
মিরপুর টেস্টে আলোকস্বল্পতার কারণে আগেভাগেই তৃতীয় দিনের খেলা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। তার আগে ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ২ উইকেটে ৩৮ রান করেছে বাংলাদেশ।
বাকি দুই দিন মিরপুরে রোমাঞ্চ অপেক্ষা করছে। এমন অবস্থায় বাংলাদেশকে জিততে হলে প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য দিতে হবে, তা জানতে চাওয়া হয়েছিল নাঈম হাসানের কাছে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে অবশ্য নির্দিষ্ট করে লক্ষ্যটা বলতে পারেননি বাংলাদেশি স্পিনার।
তবে ২০০ থেকে ২২০ রানের একটা লক্ষ্যের কথা জানিয়েছেন নাঈম। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আমরা যত লম্বা সময় ব্যাটিং করতে পারি, আমাদের জন্য ভালো। ২০০-২২০ রান করতে পারলে ইনশা আল্লাহ আমরা ডিফেন্ড করতে পারব।’
উইকেটে কোনো পরিবর্তন এসেছে কি না, তা জানতে চাওয়া হলে নাঈম বলেন, ‘না, বোলিংয়ে সমস্যা হচ্ছে না। প্রথম দিনের তুলনায় আজকের ব্যাটিংয়ের জন্য উইকেটটা একটু ভালো ছিল। আমরা যদি ভালো ব্যাটিংয়ের পর একটা ভালো স্কোর করতে পারি, তাহলে ইনশা আল্লাহ আমরা ম্যাচ জিততে পারব। আর আমরা এখন ম্যাচে এগিয়ে আছি, এটা এখন আমাদের ধরে রাখতে পারব। এখান থেকে আমরা যতক্ষণ ব্যাটিং করব, যত ভালো ব্যাটিং করব, তত ভালো হবে।’
প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের বিপরীতে ১৮০ রান করে নিউজিল্যান্ড। শুরুতেই প্রতিপক্ষের ৪৬ রানে ৫ উইকেট নিয়েও লিড না পাওয়ার হতাশায় পুড়ছেন কি না, এমন প্রশ্নের জবাবে নাঈম বলেছেন, ‘ওরাও তো (নিউজিল্যান্ড) খেলতে আসছে...আর একটা জুটি হতেই পারে, যে কেউই একজন ভালো খেলতেই পারে। এখন ওদের মধ্যে (ফিলিপস) ভালো খেলছে, এ জন্য ওরা লিড নিতে পারছে। লিড পেলে ভালো হতো...এখন আমরা আল্লাহর রহমতে দিন শেষে লিডে আছি, আমরা যদি ভালো ব্যাটিং করি, ভালো একটা স্কোর হবে।’

মিরপুর টেস্টে আলোকস্বল্পতার কারণে আগেভাগেই তৃতীয় দিনের খেলা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। তার আগে ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ২ উইকেটে ৩৮ রান করেছে বাংলাদেশ।
বাকি দুই দিন মিরপুরে রোমাঞ্চ অপেক্ষা করছে। এমন অবস্থায় বাংলাদেশকে জিততে হলে প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য দিতে হবে, তা জানতে চাওয়া হয়েছিল নাঈম হাসানের কাছে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে অবশ্য নির্দিষ্ট করে লক্ষ্যটা বলতে পারেননি বাংলাদেশি স্পিনার।
তবে ২০০ থেকে ২২০ রানের একটা লক্ষ্যের কথা জানিয়েছেন নাঈম। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আমরা যত লম্বা সময় ব্যাটিং করতে পারি, আমাদের জন্য ভালো। ২০০-২২০ রান করতে পারলে ইনশা আল্লাহ আমরা ডিফেন্ড করতে পারব।’
উইকেটে কোনো পরিবর্তন এসেছে কি না, তা জানতে চাওয়া হলে নাঈম বলেন, ‘না, বোলিংয়ে সমস্যা হচ্ছে না। প্রথম দিনের তুলনায় আজকের ব্যাটিংয়ের জন্য উইকেটটা একটু ভালো ছিল। আমরা যদি ভালো ব্যাটিংয়ের পর একটা ভালো স্কোর করতে পারি, তাহলে ইনশা আল্লাহ আমরা ম্যাচ জিততে পারব। আর আমরা এখন ম্যাচে এগিয়ে আছি, এটা এখন আমাদের ধরে রাখতে পারব। এখান থেকে আমরা যতক্ষণ ব্যাটিং করব, যত ভালো ব্যাটিং করব, তত ভালো হবে।’
প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের বিপরীতে ১৮০ রান করে নিউজিল্যান্ড। শুরুতেই প্রতিপক্ষের ৪৬ রানে ৫ উইকেট নিয়েও লিড না পাওয়ার হতাশায় পুড়ছেন কি না, এমন প্রশ্নের জবাবে নাঈম বলেছেন, ‘ওরাও তো (নিউজিল্যান্ড) খেলতে আসছে...আর একটা জুটি হতেই পারে, যে কেউই একজন ভালো খেলতেই পারে। এখন ওদের মধ্যে (ফিলিপস) ভালো খেলছে, এ জন্য ওরা লিড নিতে পারছে। লিড পেলে ভালো হতো...এখন আমরা আল্লাহর রহমতে দিন শেষে লিডে আছি, আমরা যদি ভালো ব্যাটিং করি, ভালো একটা স্কোর হবে।’

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
২ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৩ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
৪ ঘণ্টা আগে