নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় দলের ব্যাটিং কোচ হতে আবেদন করেছেন অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল। সদ্যসমাপ্ত যুব বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধ্যায় শেষ হচ্ছে তাঁর। গতকাল বিকেলে চাকরির সাক্ষাৎকার শেষে গ্রান্ড স্ট্যান্ডে বসে দেখছিলেন বিপিএলের রংপুর-ঢাকার ম্যাচ। ম্যাচ শেষে তিনি কথা বললেন আজকের পত্রিকার সঙ্গে।
ব্যাটিং কোচ হতে আবেদন
স্টুয়ার্ট ল: ভূমিকা সুনির্দিষ্ট, সরাসরি খেলোয়াড়দের সঙ্গে কাজ করা। ক্রিকেটাররা হয়তো প্রধান কোচের সঙ্গেই বেশি সময় দেবে। এখানে আমাকে মৌলিক কোচিং করাতে হবে। বিসিবির সঙ্গে আলাপ হয়েছে। কিছুটা সময় নেবে, তবে নিশ্চিত তারা সঠিক নাম খুঁজে পাবে এই কাজের জন্য। চাকরি পেতে আমি সব সময়ই আশাবাদী। আমার অনূর্ধ্ব-১৯ দলের চাকরিটা শেষ। এখন বেকার। দ্রুত আরেকটি চাকরি খুঁজে নেওয়াটা দারুণ কিছু হবে।
২০২৪ যুব বিশ্বকাপ যেমন গেল
ছেলেদের নিয়ে আমার কোনো আফসোস নেই। এটা হতাশার ছিল (সুপার সিক্সে থেমে যাওয়া)। আমরা ম্যাচের পর (পাকিস্তানের কাছে হারের পর) বসেছিলাম। আমাদের হৃদয় ভেঙেছিল, ড্রেসিংরুমে সেদিন কান্নার রোল পড়ে গিয়েছিল। তবে এই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যা করেছে, যেটা আগে দেখা যায়নি। যুব এশিয়া কাপ জিতেছে। অনেক টুর্নামেন্ট-সিরিজ সাফল্যের সঙ্গে খেলেছি। কিছু খেলোয়াড়ের দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেছে। তাদের নিয়ে আমার কোনো আফসোস নেই। এই দল নিয়ে অনেক সুখস্মৃতি রয়েছে।
রাব্বী-শিবলিদের নিয়ে আশা
অনেক তরুণ ক্রিকেটার দেখেছি, যাদের নিয়ে আমি অনেক আশাবাদী। তারা শুধু ভালো ক্রিকেটার নয়, ভালো তরুণও। এই তরুণ ক্রিকেটাররা মাত্র কঠোর পরিশ্রম শুরু করেছে। প্রতিনিয়ত উন্নতি করার চেষ্টা করছে। আমার পুরোটা সময় তাদের এটাই বুঝিয়েছি, গতকাল যেটা করেছ, সেটা যথেষ্ট নয়। আজকের দিনে তোমাকে আরও ভালো করতে হবে। যদি এই বোধটা থাকে, বুঝতে পারে, সঠিক প্রশ্ন করতে থাকে, তাহলে সঠিক কাজও করতে পারবে। তাদের উচিত আরও উন্নতি করা এবং অনেক বছর ধরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা।
বিপিএলে স্থানীয় ব্যাটাররা বিবর্ণ
দেখুন, এটা কঠিন। ক্রিকেট সহজ নয়। সবাই ভাবে, আপনি যদি ব্যাটার হন, আপনাকে সেঞ্চুরি করতে হবে। ক্রিকেটে কখনোই সব নিখুঁত পাবেন না। কেউ হতে পারে না। প্রত্যাশা অনুযায়ী ব্যাটারদের ভালো না করার পেছনে আমার মনে হয় অনেক চাপ আর প্রত্যাশা একটা কারণ। আর এই দেশে অনেক চাপ থাকে প্রত্যেক খেলোয়াড়ের ওপর। কোচ আর বোর্ডের উচিত, খেলোয়াড়দের এই সমস্যা দূর করা, যেন তারা নিজেদের সেরাটা দিতে পারে।
বিশ্বকাপের বছরে শান্তদের রানখরা
ঘরোয়া ক্রিকেটে পিচ একটা সমস্যা। এটি বাইরে ভালো ক্রিকেট খেলতে দেয় না। বিদেশে গেলে ভিন্ন ধরনের পিচে খেলতে হয়। এখানে এটি দেখা যায় না। এখানে সব পিচ একই রকমের। বাউন্স নেই, স্পিন হয় অনেক। বাইরে এমন পিচ পাবেন না। বাংলাদেশ যখন বিদেশে যায়, তখন তারা পায় বাউন্সি পিচ, পেস থাকে। সে ধরনের পিচ বাংলাদেশে বানানো গেলে পরিবর্তন আসবে ক্রিকেটারদের পারফরম্যান্সে।
একাধিকবার বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা
আবারও বলছি, এখানে অনেক ট্যালেন্ট আছে। অনেক উপভোগ করি এখানে কাজ করতে। আপনাদের আতিথেয়তা সত্যি অসাধারণ। আপনারা জানেন কীভাবে অতিথিকে দেখাশোনা করতে হয়। অনেক উপভোগ করেছি। তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করে অনেক ভালো লাগে। তারা শিখতে চায়। এটা অনেক উপভোগ্য।

জাতীয় দলের ব্যাটিং কোচ হতে আবেদন করেছেন অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল। সদ্যসমাপ্ত যুব বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধ্যায় শেষ হচ্ছে তাঁর। গতকাল বিকেলে চাকরির সাক্ষাৎকার শেষে গ্রান্ড স্ট্যান্ডে বসে দেখছিলেন বিপিএলের রংপুর-ঢাকার ম্যাচ। ম্যাচ শেষে তিনি কথা বললেন আজকের পত্রিকার সঙ্গে।
ব্যাটিং কোচ হতে আবেদন
স্টুয়ার্ট ল: ভূমিকা সুনির্দিষ্ট, সরাসরি খেলোয়াড়দের সঙ্গে কাজ করা। ক্রিকেটাররা হয়তো প্রধান কোচের সঙ্গেই বেশি সময় দেবে। এখানে আমাকে মৌলিক কোচিং করাতে হবে। বিসিবির সঙ্গে আলাপ হয়েছে। কিছুটা সময় নেবে, তবে নিশ্চিত তারা সঠিক নাম খুঁজে পাবে এই কাজের জন্য। চাকরি পেতে আমি সব সময়ই আশাবাদী। আমার অনূর্ধ্ব-১৯ দলের চাকরিটা শেষ। এখন বেকার। দ্রুত আরেকটি চাকরি খুঁজে নেওয়াটা দারুণ কিছু হবে।
২০২৪ যুব বিশ্বকাপ যেমন গেল
ছেলেদের নিয়ে আমার কোনো আফসোস নেই। এটা হতাশার ছিল (সুপার সিক্সে থেমে যাওয়া)। আমরা ম্যাচের পর (পাকিস্তানের কাছে হারের পর) বসেছিলাম। আমাদের হৃদয় ভেঙেছিল, ড্রেসিংরুমে সেদিন কান্নার রোল পড়ে গিয়েছিল। তবে এই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যা করেছে, যেটা আগে দেখা যায়নি। যুব এশিয়া কাপ জিতেছে। অনেক টুর্নামেন্ট-সিরিজ সাফল্যের সঙ্গে খেলেছি। কিছু খেলোয়াড়ের দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেছে। তাদের নিয়ে আমার কোনো আফসোস নেই। এই দল নিয়ে অনেক সুখস্মৃতি রয়েছে।
রাব্বী-শিবলিদের নিয়ে আশা
অনেক তরুণ ক্রিকেটার দেখেছি, যাদের নিয়ে আমি অনেক আশাবাদী। তারা শুধু ভালো ক্রিকেটার নয়, ভালো তরুণও। এই তরুণ ক্রিকেটাররা মাত্র কঠোর পরিশ্রম শুরু করেছে। প্রতিনিয়ত উন্নতি করার চেষ্টা করছে। আমার পুরোটা সময় তাদের এটাই বুঝিয়েছি, গতকাল যেটা করেছ, সেটা যথেষ্ট নয়। আজকের দিনে তোমাকে আরও ভালো করতে হবে। যদি এই বোধটা থাকে, বুঝতে পারে, সঠিক প্রশ্ন করতে থাকে, তাহলে সঠিক কাজও করতে পারবে। তাদের উচিত আরও উন্নতি করা এবং অনেক বছর ধরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা।
বিপিএলে স্থানীয় ব্যাটাররা বিবর্ণ
দেখুন, এটা কঠিন। ক্রিকেট সহজ নয়। সবাই ভাবে, আপনি যদি ব্যাটার হন, আপনাকে সেঞ্চুরি করতে হবে। ক্রিকেটে কখনোই সব নিখুঁত পাবেন না। কেউ হতে পারে না। প্রত্যাশা অনুযায়ী ব্যাটারদের ভালো না করার পেছনে আমার মনে হয় অনেক চাপ আর প্রত্যাশা একটা কারণ। আর এই দেশে অনেক চাপ থাকে প্রত্যেক খেলোয়াড়ের ওপর। কোচ আর বোর্ডের উচিত, খেলোয়াড়দের এই সমস্যা দূর করা, যেন তারা নিজেদের সেরাটা দিতে পারে।
বিশ্বকাপের বছরে শান্তদের রানখরা
ঘরোয়া ক্রিকেটে পিচ একটা সমস্যা। এটি বাইরে ভালো ক্রিকেট খেলতে দেয় না। বিদেশে গেলে ভিন্ন ধরনের পিচে খেলতে হয়। এখানে এটি দেখা যায় না। এখানে সব পিচ একই রকমের। বাউন্স নেই, স্পিন হয় অনেক। বাইরে এমন পিচ পাবেন না। বাংলাদেশ যখন বিদেশে যায়, তখন তারা পায় বাউন্সি পিচ, পেস থাকে। সে ধরনের পিচ বাংলাদেশে বানানো গেলে পরিবর্তন আসবে ক্রিকেটারদের পারফরম্যান্সে।
একাধিকবার বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা
আবারও বলছি, এখানে অনেক ট্যালেন্ট আছে। অনেক উপভোগ করি এখানে কাজ করতে। আপনাদের আতিথেয়তা সত্যি অসাধারণ। আপনারা জানেন কীভাবে অতিথিকে দেখাশোনা করতে হয়। অনেক উপভোগ করেছি। তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করে অনেক ভালো লাগে। তারা শিখতে চায়। এটা অনেক উপভোগ্য।

শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
২৯ মিনিট আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
২ ঘণ্টা আগে
নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপে খেলতে না চাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ মুহূর্তে বেশ চাপে আছে। সবচেয়ে বেশি চাপে আছেন সম্ভবত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) কি স্বস্তিতে আছে? উত্তরটা যে হ্যাঁ-সূচক নয়, সেটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরই বলে দিচ্ছে।
২ ঘণ্টা আগে