ক্রীড়া ডেস্ক

বেশ ঘটা করে ১৮ তম জন্মদিন পাল করলেন লামিন ইয়ামাল। বিশেষ দিন উদ্যাপনের রেশ এখনো কাটেনি, এর মধ্যেই বিতর্কেরমুখের স্পেনের এই তরুণ ফুটবলার। জন্মদিন উদ্যাপনে বামন আকৃতির মানুষদের পারফরমার হিসেবে ভাড়া করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইয়ামাল। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্পেনের সামাজিক অধিকার মন্ত্রণালয়।
গত পরশু স্পেনের ওলিভেলা শহরে জন্মদিনের পার্টিতে ইউটিউবার, ইনফ্লুয়েন্সার ও ইয়ামালের বার্সেলোনার সতীর্থরা উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, সেই অনুষ্ঠানে কয়েকজন বামন আকৃতির মানুষকে বিনোদনের অংশ হিসেবে ভাড়া করে এনেছিলেন ইয়ামাল।
এই ঘটনায় স্পেনের অ্যাকন্ড্রোপ্লাজিয়া ও স্কেলিটাল ডিসপ্লেশিয়া আক্রান্তদের সংগঠন এডিইই তীব্র প্রতিবাদ জানিয়ে আইনি অভিযোগ দায়ের করেছে ইয়ামালের বিরুদ্ধের। সংগঠনটির মতে, এটি কেবল আইনভঙ্গই নয়, বরং ২১শ শতকের একটি সমাজে মানব মর্যাদার পরিপন্থী ও বৈষম্যমূলক। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, স্পেনের আইন অনুযায়ী কোনো বিনোদনমূলক কর্মকাণ্ডে এমন ব্যক্তিদের ব্যবহার করে যদি তাচ্ছিল্য বা উপহাস সৃষ্টি হয়, তা বেআইনি।
কেউ জন্মদিন বা পার্টিতে ডান্স, ম্যাজিক বা পানীয় বিতরণের জন্য যদি বামনত্বসম্পন্ন মানুষদের ভাড়া করে, তাহলে তাদের ‘বামন পারফরমার’ বলে। স্পেনের আইন অনুযায়ী, যেকোনো এমন পারফরমার যা প্রতিবন্ধী বা শারীরিক বৈশিষ্ট্যের মানুষকে মঞ্চে এনে উপহাস বা হাস্যরসের বিষয় বানায়, তা নিষিদ্ধ।
তবে বিষয়টি নিয়ে ভিন্নমত জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত একজন পারফরমার। স্প্যানিশ রেডিও আরএসি১-কে তিনি বলেন, ‘কেউ আমাদের অসম্মান করেনি। আমরা আনন্দের সঙ্গেই কাজ করেছি। শারীরিক অবস্থার জন্য আমাদের কাজ করা বন্ধ করতে হবে কেন?’
ইয়ামালের ক্লাব বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি খেলোয়াড়ের ব্যক্তিগত জীবনের অন্তর্ভুক্ত। তবে এ বিষয়ে নির্দিষ্ট তথ্য হাতে এলে তারা অবস্থান পর্যালোচনা করবে। খুব কম বয়সেই ফুটবল মাঠের আলো কেড়েছেন ইয়ামাল। এবার ভিন্ন কারণে শিরোনামে উঠে এল তাঁর নাম। এখন দেখার বিষয়, তদন্তে কী উঠে আসে।

বেশ ঘটা করে ১৮ তম জন্মদিন পাল করলেন লামিন ইয়ামাল। বিশেষ দিন উদ্যাপনের রেশ এখনো কাটেনি, এর মধ্যেই বিতর্কেরমুখের স্পেনের এই তরুণ ফুটবলার। জন্মদিন উদ্যাপনে বামন আকৃতির মানুষদের পারফরমার হিসেবে ভাড়া করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইয়ামাল। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্পেনের সামাজিক অধিকার মন্ত্রণালয়।
গত পরশু স্পেনের ওলিভেলা শহরে জন্মদিনের পার্টিতে ইউটিউবার, ইনফ্লুয়েন্সার ও ইয়ামালের বার্সেলোনার সতীর্থরা উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, সেই অনুষ্ঠানে কয়েকজন বামন আকৃতির মানুষকে বিনোদনের অংশ হিসেবে ভাড়া করে এনেছিলেন ইয়ামাল।
এই ঘটনায় স্পেনের অ্যাকন্ড্রোপ্লাজিয়া ও স্কেলিটাল ডিসপ্লেশিয়া আক্রান্তদের সংগঠন এডিইই তীব্র প্রতিবাদ জানিয়ে আইনি অভিযোগ দায়ের করেছে ইয়ামালের বিরুদ্ধের। সংগঠনটির মতে, এটি কেবল আইনভঙ্গই নয়, বরং ২১শ শতকের একটি সমাজে মানব মর্যাদার পরিপন্থী ও বৈষম্যমূলক। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, স্পেনের আইন অনুযায়ী কোনো বিনোদনমূলক কর্মকাণ্ডে এমন ব্যক্তিদের ব্যবহার করে যদি তাচ্ছিল্য বা উপহাস সৃষ্টি হয়, তা বেআইনি।
কেউ জন্মদিন বা পার্টিতে ডান্স, ম্যাজিক বা পানীয় বিতরণের জন্য যদি বামনত্বসম্পন্ন মানুষদের ভাড়া করে, তাহলে তাদের ‘বামন পারফরমার’ বলে। স্পেনের আইন অনুযায়ী, যেকোনো এমন পারফরমার যা প্রতিবন্ধী বা শারীরিক বৈশিষ্ট্যের মানুষকে মঞ্চে এনে উপহাস বা হাস্যরসের বিষয় বানায়, তা নিষিদ্ধ।
তবে বিষয়টি নিয়ে ভিন্নমত জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত একজন পারফরমার। স্প্যানিশ রেডিও আরএসি১-কে তিনি বলেন, ‘কেউ আমাদের অসম্মান করেনি। আমরা আনন্দের সঙ্গেই কাজ করেছি। শারীরিক অবস্থার জন্য আমাদের কাজ করা বন্ধ করতে হবে কেন?’
ইয়ামালের ক্লাব বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি খেলোয়াড়ের ব্যক্তিগত জীবনের অন্তর্ভুক্ত। তবে এ বিষয়ে নির্দিষ্ট তথ্য হাতে এলে তারা অবস্থান পর্যালোচনা করবে। খুব কম বয়সেই ফুটবল মাঠের আলো কেড়েছেন ইয়ামাল। এবার ভিন্ন কারণে শিরোনামে উঠে এল তাঁর নাম। এখন দেখার বিষয়, তদন্তে কী উঠে আসে।

ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
৩৯ মিনিট আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
১ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
১ ঘণ্টা আগে
সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
১৩ ঘণ্টা আগে