
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে চার-ছক্কার ফুলঝুরি দেখতে যেখানে সবাই অভ্যস্ত, সেখানে এই স্টেডিয়ামের পিচ ছিল বোলারদের স্বর্গ। বিশ্বকাপের প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) নিউইয়র্কের পিচকে বাজে রেটিং দিয়েছে।
জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়েছে ৫৫ ম্যাচ। যেখানে ১৬ ম্যাচ হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকের অর্ধেক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। নাসাউ কাউন্টিতে প্রথম যে দুই ম্যাচ হয়েছে, সেই ম্যাচ দুটিতে ব্যবহৃত পিচগুলোকে ‘অসন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি। যেখানে ৩ জুন দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অলআউট হয়েছিল ৭৭ রানে। এই রান তাড়া করে জিততে দক্ষিণ আফ্রিকার রীতিমতো ঘাম ছুটে গিয়েছিল। ৫ জুন একই মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-আয়ারল্যান্ড। এই ম্যাচে আয়ারল্যান্ডকে ৯৬ রানে অলআউট করে ভারত হেসেখেলে জিতলেও রোহিত শর্মাকে আহত অবসর হয়ে মাঠ ছাড়তে হয়েছিল। রোহিতের সতীর্থ ঋষভ পন্ত ও আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরও আহত হয়েছিলেন।
নিউইয়র্কের নাসাউ কাউন্টিতেই হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের পিচকে আবার ‘সন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি। সেই ম্যাচে নাসাউ কাউন্টির গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। ‘লো স্কোরিং থ্রিলারে’ ভারত পায় ৬ রানের রুদ্ধশ্বাস জয়। ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান থেমে গিয়েছিল ১১৩ রানে। বিশ্বকাপ চলাকালীন সময়েই অ্যান্ডি ফ্লাওয়ার নিউইয়র্কের পিচকে বিপজ্জনক বলেছিলেন। নাসাউ কাউন্টির পিচ নিয়ে তোপ দেগেছিলেন মাইকেল ভনও।
আইসিসি অসন্তোষজনক রেটিং দিয়েছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের ভেন্যু ত্রিনিদাদের ব্রায়ান লারা একাডেমির পিচকেও।আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে ওয়ানডে, টি-টোয়েন্টি সব ধরনের বিশ্বকাপ মিলে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের টিকিট কাটে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে আফগানরা অলআউট হয় ৫৬ রানে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসেই দলীয় সর্বনিম্ন। ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালের পিচকে ‘অনেক ভালো’ রেটিং দেয় আইসিসি। বার্বাডোজের কেনসিংটন ওভালে প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। তাতে ভারতের ফুরিয়েছে ১১ বছরের আইসিসি শিরোপা খরার অপেক্ষা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের পিচকে সন্তোষজনক রেটিং দেয় ক্রিকেটের অভিভাবক সংস্থা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই নিউইয়র্কের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছে। এই মাঠের পিচ আনা হয়েছে সুদূর অ্যাডিলেড থেকে। অ্যাডিলেড ওভাল টার্ফ সলুশনের অধীনে গত বছরের শেষের দিকে বানানোর কাজ শুরু হয়েছিল। তত্ত্বাবধানে ছিলেন অ্যাডিলেড ওভালের প্রধান কিউরেটর ড্যামিয়েন হাউ। নিউইয়র্কের আইসেনহাওয়ার পার্কে নাসাউ কাউন্টি স্টেডিয়ামটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম কোনো মডিউলার স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি এমনভাবে ডিজাইন করা, যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। ১২ জুন ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের পরই নাসাউ কাউন্টি স্টেডিয়াম গুঁড়িয়ে দেওয়া হয়। পাঁচ মাস লেগেছিল স্টেডিয়ামটি বানাতে।
আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে চার-ছক্কার ফুলঝুরি দেখতে যেখানে সবাই অভ্যস্ত, সেখানে এই স্টেডিয়ামের পিচ ছিল বোলারদের স্বর্গ। বিশ্বকাপের প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) নিউইয়র্কের পিচকে বাজে রেটিং দিয়েছে।
জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়েছে ৫৫ ম্যাচ। যেখানে ১৬ ম্যাচ হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকের অর্ধেক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। নাসাউ কাউন্টিতে প্রথম যে দুই ম্যাচ হয়েছে, সেই ম্যাচ দুটিতে ব্যবহৃত পিচগুলোকে ‘অসন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি। যেখানে ৩ জুন দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অলআউট হয়েছিল ৭৭ রানে। এই রান তাড়া করে জিততে দক্ষিণ আফ্রিকার রীতিমতো ঘাম ছুটে গিয়েছিল। ৫ জুন একই মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-আয়ারল্যান্ড। এই ম্যাচে আয়ারল্যান্ডকে ৯৬ রানে অলআউট করে ভারত হেসেখেলে জিতলেও রোহিত শর্মাকে আহত অবসর হয়ে মাঠ ছাড়তে হয়েছিল। রোহিতের সতীর্থ ঋষভ পন্ত ও আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরও আহত হয়েছিলেন।
নিউইয়র্কের নাসাউ কাউন্টিতেই হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের পিচকে আবার ‘সন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি। সেই ম্যাচে নাসাউ কাউন্টির গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। ‘লো স্কোরিং থ্রিলারে’ ভারত পায় ৬ রানের রুদ্ধশ্বাস জয়। ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান থেমে গিয়েছিল ১১৩ রানে। বিশ্বকাপ চলাকালীন সময়েই অ্যান্ডি ফ্লাওয়ার নিউইয়র্কের পিচকে বিপজ্জনক বলেছিলেন। নাসাউ কাউন্টির পিচ নিয়ে তোপ দেগেছিলেন মাইকেল ভনও।
আইসিসি অসন্তোষজনক রেটিং দিয়েছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের ভেন্যু ত্রিনিদাদের ব্রায়ান লারা একাডেমির পিচকেও।আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে ওয়ানডে, টি-টোয়েন্টি সব ধরনের বিশ্বকাপ মিলে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের টিকিট কাটে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে আফগানরা অলআউট হয় ৫৬ রানে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসেই দলীয় সর্বনিম্ন। ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালের পিচকে ‘অনেক ভালো’ রেটিং দেয় আইসিসি। বার্বাডোজের কেনসিংটন ওভালে প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। তাতে ভারতের ফুরিয়েছে ১১ বছরের আইসিসি শিরোপা খরার অপেক্ষা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের পিচকে সন্তোষজনক রেটিং দেয় ক্রিকেটের অভিভাবক সংস্থা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই নিউইয়র্কের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছে। এই মাঠের পিচ আনা হয়েছে সুদূর অ্যাডিলেড থেকে। অ্যাডিলেড ওভাল টার্ফ সলুশনের অধীনে গত বছরের শেষের দিকে বানানোর কাজ শুরু হয়েছিল। তত্ত্বাবধানে ছিলেন অ্যাডিলেড ওভালের প্রধান কিউরেটর ড্যামিয়েন হাউ। নিউইয়র্কের আইসেনহাওয়ার পার্কে নাসাউ কাউন্টি স্টেডিয়ামটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম কোনো মডিউলার স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি এমনভাবে ডিজাইন করা, যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। ১২ জুন ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের পরই নাসাউ কাউন্টি স্টেডিয়াম গুঁড়িয়ে দেওয়া হয়। পাঁচ মাস লেগেছিল স্টেডিয়ামটি বানাতে।
আরও পড়ুন:

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে