নিজস্ব প্রতিবেদক

ঢাকা: প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে। ইমরুল কায়েসের ক্যারিয়ারের আবহ সংগীতই যেন হয়ে ওঠেছিল জগজিৎ সিংয়ের গানটা—‘বেশি কিছু আশা করা ভুল!’ ইমরুলের সুখবর, শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য কাল বিসিবির দেওয়া ২৩ জনের প্রাথমিক দলে রাখা হয়েছে তাঁকে।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার শহীদুল ইসলাম। প্রাথমিক দলে চমক বলতে এ দুটি নাম। আইপিএল খেলতে ছুটিতে থাকা সাকিব-মোস্তাফিজ যে সিরিজটা খেলবেন, তা আগেই জানা। প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে দেশে যাঁরা আছেন, তাঁরা আজ দুপুর ২টা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন। শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর বাকিরা কদিন বিশ্রাম নিয়ে অনুশীলনে যোগ দেবেন।
বিসিবি আরও জানিয়েছে, ৭ মে থেকে পুরো দল এক সঙ্গে অনুশীলন শুরু করবে। ৯ মে পর্যন্ত এভাবেই চলবে প্রাথমিক দলের অনুশীলন। ১০ থেকে ১৭ মে পর্যন্ত ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা।
ছুটি শেষে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ঘোষণা করা হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মূল দল। এই সিরিজ খেলতে এ মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসার কথা লঙ্কানদের।
ইমরুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টেই দেশের হয়ে তাঁর শেষ মাঠে নামা। দলে ফেরার অপেক্ষার প্রহর শেষ হওয়া বাঁহাতি ব্যাটসম্যানের সামনে এখন মূল দলে ঢোকার লড়াই।
২৩ সদস্যের প্রাথমিক দল:
তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহীদুল ইসলাম।

ঢাকা: প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে। ইমরুল কায়েসের ক্যারিয়ারের আবহ সংগীতই যেন হয়ে ওঠেছিল জগজিৎ সিংয়ের গানটা—‘বেশি কিছু আশা করা ভুল!’ ইমরুলের সুখবর, শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য কাল বিসিবির দেওয়া ২৩ জনের প্রাথমিক দলে রাখা হয়েছে তাঁকে।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার শহীদুল ইসলাম। প্রাথমিক দলে চমক বলতে এ দুটি নাম। আইপিএল খেলতে ছুটিতে থাকা সাকিব-মোস্তাফিজ যে সিরিজটা খেলবেন, তা আগেই জানা। প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে দেশে যাঁরা আছেন, তাঁরা আজ দুপুর ২টা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন। শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর বাকিরা কদিন বিশ্রাম নিয়ে অনুশীলনে যোগ দেবেন।
বিসিবি আরও জানিয়েছে, ৭ মে থেকে পুরো দল এক সঙ্গে অনুশীলন শুরু করবে। ৯ মে পর্যন্ত এভাবেই চলবে প্রাথমিক দলের অনুশীলন। ১০ থেকে ১৭ মে পর্যন্ত ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা।
ছুটি শেষে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ঘোষণা করা হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মূল দল। এই সিরিজ খেলতে এ মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসার কথা লঙ্কানদের।
ইমরুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টেই দেশের হয়ে তাঁর শেষ মাঠে নামা। দলে ফেরার অপেক্ষার প্রহর শেষ হওয়া বাঁহাতি ব্যাটসম্যানের সামনে এখন মূল দলে ঢোকার লড়াই।
২৩ সদস্যের প্রাথমিক দল:
তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহীদুল ইসলাম।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৩ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৩ ঘণ্টা আগে