ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের সমীকরণ পক্ষে আসায় এশিয়া কাপের সুপার ফোরের টিকিট হাতে পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের সহায়তায় গ্রুপ পর্বের বাধা অতিক্রম করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
‘বি’ গ্রুপের শেষ ম্যাচে গতকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এদিন মাঠের খেলায় না থাকলেও দুই দলের লড়াইয়ের দিকে নজর ছিল বাংলাদেশের। খুব সহজভাবে বলতে গেলে ম্যাচটিতে আফগানদের হার দেখার অপেক্ষায় ছিল দলটির ভক্তরা। হতাশ হতে হয়নি তাদের। রশিদ খানের দলকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশকে খুশি করেছে শ্রীলঙ্কা।
৮ বল হাতে রেখে আফগানিস্তানের দেওয়া ১৭০ রানের লক্ষ্যে পৌঁছে যায় চারিত আসালাঙ্কার দল। তাদের এই জয়ের পর খুব স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছে বাংলাদেশের ভক্তরা। পিছিয়ে নেই মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, নাসুম আহমেদরাও। তাদের সবার বার্তা ছিল প্রায় একই রকমের।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বাংলাদেশ দলের উদযাপনের একটি ছবি পোস্ট করেছেন ওপেনার তামিম। ক্যাপশনে লিখেছেন, ‘টিম টাইগার্স সুপার ফোরে।’
তাসকিন লিখেছেন, ‘এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ।’ আরেকটি পোস্টে এই গতি তারকা লিখেছেন, ‘আমরা কোয়ালিফাই করেছি।’
তরুণ লেগস্পিনার রিশাদ লিখেছেন, ‘এশিয়া কাপের সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ।’
নিজের উইকেট উদযাপনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে নাসুম লিখেছে, ‘আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সুপার ফোরে।’
বাংলাদেশের সুপার ফোরে উঠার বার্তা দিতে গিয়ে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম লিখেছেন, ‘এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ।’
বাকিদের থেকে মোস্তাফিজের বার্তার ধরন ছিল কিছুটা ভিন্ন। ফেসবুকে কোনো পোস্ট করেননি কাটার মাস্টার হিসেবে পরিচিত এই পেসার। স্টোরিতে দলের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আমরা সুপার ফোরে।’

শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের সমীকরণ পক্ষে আসায় এশিয়া কাপের সুপার ফোরের টিকিট হাতে পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের সহায়তায় গ্রুপ পর্বের বাধা অতিক্রম করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
‘বি’ গ্রুপের শেষ ম্যাচে গতকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এদিন মাঠের খেলায় না থাকলেও দুই দলের লড়াইয়ের দিকে নজর ছিল বাংলাদেশের। খুব সহজভাবে বলতে গেলে ম্যাচটিতে আফগানদের হার দেখার অপেক্ষায় ছিল দলটির ভক্তরা। হতাশ হতে হয়নি তাদের। রশিদ খানের দলকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশকে খুশি করেছে শ্রীলঙ্কা।
৮ বল হাতে রেখে আফগানিস্তানের দেওয়া ১৭০ রানের লক্ষ্যে পৌঁছে যায় চারিত আসালাঙ্কার দল। তাদের এই জয়ের পর খুব স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছে বাংলাদেশের ভক্তরা। পিছিয়ে নেই মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, নাসুম আহমেদরাও। তাদের সবার বার্তা ছিল প্রায় একই রকমের।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বাংলাদেশ দলের উদযাপনের একটি ছবি পোস্ট করেছেন ওপেনার তামিম। ক্যাপশনে লিখেছেন, ‘টিম টাইগার্স সুপার ফোরে।’
তাসকিন লিখেছেন, ‘এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ।’ আরেকটি পোস্টে এই গতি তারকা লিখেছেন, ‘আমরা কোয়ালিফাই করেছি।’
তরুণ লেগস্পিনার রিশাদ লিখেছেন, ‘এশিয়া কাপের সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ।’
নিজের উইকেট উদযাপনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে নাসুম লিখেছে, ‘আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সুপার ফোরে।’
বাংলাদেশের সুপার ফোরে উঠার বার্তা দিতে গিয়ে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম লিখেছেন, ‘এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ।’
বাকিদের থেকে মোস্তাফিজের বার্তার ধরন ছিল কিছুটা ভিন্ন। ফেসবুকে কোনো পোস্ট করেননি কাটার মাস্টার হিসেবে পরিচিত এই পেসার। স্টোরিতে দলের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আমরা সুপার ফোরে।’

শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
৪০ মিনিট আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
২ ঘণ্টা আগে
নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপে খেলতে না চাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ মুহূর্তে বেশ চাপে আছে। সবচেয়ে বেশি চাপে আছেন সম্ভবত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) কি স্বস্তিতে আছে? উত্তরটা যে হ্যাঁ-সূচক নয়, সেটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরই বলে দিচ্ছে।
২ ঘণ্টা আগে