
আইসিসি র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের জায়গা বদল হচ্ছে বারবার। বিশেষ করে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে কখনো তিনি এগোচ্ছেন, আবার পিছিয়ে যাচ্ছেন। বাংলাদেশের তারকা ক্রিকেটার এবার এগিয়েছেন। তাঁর এগোনোর দিনে পিছিয়েছেন তাসকিন-মোস্তাফিজরা।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আজই সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন সাকিব। বাংলাদেশের তারকা ক্রিকেটারের রেটিং পয়েন্ট এখন ২০৬। বিশ্বকাপে ৭ ম্যাচে ১৮.৫ গড় ও ১০৬.৭৩ স্ট্রাইকরেটে করেছেন ১১১ রান। ৭.৫০ ইকোনমিতে নেন ৩ উইকেট। অন্যদিকে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন হার্দিক পান্ডিয়া। ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে ফাইনালে ৩ ওভারে ২০ রানে নেন ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ওভারে ২০ রানে নেন ২ উইকেট। ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের উইকেট নিয়ে ম্যাচের মোড় বদলে দেন পান্ডিয়া। ৪৮ গড় ও ১৫১.১৭ স্ট্রাইকরেটে বিশ্বকাপে ১৪৪ রান করেছেন। ৭.৬৪ ইকোনমিতে নেন ১১ উইকেট।
তাসকিন-মোস্তাফিজরা পিছিয়েছেন টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে। মোস্তাফিজ এক ধাপ পিছিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ১৯ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৬১৯। ৫৮৯ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ২৬ নম্বরে আছেন তাসকিন ও রিশাদ হোসেন। দুজনেই দুই ধাপ করে পিছিয়েছেন। যেখানে রিশাদ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে এই টুর্নামেন্টে এক মৌসুমে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন। বোলিং করেছেন ৭.৭৬ ইকোনমিতে। বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ৪০ ও ৬৫ নম্বরে আছেন সাকিব ও তানজিম সাকিব। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৬.২০ ইকোনমিতে তানজিম সাকিব নেন ১১ উইকেট। নেপাল ম্যাচে ২১ ডট বল দিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ডট দিয়েছেন।
২২২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যৌথভাবে শীর্ষে পান্ডিয়া ও হাসারাঙ্গা। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিন ও চারে আছেন মার্কাস স্টয়নিস ও সিকান্দার রাজা। দুজনেই এক ধাপ করে এগিয়েছেন। সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে আইসিসির টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা করে নিয়েছেন স্টয়নিস। অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের রেটিং ২১১। বিশ্বকাপের পর অলরাউন্ড র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেয়েছেন মোহাম্মদ নবী। চার ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছেন।
৭১৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আদিল রশিদ। বিশ্বকাপ পরবর্তী র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন অ্যানরিখ নরকীয়া। সাত এক ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠেছেন নরকীয়া। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৫.৭৪ ইকোনমিতে ১৫ উইকেট নিয়েছেন তিনি।

আইসিসি র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের জায়গা বদল হচ্ছে বারবার। বিশেষ করে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে কখনো তিনি এগোচ্ছেন, আবার পিছিয়ে যাচ্ছেন। বাংলাদেশের তারকা ক্রিকেটার এবার এগিয়েছেন। তাঁর এগোনোর দিনে পিছিয়েছেন তাসকিন-মোস্তাফিজরা।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আজই সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন সাকিব। বাংলাদেশের তারকা ক্রিকেটারের রেটিং পয়েন্ট এখন ২০৬। বিশ্বকাপে ৭ ম্যাচে ১৮.৫ গড় ও ১০৬.৭৩ স্ট্রাইকরেটে করেছেন ১১১ রান। ৭.৫০ ইকোনমিতে নেন ৩ উইকেট। অন্যদিকে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন হার্দিক পান্ডিয়া। ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে ফাইনালে ৩ ওভারে ২০ রানে নেন ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ওভারে ২০ রানে নেন ২ উইকেট। ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের উইকেট নিয়ে ম্যাচের মোড় বদলে দেন পান্ডিয়া। ৪৮ গড় ও ১৫১.১৭ স্ট্রাইকরেটে বিশ্বকাপে ১৪৪ রান করেছেন। ৭.৬৪ ইকোনমিতে নেন ১১ উইকেট।
তাসকিন-মোস্তাফিজরা পিছিয়েছেন টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে। মোস্তাফিজ এক ধাপ পিছিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ১৯ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৬১৯। ৫৮৯ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ২৬ নম্বরে আছেন তাসকিন ও রিশাদ হোসেন। দুজনেই দুই ধাপ করে পিছিয়েছেন। যেখানে রিশাদ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে এই টুর্নামেন্টে এক মৌসুমে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন। বোলিং করেছেন ৭.৭৬ ইকোনমিতে। বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ৪০ ও ৬৫ নম্বরে আছেন সাকিব ও তানজিম সাকিব। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৬.২০ ইকোনমিতে তানজিম সাকিব নেন ১১ উইকেট। নেপাল ম্যাচে ২১ ডট বল দিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ডট দিয়েছেন।
২২২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যৌথভাবে শীর্ষে পান্ডিয়া ও হাসারাঙ্গা। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিন ও চারে আছেন মার্কাস স্টয়নিস ও সিকান্দার রাজা। দুজনেই এক ধাপ করে এগিয়েছেন। সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে আইসিসির টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা করে নিয়েছেন স্টয়নিস। অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের রেটিং ২১১। বিশ্বকাপের পর অলরাউন্ড র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেয়েছেন মোহাম্মদ নবী। চার ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছেন।
৭১৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আদিল রশিদ। বিশ্বকাপ পরবর্তী র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন অ্যানরিখ নরকীয়া। সাত এক ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠেছেন নরকীয়া। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৫.৭৪ ইকোনমিতে ১৫ উইকেট নিয়েছেন তিনি।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে