
মিরপুর টেস্টে আলোকস্বল্পতার কারণে আগেভাগেই তৃতীয় দিনের খেলা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। তার আগে ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ২ উইকেটে ৩৮ রান করেছে বাংলাদেশ।
বাকি দুই দিন মিরপুরে রোমাঞ্চ অপেক্ষা করছে। এমন অবস্থায় বাংলাদেশকে জিততে হলে প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য দিতে হবে, তা জানতে চাওয়া হয়েছিল নাঈম হাসানের কাছে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে অবশ্য নির্দিষ্ট করে লক্ষ্যটা বলতে পারেননি বাংলাদেশি স্পিনার।
তবে ২০০ থেকে ২২০ রানের একটা লক্ষ্যের কথা জানিয়েছেন নাঈম। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আমরা যত লম্বা সময় ব্যাটিং করতে পারি, আমাদের জন্য ভালো। ২০০-২২০ রান করতে পারলে ইনশা আল্লাহ আমরা ডিফেন্ড করতে পারব।’
উইকেটে কোনো পরিবর্তন এসেছে কি না, তা জানতে চাওয়া হলে নাঈম বলেন, ‘না, বোলিংয়ে সমস্যা হচ্ছে না। প্রথম দিনের তুলনায় আজকের ব্যাটিংয়ের জন্য উইকেটটা একটু ভালো ছিল। আমরা যদি ভালো ব্যাটিংয়ের পর একটা ভালো স্কোর করতে পারি, তাহলে ইনশা আল্লাহ আমরা ম্যাচ জিততে পারব। আর আমরা এখন ম্যাচে এগিয়ে আছি, এটা এখন আমাদের ধরে রাখতে পারব। এখান থেকে আমরা যতক্ষণ ব্যাটিং করব, যত ভালো ব্যাটিং করব, তত ভালো হবে।’
প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের বিপরীতে ১৮০ রান করে নিউজিল্যান্ড। শুরুতেই প্রতিপক্ষের ৪৬ রানে ৫ উইকেট নিয়েও লিড না পাওয়ার হতাশায় পুড়ছেন কি না, এমন প্রশ্নের জবাবে নাঈম বলেছেন, ‘ওরাও তো (নিউজিল্যান্ড) খেলতে আসছে...আর একটা জুটি হতেই পারে, যে কেউই একজন ভালো খেলতেই পারে। এখন ওদের মধ্যে (ফিলিপস) ভালো খেলছে, এ জন্য ওরা লিড নিতে পারছে। লিড পেলে ভালো হতো...এখন আমরা আল্লাহর রহমতে দিন শেষে লিডে আছি, আমরা যদি ভালো ব্যাটিং করি, ভালো একটা স্কোর হবে।’

মিরপুর টেস্টে আলোকস্বল্পতার কারণে আগেভাগেই তৃতীয় দিনের খেলা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। তার আগে ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ২ উইকেটে ৩৮ রান করেছে বাংলাদেশ।
বাকি দুই দিন মিরপুরে রোমাঞ্চ অপেক্ষা করছে। এমন অবস্থায় বাংলাদেশকে জিততে হলে প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য দিতে হবে, তা জানতে চাওয়া হয়েছিল নাঈম হাসানের কাছে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে অবশ্য নির্দিষ্ট করে লক্ষ্যটা বলতে পারেননি বাংলাদেশি স্পিনার।
তবে ২০০ থেকে ২২০ রানের একটা লক্ষ্যের কথা জানিয়েছেন নাঈম। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আমরা যত লম্বা সময় ব্যাটিং করতে পারি, আমাদের জন্য ভালো। ২০০-২২০ রান করতে পারলে ইনশা আল্লাহ আমরা ডিফেন্ড করতে পারব।’
উইকেটে কোনো পরিবর্তন এসেছে কি না, তা জানতে চাওয়া হলে নাঈম বলেন, ‘না, বোলিংয়ে সমস্যা হচ্ছে না। প্রথম দিনের তুলনায় আজকের ব্যাটিংয়ের জন্য উইকেটটা একটু ভালো ছিল। আমরা যদি ভালো ব্যাটিংয়ের পর একটা ভালো স্কোর করতে পারি, তাহলে ইনশা আল্লাহ আমরা ম্যাচ জিততে পারব। আর আমরা এখন ম্যাচে এগিয়ে আছি, এটা এখন আমাদের ধরে রাখতে পারব। এখান থেকে আমরা যতক্ষণ ব্যাটিং করব, যত ভালো ব্যাটিং করব, তত ভালো হবে।’
প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের বিপরীতে ১৮০ রান করে নিউজিল্যান্ড। শুরুতেই প্রতিপক্ষের ৪৬ রানে ৫ উইকেট নিয়েও লিড না পাওয়ার হতাশায় পুড়ছেন কি না, এমন প্রশ্নের জবাবে নাঈম বলেছেন, ‘ওরাও তো (নিউজিল্যান্ড) খেলতে আসছে...আর একটা জুটি হতেই পারে, যে কেউই একজন ভালো খেলতেই পারে। এখন ওদের মধ্যে (ফিলিপস) ভালো খেলছে, এ জন্য ওরা লিড নিতে পারছে। লিড পেলে ভালো হতো...এখন আমরা আল্লাহর রহমতে দিন শেষে লিডে আছি, আমরা যদি ভালো ব্যাটিং করি, ভালো একটা স্কোর হবে।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৮ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৩ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৪ ঘণ্টা আগে