ক্রীড়া ডেস্ক

প্রথম ৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেট ১৬। প্রথম পাঁচ ওভারে শ্রীলঙ্কা তুলেছে ১ উইকেটে ৫৫। প্রথম ১০ ওভারে দুই দলের স্কোর যথাক্রমে—৫৪ / ৫ ও ১০৭ /১। এরপর ম্যাচে কারা জিততে যাচ্ছে—সেটি বোঝায় যাচ্ছিল। দেখার ছিল একটাই, কত ব্যবধানে হারে বাংলাদেশ, কত ব্যবধানে জেতে শ্রীলঙ্কা। এশিয়া কাপের এক পেশে এই ম্যাচে শ্রীলঙ্কা (১৪০/৪) ৩২ বল হাতে রেখে জিতেছে ৬ উইকেটে।
শ্রীলঙ্কার এই জয়ে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার পথ জটিল হয়ে উঠল। এই রাউন্ডে খেলার আশা জিইয়ে রাখতে হলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হারাতেই হবে আফগানিস্তানকে।
১৩৯ রানে পুঁজি নিয়ে জিততে হলে লঙ্কান ইনিংসে শুরুতেই শরীফুল-মোস্তাফিজদের তুলে নিতে হতো কয়েকটি উইকেট। কিন্তু তা হতে দেননি লঙ্কান ব্যাটাররা। দলীয় ১৩ রানে চমৎকার এক বলে মোস্তাফিজ ব্যক্তিগত ৩ রানে কুশল মেন্ডিসকে ফিরিয়ে দিলেও দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৯৫ রানের জুটি গড়ে ম্যাচ থেকে বাংলাদেশকে কার্যত ছিটকে ফেলেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও কামিল মিশ্র। ১০৮ রানে এই জুটি ভাঙলেও আর পেছনে ফিরে তাকাতে হয়নি লঙ্কানদের। আউট হওয়ার আগে ৬টি চার ও ১টি ছয়ে ৩৪ বলে ৫০ করেছেন নিশাঙ্কা। মিশ্র শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৬ রানে। বল হতে ২টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান।
এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৫ উইকেটে তোলে ১৩৯ রান। টি-টোয়েন্টিতে এটি একটি মামুলি স্কোর। তবে যে দুঃস্বপ্নের মধ্যে দিয়ে ইনিংসের শুরু, তাতে দূরতিক্রম্য হবে না জেনেও এই স্কোরটা বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারীর লড়াইয়ের গল্পই বলে!
প্রথম ১০ বলে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের বিদায়। দলের স্কোরে তখন কোনো রানই জমা পড়েনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম দলীয় শূন্য রানে বিদায় নিলেন দুই ওপেনার। ইনিংসে ১৩ তম বলে এসেছে প্রথম রান। শূন্য রানে ২ উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দলীয় ১১ রানে ফিরে যান তাওহীদ হৃদয় (৮)। এরপর ৩৮ রানে মেহেদী হাসান (৯) এবং ৫৩ রানে যখন অধিনায়ক লিটন দাসও (২৮) যখন বিদায় নিলেন, মনে হয়েছিল, ব্যাটিং লাইন আপের হুড়মুড়িয়ে ভেঙে পড়ার সেই পুরোনো ভিত বোধ হয় ফিরে এলো!
কিন্তু সেটি হতে দেননি জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। বিরুদ্ধে স্রোতে দাঁড়িয়ে লড়াই করে ৬১ বলে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তাঁরা। যা এই সংস্করণে এই উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। আর তাতেই বাংলাদেশ স্কোর দাঁড়ায় ১৩৯। ৩৪ বলে ৪১ করেছেন জাকের আলী। ২টি চার আছে তাঁর ইনিংসে। আর সমান বলে ৩টি চার ও ১টি ছয়ে ৪২ রান করেছেন শামীম। বল হাতে ২৫ রানে ২ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

প্রথম ৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেট ১৬। প্রথম পাঁচ ওভারে শ্রীলঙ্কা তুলেছে ১ উইকেটে ৫৫। প্রথম ১০ ওভারে দুই দলের স্কোর যথাক্রমে—৫৪ / ৫ ও ১০৭ /১। এরপর ম্যাচে কারা জিততে যাচ্ছে—সেটি বোঝায় যাচ্ছিল। দেখার ছিল একটাই, কত ব্যবধানে হারে বাংলাদেশ, কত ব্যবধানে জেতে শ্রীলঙ্কা। এশিয়া কাপের এক পেশে এই ম্যাচে শ্রীলঙ্কা (১৪০/৪) ৩২ বল হাতে রেখে জিতেছে ৬ উইকেটে।
শ্রীলঙ্কার এই জয়ে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার পথ জটিল হয়ে উঠল। এই রাউন্ডে খেলার আশা জিইয়ে রাখতে হলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হারাতেই হবে আফগানিস্তানকে।
১৩৯ রানে পুঁজি নিয়ে জিততে হলে লঙ্কান ইনিংসে শুরুতেই শরীফুল-মোস্তাফিজদের তুলে নিতে হতো কয়েকটি উইকেট। কিন্তু তা হতে দেননি লঙ্কান ব্যাটাররা। দলীয় ১৩ রানে চমৎকার এক বলে মোস্তাফিজ ব্যক্তিগত ৩ রানে কুশল মেন্ডিসকে ফিরিয়ে দিলেও দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৯৫ রানের জুটি গড়ে ম্যাচ থেকে বাংলাদেশকে কার্যত ছিটকে ফেলেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও কামিল মিশ্র। ১০৮ রানে এই জুটি ভাঙলেও আর পেছনে ফিরে তাকাতে হয়নি লঙ্কানদের। আউট হওয়ার আগে ৬টি চার ও ১টি ছয়ে ৩৪ বলে ৫০ করেছেন নিশাঙ্কা। মিশ্র শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৬ রানে। বল হতে ২টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান।
এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৫ উইকেটে তোলে ১৩৯ রান। টি-টোয়েন্টিতে এটি একটি মামুলি স্কোর। তবে যে দুঃস্বপ্নের মধ্যে দিয়ে ইনিংসের শুরু, তাতে দূরতিক্রম্য হবে না জেনেও এই স্কোরটা বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারীর লড়াইয়ের গল্পই বলে!
প্রথম ১০ বলে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের বিদায়। দলের স্কোরে তখন কোনো রানই জমা পড়েনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম দলীয় শূন্য রানে বিদায় নিলেন দুই ওপেনার। ইনিংসে ১৩ তম বলে এসেছে প্রথম রান। শূন্য রানে ২ উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দলীয় ১১ রানে ফিরে যান তাওহীদ হৃদয় (৮)। এরপর ৩৮ রানে মেহেদী হাসান (৯) এবং ৫৩ রানে যখন অধিনায়ক লিটন দাসও (২৮) যখন বিদায় নিলেন, মনে হয়েছিল, ব্যাটিং লাইন আপের হুড়মুড়িয়ে ভেঙে পড়ার সেই পুরোনো ভিত বোধ হয় ফিরে এলো!
কিন্তু সেটি হতে দেননি জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। বিরুদ্ধে স্রোতে দাঁড়িয়ে লড়াই করে ৬১ বলে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তাঁরা। যা এই সংস্করণে এই উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। আর তাতেই বাংলাদেশ স্কোর দাঁড়ায় ১৩৯। ৩৪ বলে ৪১ করেছেন জাকের আলী। ২টি চার আছে তাঁর ইনিংসে। আর সমান বলে ৩টি চার ও ১টি ছয়ে ৪২ রান করেছেন শামীম। বল হাতে ২৫ রানে ২ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

মোহাম্মদ সালাহর শেষ মুহূর্তের গোলে পরশু রাতে বেনিনকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল মিসর। শেষ আটে প্রতিপক্ষ কে হয়, সেটা জানতে মিসরকে অপেক্ষা করতে হয়েছে ২৪ ঘণ্টা। কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টের বিপক্ষে খেলবে মিসর।
১ ঘণ্টা আগে
ব্যাটিং ব্যর্থতা যেন এবারের অ্যাশেজে ইংল্যান্ডের নিত্যসঙ্গী। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের ম্যাচটা ইংলিশরা জিতলেও হারিয়েছিল ৬ উইকেট। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) চলমান অ্যাশেজের পঞ্চম টেস্টে সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে সেঞ্চুরি করেছেন জ্যাকব বেথেল।
১ ঘণ্টা আগে
যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যায়, তাহলে বাংলাদেশ ক্রিকেট দলের পয়েন্ট কাটা হতে পারে বলে ক্রিকইনফো গত রাতে খবর প্রকাশ করেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এখানে পয়েন্ট কাটার কোনো ব্যাপার নেই।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের থাকলেও পুরোটা সময় খেলা নাও হতে পারে লকি ফার্গুসন ও ম্যাট হেনরির। ভারত-শ্রীলঙ্কায় ফেব্রুয়ারি-মার্চে আইসিসি ইভেন্ট চলার সময় পিতৃত্বকালীন ছুটিতে থাকতে পারেন তাঁরা (ফার্গুসন-হেনরি)। এমনকি নিউজিল্যান্ডের এই দুই তারকা পেসার চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি।
৩ ঘণ্টা আগে