ক্রীড়া ডেস্ক

সাউদাম্পটনে গত রাতে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে রানের বন্যা বয়ে গেছে। ৪০ ওভারের ম্যাচে হয়েছে ২৯ ছক্কা। দুই ইনিংসেই রান ২০০ পেরিয়েছে। তবু রানবন্যার এই ম্যাচে দেড় বছরের পুরোনো রেকর্ডটা ভাঙা গেল না অল্পের জন্য।
প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কাছে গত রাতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটা ছিল ধবলধোলাই এড়ানোর ম্যাচ। সাউদাম্পটনে আনুষ্ঠানিকতার এই ম্যাচে ৪০ ওভারে হয়েছে ৪৫৯ রান। যা ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে সম্মিলিত রানে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে এই দুই দলের টি-টোয়েন্টিতে ৪৫৯ রান হয়েছিল ২০২৩-এর ডিসেম্বরে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সেই ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং নিয়ে করেছিল ২৬৭ রান। জবাবে উইন্ডিজ ১৫.৩ ওভারে ১৯২ রানে গুটিয়ে গিয়েছিল।
সাউদাম্পটনে গত রাতে ধবলধোলাই এড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। আনুষ্ঠানিকতার ম্যাচে ইংল্যান্ড দেখিয়েছে বড় চমক। সচরাচর মিডল অর্ডারে ব্যাটিং করা জেমি স্মিথকে ওপেনিংয়ে উঠিয়ে আনা হয় এই ম্যাচে। ২৬ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন স্মিথ। ওপেনিংয়ে তাঁর আরেক সঙ্গী বেন ডাকেটও তাণ্ডব চালিয়েছেন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৪৮ রান করেছে ইংল্যান্ড। পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৮ উইকেটে ২১১ রানে আটকে যায় উইন্ডিজ। ১ রানের জন্য যেমন রেকর্ডটা ভাঙা গেল না, ক্যারিবীয়রাও পারল না ধবলধোলাই এড়াতে।
ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বেন ডাকেট। ৪৬ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেন ডাকেট। সিরিজসেরার পুরস্কার পেয়েছেন জস বাটলার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৬৫ রান করেছেন তিনি। গড় ও স্ট্রাইকরেট ৫৫ ও ১৫৭.১৪। যেখানে চেস্টার লি স্ট্রিটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে করেন ৯৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরি করেছেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে।
সীমিত ওভারের ক্রিকেটে এবার ছয়টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। ক্যারিবীয়দের ৬-০ ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিরিজসেরার পুরস্কার পেয়েছিলেন জো রুট। সেই সিরিজে সর্বোচ্চ ২৬৭ রান এসেছিল রুটের ব্যাট থেকে।
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে সম্মিলিত রানের সর্বোচ্চ তিন রেকর্ড
রান উইকেট ওভার সাল
৪৫৯ ১১ ৪০ ২০২৫
৪৫৯ ১৩ ৩৫.৩ ২০২৩
৪৪৮ ৯ ৩৯.৫ ২০২৩

সাউদাম্পটনে গত রাতে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে রানের বন্যা বয়ে গেছে। ৪০ ওভারের ম্যাচে হয়েছে ২৯ ছক্কা। দুই ইনিংসেই রান ২০০ পেরিয়েছে। তবু রানবন্যার এই ম্যাচে দেড় বছরের পুরোনো রেকর্ডটা ভাঙা গেল না অল্পের জন্য।
প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কাছে গত রাতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটা ছিল ধবলধোলাই এড়ানোর ম্যাচ। সাউদাম্পটনে আনুষ্ঠানিকতার এই ম্যাচে ৪০ ওভারে হয়েছে ৪৫৯ রান। যা ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে সম্মিলিত রানে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে এই দুই দলের টি-টোয়েন্টিতে ৪৫৯ রান হয়েছিল ২০২৩-এর ডিসেম্বরে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সেই ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং নিয়ে করেছিল ২৬৭ রান। জবাবে উইন্ডিজ ১৫.৩ ওভারে ১৯২ রানে গুটিয়ে গিয়েছিল।
সাউদাম্পটনে গত রাতে ধবলধোলাই এড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। আনুষ্ঠানিকতার ম্যাচে ইংল্যান্ড দেখিয়েছে বড় চমক। সচরাচর মিডল অর্ডারে ব্যাটিং করা জেমি স্মিথকে ওপেনিংয়ে উঠিয়ে আনা হয় এই ম্যাচে। ২৬ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন স্মিথ। ওপেনিংয়ে তাঁর আরেক সঙ্গী বেন ডাকেটও তাণ্ডব চালিয়েছেন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৪৮ রান করেছে ইংল্যান্ড। পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৮ উইকেটে ২১১ রানে আটকে যায় উইন্ডিজ। ১ রানের জন্য যেমন রেকর্ডটা ভাঙা গেল না, ক্যারিবীয়রাও পারল না ধবলধোলাই এড়াতে।
ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বেন ডাকেট। ৪৬ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেন ডাকেট। সিরিজসেরার পুরস্কার পেয়েছেন জস বাটলার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৬৫ রান করেছেন তিনি। গড় ও স্ট্রাইকরেট ৫৫ ও ১৫৭.১৪। যেখানে চেস্টার লি স্ট্রিটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে করেন ৯৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরি করেছেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে।
সীমিত ওভারের ক্রিকেটে এবার ছয়টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। ক্যারিবীয়দের ৬-০ ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিরিজসেরার পুরস্কার পেয়েছিলেন জো রুট। সেই সিরিজে সর্বোচ্চ ২৬৭ রান এসেছিল রুটের ব্যাট থেকে।
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে সম্মিলিত রানের সর্বোচ্চ তিন রেকর্ড
রান উইকেট ওভার সাল
৪৫৯ ১১ ৪০ ২০২৫
৪৫৯ ১৩ ৩৫.৩ ২০২৩
৪৪৮ ৯ ৩৯.৫ ২০২৩

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৫ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৯ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১০ ঘণ্টা আগে