ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, আইপিএলে এখনো পরিচিত মুখ মহেন্দ্র সিং ধোনি। আসন্ন মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি। তবে তার ক্রিকেট পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা জানালেন, অবসরের পর ধোনিকে রাজনীতিতে দেখার প্রত্যাশা করছেন তিনি।
ভারতের জার্সি তুলে রাখার পর খুব একটা লাইমলাইটে আসেন না ধোনি। তবে তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। আইপিএলে তাকে এক নজর দেখার জন্যই গ্যালারিতে ভিড় হয় নিয়মিতই। তাই ভারতের সাবেক এই অধিনায়ক রাজনীতিতে এলে ভালো কিছু হবে বলে মনে করছেন রাজীব।
এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সহসভাপতি বলেন, ‘আমার মনে হয়, ধোনি রাজনীতিবিদ হতে পারে। তবে এটি তার ওপর নির্ভর করে। সে রাজনীতিতে এলে ভালোই করবে। ভোটে সহজেই জিতবে, কারণ তার জনপ্রিয়তা আছে। আমি জানি না সে রাজনীতিতে যোগ দেবে কি না, এটা পুরোপুরি তার ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘আমি একবার শুনেছি, সে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও সে আমাকে করবে না বলেই জানিয়েছে। আড়ালে থাকাটাই তার স্বভাব। নিজের সঙ্গে মোবাইলও রাখে না। এমনকি নির্বাচকদেরও তার সঙ্গে যোগাযোগ করতে হিমশিম খেতে হতো। তবে সে কোনো কিছু করলে, সেটা গুরুত্বের সঙ্গেই করে।’
ভারতকে তিনটি আইসিসি ট্রফি জেতানো ধোনি চেন্নাইয়ের ২৬৪ ম্যাচ খেলে করেছেন ৫ হাজার ২৪৩ রান। তা ছাড়া ফ্র্যাঞ্চাইজিটি দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, আইপিএলে এখনো পরিচিত মুখ মহেন্দ্র সিং ধোনি। আসন্ন মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি। তবে তার ক্রিকেট পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা জানালেন, অবসরের পর ধোনিকে রাজনীতিতে দেখার প্রত্যাশা করছেন তিনি।
ভারতের জার্সি তুলে রাখার পর খুব একটা লাইমলাইটে আসেন না ধোনি। তবে তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। আইপিএলে তাকে এক নজর দেখার জন্যই গ্যালারিতে ভিড় হয় নিয়মিতই। তাই ভারতের সাবেক এই অধিনায়ক রাজনীতিতে এলে ভালো কিছু হবে বলে মনে করছেন রাজীব।
এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সহসভাপতি বলেন, ‘আমার মনে হয়, ধোনি রাজনীতিবিদ হতে পারে। তবে এটি তার ওপর নির্ভর করে। সে রাজনীতিতে এলে ভালোই করবে। ভোটে সহজেই জিতবে, কারণ তার জনপ্রিয়তা আছে। আমি জানি না সে রাজনীতিতে যোগ দেবে কি না, এটা পুরোপুরি তার ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘আমি একবার শুনেছি, সে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও সে আমাকে করবে না বলেই জানিয়েছে। আড়ালে থাকাটাই তার স্বভাব। নিজের সঙ্গে মোবাইলও রাখে না। এমনকি নির্বাচকদেরও তার সঙ্গে যোগাযোগ করতে হিমশিম খেতে হতো। তবে সে কোনো কিছু করলে, সেটা গুরুত্বের সঙ্গেই করে।’
ভারতকে তিনটি আইসিসি ট্রফি জেতানো ধোনি চেন্নাইয়ের ২৬৪ ম্যাচ খেলে করেছেন ৫ হাজার ২৪৩ রান। তা ছাড়া ফ্র্যাঞ্চাইজিটি দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি।

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩৪ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে