
রিয়াল মাদ্রিদের বিপক্ষে বেনফিকার জয় ছাপিয়ে আলোচনায় আনাতোলি ট্রুবিন। শেষ মুহূর্তে গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা তিনি ঘটাননি। তবে যা করেছেন তাতে ইতিহাসের পাতায় এখন তাঁর নাম। ফুটবল বিশ্ব এখন তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
লিসবনে গতকাল চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে রিয়ালের বিপক্ষে বেনফিকার জয় কেবল সময়ের ব্যাপার। ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ের ৮ মিনিটে ফ্রি-কিক থেকে পাওয়া বলে হেডে গোল করেছেন বেনফিকা গোলরক্ষক ট্রুবিন। সতীর্থদের কাঁধে চড়ে ট্রুবিনের উল্লাসের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। এই ছবিটি বেনফিকা গত রাতে নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘ল্যুভরে ছবিটা ঝুলিয়ে রাখুন।’
ট্রুবিনের গোল নিয়ে কেন যে এত আলোচনা, সেটা নতুন করে না বললেও চলছে। ফুটবলে গোলরক্ষকদের গোল করতে খুব একটা দেখা যায় না। চ্যাম্পিয়নস লিগে তো বিরল ঘটনাই বলা চলে। ইউরোপ শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে পঞ্চম গোলরক্ষক হিসেবে গত রাতে গোল করেছেন ট্রুবিন।
সাবেক দলের বিপক্ষে জয়ের পর উচ্ছ্বসিত বেনফিকা কোচ জোসে মরিনিও। গোলরক্ষক ট্রুবিনকে প্রশংসায় ভাসিয়ে মরিনিও বলেন, ‘৩-২ গোলে এগিয়ে থাকার পরও আমরা নিশ্চিত হতে পারিনি। সে সময় আমরা সেটপিস পেয়ে যায়। আমাদের দুই মিটার লম্বা গোলরক্ষক ট্রুবিন বক্সে ঢুকে গোল করেছে। গোটা স্টেডিয়াম ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল।’
গোলরক্ষক ট্রুবিনের গোলের পেছনে মরিনিওর ট্যাকটিকস দারুণভাবে কাজ করেছে বলে মনে করেন ধারাভাষ্যকার ইয়ান ডার্ক। কাল ডার্ক বলেন, ‘জোসে মরিনিও আবারও বিশেষ কিছু করে দেখাল। গোলরক্ষক ট্রুবিনকে গোল করার জন্য সামনে ঠেলে দিল। বেনফিকার চ্যাম্পিয়নস লিগে টিকে থাকতে এমন বিশেষ কিছুরই দরকার ছিল। সে ৯৮ মিনিটে গোল করল। অবিশ্বাস্য এক নাটকীয়তা।’
রিয়ালের বিপক্ষে ৪-২ গোলে জিতে ৮ ম্যাচ শেষে বেনফিকার পয়েন্ট ৯। ২৪ নম্বরে অবস্থান করা বেনফিকার খেলতে হবে প্লে-অফ কোয়ালিফায়ার। অন্যদিকে রিয়াল মাদ্রিদেরও খেলতে হবে প্লে- অফ বাছাইপর্ব। কারণ, ১৫ পয়েন্ট নিয়ে লস ব্লাঙ্কোসরা অবস্থান করছে ৯ নম্বরে। ৯ থেকে ২৪ নম্বর পর্যন্ত ১৬ দলকে খেলতে হবে প্লে-অফ বাছাইপর্ব। আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার সিটি—এই আট দল সরাসরি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ খেলা নিশ্চিত করেছে।
বেনফিকার বর্তমান কোচ মরিনিও এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে ছিলেন। তাঁর অধীনে রিয়াল চ্যাম্পিয়নস লিগ না করলেও একবার করে লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ জিতেছিল। আর চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে একমাত্র গোলরক্ষক হিসেবে তিনবার গোলের কীর্তি শুধু হ্যান্স-জর্জ বাটের। ২০০০, ২০০২, ২০০৯ সালে তিন চ্যাম্পিয়নস লিগে তিন ভিন্ন দলের হয়ে গোল করেছিলেন বাট।
চ্যাম্পিয়নস লিগে গোলরক্ষকদের গোল
হ্যান্স জোর্জ বাট
২০০০ হামবুর্গ
২০০২ বেয়ার লেভারকুসেন
২০০৯ বায়ার্ন মিউনিখ
সিনান বোলাত
২০০৯ স্ট্যান্ডার্ড লিগ
ভিনসেন্ট এনিয়েমা
২০১০ হাপোল তেল আবিব
ইভান প্রভেদেল
২০২৩ লাৎসিও
আনাতোলি ট্রুবিন
২০২৬ বেনফিকা

শুরুটা বিমানবন্দর থেকেই। ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটসাল দলকে বরণ করা হয়েছে। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে হাতিরঝিল এম্ফি থিয়েটারে দেওয়া হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, তারেক রহমানের
৬ ঘণ্টা আগে
মেলবোর্ন পার্কে ২০২৩ ফিরিয়ে আনলেন আরিনা সাবালেঙ্কা ও এলিনা রিবাকিনা। তিন বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিলেন তাঁরা। সেটিরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে পরশু। নারী এককের ফাইনালে শনিবার মুখোমুখি সাবালেঙ্কা ও রিবাকিনা।
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। সালমান আলী আঘা-বাবর আজমদের বিশ্বকাপ বর্জন নিয়ে এখন কথাবার্তা হচ্ছে বেশি। বর্জন নিয়ে আলোচনা বেশি হলেও নিজেদের প্রস্তুতি ঠিকই সেরে নিচ্ছে পাকিস্তান।
৭ ঘণ্টা আগে
প্রথম যেকোনো কিছু জয়ের উপলক্ষে খেলোয়াড়দের অনুভূতি আসলে অন্য রকমই। আর যদি প্রথমবার আয়োজিত কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া যায়, তাহলে সেটা বিশেষ এক মাত্রা যোগ করে। সাবিনা খাতুনরা আজ ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পরই ছাদখোলা বাসে উদ্যাপন শুরু করে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে