নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তানের বিপক্ষে ১৯ টি-টোয়েন্টিতে বাংলাদেশের হার ১৬টি, জয় মাত্র ৩টি। দ্বিপক্ষীয় ৫টি সিরিজের ৪টিতেই জিতেছে পাকিস্তান। মিরপুরে মোস্তাফিজুর রহমানের অভিষেক ম্যাচেই পাকিস্তানকে প্রথমবার হারানোর স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এরপর আরও দুটি সিরিজ খেলেও জয় অধরা থেকেছে। সাড়ে তিন বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে কাল পাকিস্তানে পা রেখেছে বাংলাদেশ দল।
এবার পাকিস্তান সফরের আগে তীব্র চাপে বাংলাদেশ। শারজায় আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে লিটন দাসের দল। পরশু থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ—ব্যর্থতার শেকল ভেঙে ঘুরে দাঁড়ানোর লড়াই। তবু প্রশ্ন থেকেই যায়—এই প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ আদৌ মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা। সদ্য সমাপ্ত পিএসএলে খেলে ২০ ওভারের ক্রিকেটের মধ্যে থাকা পাকিস্তানি ক্রিকেটারদের সামনে আরও করুণ পরিণতি হবে লিটনদের?
নির্বাচকেরা আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য যে দল গঠন করেছেন, তাতে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলা বেশ কয়েকজন পারফরমারকে দেখা যায়নি। পারভেজ হোসেন ইমন শারজায় এক ম্যাচে সেঞ্চুরি করলেও পরের ম্যাচেই ফিরেছেন কোনো রান না করেই। বাকিদের পারফরম্যান্সও বলার মতো নয়। বোলারদের অবস্থাও তথৈবচ। আরব আমিরাতের তরুণ বোলারদের বিপক্ষে যাঁদের আত্মবিশ্বাস নড়বড়ে, তাঁদের কাছে পাকিস্তানে বড় কিছু আশা করা কঠিনই! পাকিস্তান দলে জায়গা পেয়েছেন পিএসএলের সেরা পারফরমাররাই।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা, সহ-অধিনায়ক হিসেবে থাকছেন শাদাব খান। চার বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন হুসেইন তালাত। পেস বিভাগে ফিরছেন নাসিম শাহ ও হাসান আলী। এ বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান শেষ টি-টোয়েন্টি খেললেও তখন এই পেসাররা দলে ছিলেন না।
ব্যাটিং লাইনআপে থাকছেন ফখর জামান, সাইম আইয়ুব, হাসান নাওয়াজ। নাওয়াজ মার্চ মাসে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। শাদাবের পাশাপাশি লেগস্পিনার আছেন আবরার আহমেদ। বাঁহাতি স্পিন অলরাউন্ডার খুশদিল শাহও আছেন, যিনি শেষ দিকে ঝড় তুলতে পারদর্শী।
বাংলাদেশ সর্বশেষ পাকিস্তান সফরে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল স্বাগতিকদের কাছে। সেই দলে থাকা নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী হাসান এ দলেও আছেন, তবে তাঁদের অনেকেই ছন্দে নেই। এর মধ্যেতো গতকাল বিসিবি জানিয়েছে , চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজ। আর লেগ স্পিনার রিশাদ হোসেন গতকাল লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের ফাইনালে জিতেছেন শিরোপা। এই রিশাদই তাঁর দল লাহোরকে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতিয়ে ফাইনালে তুলতে দারুণ ভূমিকা রেখেছেন বল হাতে। আর সৌম্য সরকারের বদলি হিসেবে যোগ দেওয়া মেহেদী হাসান মিরাজও রিশাদের সঙ্গে পিএসএল খেলছেন। কাল বাংলাদেশ দলের চার ক্রিকেটার পাকিস্তানে পৌঁছেছেন। আজ তাঁদের নিয়ে আংশিক প্রস্তুতি শুরু করবে টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তানের বিপক্ষে ১৯ টি-টোয়েন্টিতে বাংলাদেশের হার ১৬টি, জয় মাত্র ৩টি। দ্বিপক্ষীয় ৫টি সিরিজের ৪টিতেই জিতেছে পাকিস্তান। মিরপুরে মোস্তাফিজুর রহমানের অভিষেক ম্যাচেই পাকিস্তানকে প্রথমবার হারানোর স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এরপর আরও দুটি সিরিজ খেলেও জয় অধরা থেকেছে। সাড়ে তিন বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে কাল পাকিস্তানে পা রেখেছে বাংলাদেশ দল।
এবার পাকিস্তান সফরের আগে তীব্র চাপে বাংলাদেশ। শারজায় আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে লিটন দাসের দল। পরশু থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ—ব্যর্থতার শেকল ভেঙে ঘুরে দাঁড়ানোর লড়াই। তবু প্রশ্ন থেকেই যায়—এই প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ আদৌ মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা। সদ্য সমাপ্ত পিএসএলে খেলে ২০ ওভারের ক্রিকেটের মধ্যে থাকা পাকিস্তানি ক্রিকেটারদের সামনে আরও করুণ পরিণতি হবে লিটনদের?
নির্বাচকেরা আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য যে দল গঠন করেছেন, তাতে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলা বেশ কয়েকজন পারফরমারকে দেখা যায়নি। পারভেজ হোসেন ইমন শারজায় এক ম্যাচে সেঞ্চুরি করলেও পরের ম্যাচেই ফিরেছেন কোনো রান না করেই। বাকিদের পারফরম্যান্সও বলার মতো নয়। বোলারদের অবস্থাও তথৈবচ। আরব আমিরাতের তরুণ বোলারদের বিপক্ষে যাঁদের আত্মবিশ্বাস নড়বড়ে, তাঁদের কাছে পাকিস্তানে বড় কিছু আশা করা কঠিনই! পাকিস্তান দলে জায়গা পেয়েছেন পিএসএলের সেরা পারফরমাররাই।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা, সহ-অধিনায়ক হিসেবে থাকছেন শাদাব খান। চার বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন হুসেইন তালাত। পেস বিভাগে ফিরছেন নাসিম শাহ ও হাসান আলী। এ বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান শেষ টি-টোয়েন্টি খেললেও তখন এই পেসাররা দলে ছিলেন না।
ব্যাটিং লাইনআপে থাকছেন ফখর জামান, সাইম আইয়ুব, হাসান নাওয়াজ। নাওয়াজ মার্চ মাসে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। শাদাবের পাশাপাশি লেগস্পিনার আছেন আবরার আহমেদ। বাঁহাতি স্পিন অলরাউন্ডার খুশদিল শাহও আছেন, যিনি শেষ দিকে ঝড় তুলতে পারদর্শী।
বাংলাদেশ সর্বশেষ পাকিস্তান সফরে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল স্বাগতিকদের কাছে। সেই দলে থাকা নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী হাসান এ দলেও আছেন, তবে তাঁদের অনেকেই ছন্দে নেই। এর মধ্যেতো গতকাল বিসিবি জানিয়েছে , চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজ। আর লেগ স্পিনার রিশাদ হোসেন গতকাল লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের ফাইনালে জিতেছেন শিরোপা। এই রিশাদই তাঁর দল লাহোরকে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতিয়ে ফাইনালে তুলতে দারুণ ভূমিকা রেখেছেন বল হাতে। আর সৌম্য সরকারের বদলি হিসেবে যোগ দেওয়া মেহেদী হাসান মিরাজও রিশাদের সঙ্গে পিএসএল খেলছেন। কাল বাংলাদেশ দলের চার ক্রিকেটার পাকিস্তানে পৌঁছেছেন। আজ তাঁদের নিয়ে আংশিক প্রস্তুতি শুরু করবে টিম ম্যানেজমেন্ট।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
১০ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১৪ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১৪ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১৫ ঘণ্টা আগে