
পাপুয়া নিউগিনিকে ৭৭ রানে অলআউট করে জয়ের কাজটা অনেকটা সেরেই রেখেছিলেন উগান্ডার বোলাররা। তবে তাড়া করতে নেমে এই রানেও নাভিশ্বাস উঠে যায় প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা উগান্ডার।
শেষ পর্যন্ত অবশ্য নিজেদের ক্রিকেটের ঐতিহাসিক জয় পেয়েছে উগান্ডা। দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে তারা। ৩ উইকেটের জয়টি এনে দিয়েছেন রিয়াজাত আলি শাহ। ম্যাচ শেষে দলকে এমন স্মরণীয় মুহূর্ত এনে দেওয়াকে বিশেষ বলে জানিয়েছেন এই ব্যাটার।
গায়ানায় ৫৬ বলে ৩৩ রান করেছেন রিয়াজাত। তাঁর ইনিংস দেখে মনে হবে টি-টোয়েন্টি নয় ওয়ানডে খেলেছেন তিনি। তবে লক্ষ্য অনুযায়ী ৫৮.৯৩ স্ট্রাইকরেটের ইনিংসটি না খেললে উগান্ডার আর জয়োল্লাস করতে হতো না। ৭৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ৫ উইকেট হারিয়ে টানা দ্বিতীয় হারের শঙ্কায় পড়েছিল তারা।
সেখান থেকে জুমা মিয়াজির (১৩) সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে শুধু ধাক্কাই সামলে নেননি, সঙ্গে প্রথম জয়ের কাজটাও সহজ করেছেন রিয়াজাত। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। দলের জয়ের জন্য যখন ৩ রান প্রয়োজন, তখন আউট হয়ে যান তিনি। জয় নিয়ে মাঠ ছাড়ার সুযোগ না হলেও ৩৩ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ের জন্য ম্যাচ-সেরার স্বীকৃতি ঠিকই পেয়েছেন তিনি।
ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসে জয়ের অনুভূতি এভাবে প্রকাশ করেছেন রিয়াজাত, ‘পিচে ব্যাটিং করা সহজ ছিল না। যখন ব্যাটিংয়ে নামি, তখন বেশ কিছু উইকেট হারিয়েছি। লক্ষ্যটা ছিল তখন অনেক দূরে। বিশ্বকাপে আমাদের প্রথম জয়। এটা আমাদের জন্য স্মরণীয় মুহূর্ত। এটা সত্যি অসাধারণ অনুভূতি। আমাদের সমর্থন দেওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ।’

পাপুয়া নিউগিনিকে ৭৭ রানে অলআউট করে জয়ের কাজটা অনেকটা সেরেই রেখেছিলেন উগান্ডার বোলাররা। তবে তাড়া করতে নেমে এই রানেও নাভিশ্বাস উঠে যায় প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা উগান্ডার।
শেষ পর্যন্ত অবশ্য নিজেদের ক্রিকেটের ঐতিহাসিক জয় পেয়েছে উগান্ডা। দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে তারা। ৩ উইকেটের জয়টি এনে দিয়েছেন রিয়াজাত আলি শাহ। ম্যাচ শেষে দলকে এমন স্মরণীয় মুহূর্ত এনে দেওয়াকে বিশেষ বলে জানিয়েছেন এই ব্যাটার।
গায়ানায় ৫৬ বলে ৩৩ রান করেছেন রিয়াজাত। তাঁর ইনিংস দেখে মনে হবে টি-টোয়েন্টি নয় ওয়ানডে খেলেছেন তিনি। তবে লক্ষ্য অনুযায়ী ৫৮.৯৩ স্ট্রাইকরেটের ইনিংসটি না খেললে উগান্ডার আর জয়োল্লাস করতে হতো না। ৭৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ৫ উইকেট হারিয়ে টানা দ্বিতীয় হারের শঙ্কায় পড়েছিল তারা।
সেখান থেকে জুমা মিয়াজির (১৩) সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে শুধু ধাক্কাই সামলে নেননি, সঙ্গে প্রথম জয়ের কাজটাও সহজ করেছেন রিয়াজাত। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। দলের জয়ের জন্য যখন ৩ রান প্রয়োজন, তখন আউট হয়ে যান তিনি। জয় নিয়ে মাঠ ছাড়ার সুযোগ না হলেও ৩৩ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ের জন্য ম্যাচ-সেরার স্বীকৃতি ঠিকই পেয়েছেন তিনি।
ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসে জয়ের অনুভূতি এভাবে প্রকাশ করেছেন রিয়াজাত, ‘পিচে ব্যাটিং করা সহজ ছিল না। যখন ব্যাটিংয়ে নামি, তখন বেশ কিছু উইকেট হারিয়েছি। লক্ষ্যটা ছিল তখন অনেক দূরে। বিশ্বকাপে আমাদের প্রথম জয়। এটা আমাদের জন্য স্মরণীয় মুহূর্ত। এটা সত্যি অসাধারণ অনুভূতি। আমাদের সমর্থন দেওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ।’

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩৪ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে