Ajker Patrika

মোস্তারির টানা তিন ফিফটিতে সবার ওপরে উত্তরাঞ্চল

ক্রীড়া ডেস্ক    
আবারও ফিফটি তুলে নিয়েছেন উত্তরাঞ্চলের অধিনায়ক। ছবি: বিসিবি
আবারও ফিফটি তুলে নিয়েছেন উত্তরাঞ্চলের অধিনায়ক। ছবি: বিসিবি

ফর্মের তুঙ্গে আছেন সোবহানা মোস্তারি। মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) টানা ৩ ফিফটির দেখা পেলেন উত্তরাঞ্চলের অধিনায়ক। তাঁর অধিনায়কোচিত ইনিংসে ভর করে সবশেষ ম্যাচে পূর্বাঞ্চলকে ৫০ রানে হারিয়েছে উত্তরাঞ্চল। এটা তাদের টানা চতুর্থ জয়।

পূর্বাঞ্চলকে হারিয়ে টেবিলের শীর্ষে ওঠে এসেছে উত্তরাঞ্চল। হেরে টুর্নামেন্ট শুরু করলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপার লড়াই করছে তারা। ৫ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। শিরোপার লড়াইয়ে দলটির একমাত্র প্রতিদ্বন্দ্বী মধ্যাঞ্চল। ৪ ম্যাচে ৩ জয়ে তাদের নামের পাশে শোভা পাচ্ছে ৬ পয়েন্ট। টেবিলের দুইয়ে অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল। টেবিলের পরের স্থান দুটিতে আছে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। উভয় দলের পুঁজি দুটি করে পয়েন্ট। শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে তারা।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করে ১৩৮ রান তোলে উত্তরাঞ্চল। ৭০ বলে ১১ বাউন্ডারিতে ৮১ রান করেন মোস্তারি। এছাড়া সারমিন সুলতানা ২৪ ও শারমিন সুপ্তার ব্যাট থেকে আসে ১৩ রান। ৩ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের সেরা বোলার অধিনায়ক ফাহিমা খাতুন। ৪ ওভারে ২৩ রান দেন তিনি। আশরাফি ইয়াসমিন অর্থি ও ফাতেমা জাহান সোনিয়া একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় শানজিদা আক্তার মেঘলা ও শরিফা খাতুনের দুর্দান্ত বোলিংয়ে এক বল বাকি থাকতে ৮৮ রানে গুটিয়ে যায় পূর্বাঞ্চল। সর্বোচ্চ ৩০ রান করেন স্বর্ণা আক্তার। রুবাইয়া হায়দার ঝিলিক এনে দেন ১৯ রান। ১৮ রানে ৪ উইকেট নেন মেঘলা। শরিফার শিকার তিনটি। ১২ রান দেন এই পেসার। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মোস্তারি। এ নিয়ে টানা তিন ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন উত্তরাঞ্চলের এই ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ