নিজস্ব প্রতিবেদক

ঢাকা: প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে। ইমরুল কায়েসের ক্যারিয়ারের আবহ সংগীতই যেন হয়ে ওঠেছিল জগজিৎ সিংয়ের গানটা—‘বেশি কিছু আশা করা ভুল!’ ইমরুলের সুখবর, শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য কাল বিসিবির দেওয়া ২৩ জনের প্রাথমিক দলে রাখা হয়েছে তাঁকে।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার শহীদুল ইসলাম। প্রাথমিক দলে চমক বলতে এ দুটি নাম। আইপিএল খেলতে ছুটিতে থাকা সাকিব-মোস্তাফিজ যে সিরিজটা খেলবেন, তা আগেই জানা। প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে দেশে যাঁরা আছেন, তাঁরা আজ দুপুর ২টা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন। শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর বাকিরা কদিন বিশ্রাম নিয়ে অনুশীলনে যোগ দেবেন।
বিসিবি আরও জানিয়েছে, ৭ মে থেকে পুরো দল এক সঙ্গে অনুশীলন শুরু করবে। ৯ মে পর্যন্ত এভাবেই চলবে প্রাথমিক দলের অনুশীলন। ১০ থেকে ১৭ মে পর্যন্ত ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা।
ছুটি শেষে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ঘোষণা করা হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মূল দল। এই সিরিজ খেলতে এ মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসার কথা লঙ্কানদের।
ইমরুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টেই দেশের হয়ে তাঁর শেষ মাঠে নামা। দলে ফেরার অপেক্ষার প্রহর শেষ হওয়া বাঁহাতি ব্যাটসম্যানের সামনে এখন মূল দলে ঢোকার লড়াই।
২৩ সদস্যের প্রাথমিক দল:
তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহীদুল ইসলাম।

ঢাকা: প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে। ইমরুল কায়েসের ক্যারিয়ারের আবহ সংগীতই যেন হয়ে ওঠেছিল জগজিৎ সিংয়ের গানটা—‘বেশি কিছু আশা করা ভুল!’ ইমরুলের সুখবর, শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য কাল বিসিবির দেওয়া ২৩ জনের প্রাথমিক দলে রাখা হয়েছে তাঁকে।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার শহীদুল ইসলাম। প্রাথমিক দলে চমক বলতে এ দুটি নাম। আইপিএল খেলতে ছুটিতে থাকা সাকিব-মোস্তাফিজ যে সিরিজটা খেলবেন, তা আগেই জানা। প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে দেশে যাঁরা আছেন, তাঁরা আজ দুপুর ২টা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন। শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর বাকিরা কদিন বিশ্রাম নিয়ে অনুশীলনে যোগ দেবেন।
বিসিবি আরও জানিয়েছে, ৭ মে থেকে পুরো দল এক সঙ্গে অনুশীলন শুরু করবে। ৯ মে পর্যন্ত এভাবেই চলবে প্রাথমিক দলের অনুশীলন। ১০ থেকে ১৭ মে পর্যন্ত ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা।
ছুটি শেষে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ঘোষণা করা হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মূল দল। এই সিরিজ খেলতে এ মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসার কথা লঙ্কানদের।
ইমরুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টেই দেশের হয়ে তাঁর শেষ মাঠে নামা। দলে ফেরার অপেক্ষার প্রহর শেষ হওয়া বাঁহাতি ব্যাটসম্যানের সামনে এখন মূল দলে ঢোকার লড়াই।
২৩ সদস্যের প্রাথমিক দল:
তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহীদুল ইসলাম।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১০ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১৩ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
৪১ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে