ক্রীড়া ডেস্ক

ইনিংসের শুরু থেকেই রাজশাহী ওয়ারিয়র্সের বোলারদের বিপক্ষে আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে গেছেন তাওহীদ হৃদয়। সেঞ্চুরির খুব কাছেই ছিলেন। কিন্তু আশা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাজিক্যাল ফিগার ছোঁয়া হয়নি এই ব্যাটারের। ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে বড় পুঁজি নিয়েই মাঠ ছেড়েছে রংপুর রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলেছে নুরুল হাসান সোহানের দল। একবারের চ্যাম্পিয়নদের এই পুঁজিতে সবচেয়ে বড় অবদান হৃদয়ের। ৯৭ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন রংপুরের এই ব্যাটার।
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে হারের পর ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করান রংপুরের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক। পরিবর্তিত পরিকল্পনার অংশ হিসেবে এদিন ওপেনিং করতে নামেন হৃদয়। তাতে বেশ সফল তিনি। শেষ ৭ ওভারে খুশদিল শাহকে নিয়ে তোলেন ৯৮ রান। এর মধ্যে শেষ ৫ ওভারেই আসে ৭৪ রান। ৮ চার ও ৬ ছক্কায় সাজানো হৃদয়ের ৫৬ বলের ইনিংস। স্ট্রাইকরেট ১৭৩.২১। ৭ ইনিংসে ২০৩ রান নিয়ে ব্যাটারদের তালিকার চারে উঠে এলেন হৃদয়। প্রথম ৬ ইনিংসে ১০৬ রান করেছিলেন তিনি। এবার রাজশাহীর বিপক্ষেই খেললেন সেঞ্চুরি ছোঁয়া ইনিংস।
২৯ বলে ৪৪ রান এনে দেন খুশদিল। এই দুজন ছাড়া রংপুরের আর কোনো ব্যাটার রাজশাহীর বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। আগের ৬ ইনিংসে ১২৯ রান করেছিলেন লিটন দাস। এদিন তাঁর ব্যাট থেকে আসে মাত্র ১১ রান। ১৪ বল খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
রাজশাহীর হয়ে সন্দীপ লামিচানে, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল ও জেমস নিশাম একটি করে উইকেট নেন। রান খরচায় সবচেয়ে হিসেবি ছিলেন লামিচানে। ৪ ওভারে ২১ রান দেন এই লেগস্পিনার। তবে উদার হাতে রান বিলিয়েছেন রিপন। ১৪ ইকোনমি রেটে এই পেসারের খরচ ৫৬ রান।

ইনিংসের শুরু থেকেই রাজশাহী ওয়ারিয়র্সের বোলারদের বিপক্ষে আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে গেছেন তাওহীদ হৃদয়। সেঞ্চুরির খুব কাছেই ছিলেন। কিন্তু আশা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাজিক্যাল ফিগার ছোঁয়া হয়নি এই ব্যাটারের। ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে বড় পুঁজি নিয়েই মাঠ ছেড়েছে রংপুর রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলেছে নুরুল হাসান সোহানের দল। একবারের চ্যাম্পিয়নদের এই পুঁজিতে সবচেয়ে বড় অবদান হৃদয়ের। ৯৭ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন রংপুরের এই ব্যাটার।
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে হারের পর ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করান রংপুরের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক। পরিবর্তিত পরিকল্পনার অংশ হিসেবে এদিন ওপেনিং করতে নামেন হৃদয়। তাতে বেশ সফল তিনি। শেষ ৭ ওভারে খুশদিল শাহকে নিয়ে তোলেন ৯৮ রান। এর মধ্যে শেষ ৫ ওভারেই আসে ৭৪ রান। ৮ চার ও ৬ ছক্কায় সাজানো হৃদয়ের ৫৬ বলের ইনিংস। স্ট্রাইকরেট ১৭৩.২১। ৭ ইনিংসে ২০৩ রান নিয়ে ব্যাটারদের তালিকার চারে উঠে এলেন হৃদয়। প্রথম ৬ ইনিংসে ১০৬ রান করেছিলেন তিনি। এবার রাজশাহীর বিপক্ষেই খেললেন সেঞ্চুরি ছোঁয়া ইনিংস।
২৯ বলে ৪৪ রান এনে দেন খুশদিল। এই দুজন ছাড়া রংপুরের আর কোনো ব্যাটার রাজশাহীর বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। আগের ৬ ইনিংসে ১২৯ রান করেছিলেন লিটন দাস। এদিন তাঁর ব্যাট থেকে আসে মাত্র ১১ রান। ১৪ বল খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
রাজশাহীর হয়ে সন্দীপ লামিচানে, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল ও জেমস নিশাম একটি করে উইকেট নেন। রান খরচায় সবচেয়ে হিসেবি ছিলেন লামিচানে। ৪ ওভারে ২১ রান দেন এই লেগস্পিনার। তবে উদার হাতে রান বিলিয়েছেন রিপন। ১৪ ইকোনমি রেটে এই পেসারের খরচ ৫৬ রান।

২৮০১৬ আন্তর্জাতিক রান নিয়ে এতদিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই একটা টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪৩৫৭।
১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৭ ঘণ্টা আগে