয়ে যাচ্ছে। আমার মনে হয়, জেনুইন অলরাউন্ডার বলতে এর চেয়ে বেশি বোঝায়। স্টোকস—নিজের সেরা বোলিং আর ব্যাটিংয়ের দিনে আপনাকে টেস্ট জেতাবে। বোলিংয়ে অবশ্যই অশ্বিন অনেক ভালো। এমনকি ব্যাটিংয়েও সে কয়েকটা সেঞ্চুরি পেয়েছে। আমার মনে হয় এরাই এ তালিকায় থাকবে।’
তাহলে সাকিব আল হাসানকে নিয়ে পোলকের মূল্যায়ন কী? ‘তার পারফরম্যান্সের ব্যাপারে আমি বিস্তারিত বলতে পারব না। আপনাদের মতো তাকে তো অত দেখিনি। তবে সব সময়ই তার প্রশংসা করেছি। দক্ষিণ আফ্রিকায় সবশেষ সফরে সে আসেনি। সেই সিরিজটা সে মিস করেছে (২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ছিল না)। এখানে তাকে খেলতে দেখতে চেয়েছিলাম। দুর্ভাগ্য, সেটা হয়নি। তবে ব্যাটিংয়ে বিভিন্ন পজিশনে খেলেছে। দলকে নেতৃত্ব দিয়েছে বারবার। ব্যাটিং-বোলিংয়ে অবশ্যই তার দারুণ অবদান রয়েছে। আমার চোখে সে অসাধারণ’—সাকিবকে এভাবেই বর্ণনা করেছেন পোলক।
(শন পোলকের পুরো সাক্ষাৎকার পড়ুন আগামীকালের আজকের পত্রিকার খেলা পাতায়)

প্রথমে ‘ব্যাংলাদেশ’ বলে নিজেই উচ্চারণটা শুধরে নিলেন, ‘বাংলাদেশ’। আবার জানতে চাইলেন, ‘এখন চিটাগং নয়, চট্টগ্রাম, তাই তো?’ স্থানীয় নামের উচ্চারণ যেন ঠিকঠাক থাকে, শন পোলক সেই চেষ্টা করছেন। মিরপুর টেস্টে ধারাভাষ্যকক্ষে সবচেয়ে বড় নাম তিনি। চার দিনে মিরপুর টেস্ট শেষ হয়ে যাওয়ার পর একটু সময় মিলল প্রোটিয়া কিংবদন্তির কাছ থেকে।
নিজে ছিলেন তাঁর সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। সাকিব আল হাসান যদি তাঁর বিদায়ী টেস্টটা মিরপুরে খেলতে পারতেন, তাহলে ধারাভাষ্যকক্ষ থেকেই তিনি দেখতে পারতেন এই সময়ের অন্যতম সেরা এক অলরাউন্ডারের বিদায়। সাকিবের না খেলাটা বাংলাদেশের জন্য বড় ধাক্কাই মনে করেন পোলক। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘সাকিবের না থাকাটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা। সে ভালো ব্যাটিং করতে পারে। তার বাঁ হাতের ঘূর্ণিও বেশ কার্যকরী। জানি না নেপথ্যে কী আছে (সাকিবের না থাকার বিষয়ে)। আমি আসলে এসব জানতেও আগ্রহী নই।’
পোলকের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর চোখে এই সময়ে সেরা অলরাউন্ডার কে? এই প্রশ্নের উত্তর দিতে পোলককে বেশ ভাবতেই হলো, ‘কঠিন প্রশ্ন। আমি (রবিচন্দ্রন) অশ্বিনের রেকর্ড দেখেছি। সে একজন স্পিনার বলে এই না যে তাকে অলরাউন্ডার হিসেবে ধরা যাবে না। বেন স্টোকসের কথা বলতে পারেন। অনেক অলরাউন্ডারই আছে। যে সংখ্যায় এখন টি-টোয়েন্টি খেলতে হয়, সে ক্ষেত্রে সে (স্টোকস) কিছুটা আড়ালে চলে যায়। কেউ যদি কয়েক ওভার বোলিং করে আর বেশ কয়েকটি বাউন্ডারি মারে, তাহলে সেও অলরাউন্ডার হয়ে যাচ্ছে। আমার মনে হয়, জেনুইন অলরাউন্ডার বলতে এর চেয়ে বেশি বোঝায়। স্টোকস—নিজের সেরা বোলিং আর ব্যাটিংয়ের দিনে আপনাকে টেস্ট জেতাবে। বোলিংয়ে অবশ্যই অশ্বিন অনেক ভালো। এমনকি ব্যাটিংয়েও সে কয়েকটা সেঞ্চুরি পেয়েছে। আমার মনে হয় এরাই এ তালিকায় থাকবে।’
তাহলে সাকিব আল হাসানকে নিয়ে পোলকের মূল্যায়ন কী? ‘তার পারফরম্যান্সের ব্যাপারে আমি বিস্তারিত বলতে পারব না। আপনাদের মতো তাকে তো অত দেখিনি। তবে সব সময়ই তার প্রশংসা করেছি। দক্ষিণ আফ্রিকায় সবশেষ সফরে সে আসেনি। সেই সিরিজটা সে মিস করেছে (২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ছিল না)। এখানে তাকে খেলতে দেখতে চেয়েছিলাম। দুর্ভাগ্য, সেটা হয়নি। তবে ব্যাটিংয়ে বিভিন্ন পজিশনে খেলেছে। দলকে নেতৃত্ব দিয়েছে বারবার। ব্যাটিং-বোলিংয়ে অবশ্যই তার দারুণ অবদান রয়েছে। আমার চোখে সে অসাধারণ’—সাকিবকে এভাবেই বর্ণনা করেছেন পোলক।
(শন পোলকের পুরো সাক্ষাৎকার পড়ুন আগামীকালের আজকের পত্রিকার খেলা পাতায়)

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৯ ঘণ্টা আগে