
সময়টা ভালোই যাচ্ছে বার্সেলোনার। সান্তিয়াগো বার্নাব্যুতে কদিন আগে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারাল বার্সা। সেটার রেশ কাটতে না কাটতেই কাতালান ডার্বিতে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। বার্সার নতুন কোচ হ্যানসি ফ্লিকের তাতে আত্মবিশ্বাস বেড়ে গেছে বহু গুণে।
লা লিগায় বার্সেলোনা গত রাতে খেলেছে এসপানিওলের বিপক্ষে। ম্যাচটি হয়েছে বার্সেলোনার ঘরের মাঠ এস্তাদিও লুইস অলিম্পিক স্টেডিয়ামে। ৩-১ গোলে কাতালান ডার্বি জিতেছে বার্সা। ফ্লিকের দলের পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়নস লিগে রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে। ম্যাচটি হবে বেলগ্রেডের ঘরের মাঠ রেডস্টার স্টেডিয়ামে। এসপানিওলের বিপক্ষে গত রাতে উড়ন্ত জয়ের পর বার্সা কোচ ফ্লিক বলেন,‘এখন বুধবারের দিকে তাকিয়ে (চ্যাম্পিয়নস লিগের ম্যাচে)। আমাদের আরও বেশি শক্তিশালী হতে হবে এবং মান আরও বাড়াতে হবে।’
বার্সেলোনা গত রাতে ৩ গোলের তিনটিই করেছে প্রথমার্ধে। দানি অলমো তাঁর গোল দুটি করেন ১২ ও ৩১ মিনিটে। ২৩ মিনিটে বার্সার অপর গোল করেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেনি। উপরন্তু বার্সার জালে ৬৩ মিনিটে গোল করেন এসপানিওলের মিডফিল্ডার জাভি পুয়াদো। ফ্লিকের কাছে এগুলো ম্যাচেরই অংশ। বার্সা কোচ বলেন,‘আমরা তিন পয়েন্ট পেয়েছি। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ডার্বি জিতেছি। দ্বিতীয়ার্ধে আমাদের গতি কিছুটা কমে গেছে। কিছু জায়গায় আমাদের মনোযোগ নষ্ট হয়েছে। তবে এগুলো হয়েই থাকে। আমি এটা মেনে নিচ্ছি।আমরা জিতেছি।’
বার্সেলোনা গত রাতে ৫টি পরিবর্তন এনেছে। সবকটি পরিবর্তন তারা করেছে দ্বিতীয়ার্ধে। দুই গোলদাতা রাফিনিয়া, অলমোকেও বদলি করা হয়েছে। কেন এই পরিবর্তন, সেই ব্যাপারে ফ্লিক বলেন, ‘দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনা হয়েছে। মাঝমাঠে আমি আরও নিয়ন্ত্রণ নিতে চেয়েছি।’
১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। দুই ও তিনে থাকা রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৪ ও ২৩। যেখানে রিয়াল ও আতলেতিকো খেলেছে ১১ ও ১২ ম্যাচ।

সময়টা ভালোই যাচ্ছে বার্সেলোনার। সান্তিয়াগো বার্নাব্যুতে কদিন আগে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারাল বার্সা। সেটার রেশ কাটতে না কাটতেই কাতালান ডার্বিতে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। বার্সার নতুন কোচ হ্যানসি ফ্লিকের তাতে আত্মবিশ্বাস বেড়ে গেছে বহু গুণে।
লা লিগায় বার্সেলোনা গত রাতে খেলেছে এসপানিওলের বিপক্ষে। ম্যাচটি হয়েছে বার্সেলোনার ঘরের মাঠ এস্তাদিও লুইস অলিম্পিক স্টেডিয়ামে। ৩-১ গোলে কাতালান ডার্বি জিতেছে বার্সা। ফ্লিকের দলের পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়নস লিগে রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে। ম্যাচটি হবে বেলগ্রেডের ঘরের মাঠ রেডস্টার স্টেডিয়ামে। এসপানিওলের বিপক্ষে গত রাতে উড়ন্ত জয়ের পর বার্সা কোচ ফ্লিক বলেন,‘এখন বুধবারের দিকে তাকিয়ে (চ্যাম্পিয়নস লিগের ম্যাচে)। আমাদের আরও বেশি শক্তিশালী হতে হবে এবং মান আরও বাড়াতে হবে।’
বার্সেলোনা গত রাতে ৩ গোলের তিনটিই করেছে প্রথমার্ধে। দানি অলমো তাঁর গোল দুটি করেন ১২ ও ৩১ মিনিটে। ২৩ মিনিটে বার্সার অপর গোল করেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেনি। উপরন্তু বার্সার জালে ৬৩ মিনিটে গোল করেন এসপানিওলের মিডফিল্ডার জাভি পুয়াদো। ফ্লিকের কাছে এগুলো ম্যাচেরই অংশ। বার্সা কোচ বলেন,‘আমরা তিন পয়েন্ট পেয়েছি। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ডার্বি জিতেছি। দ্বিতীয়ার্ধে আমাদের গতি কিছুটা কমে গেছে। কিছু জায়গায় আমাদের মনোযোগ নষ্ট হয়েছে। তবে এগুলো হয়েই থাকে। আমি এটা মেনে নিচ্ছি।আমরা জিতেছি।’
বার্সেলোনা গত রাতে ৫টি পরিবর্তন এনেছে। সবকটি পরিবর্তন তারা করেছে দ্বিতীয়ার্ধে। দুই গোলদাতা রাফিনিয়া, অলমোকেও বদলি করা হয়েছে। কেন এই পরিবর্তন, সেই ব্যাপারে ফ্লিক বলেন, ‘দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনা হয়েছে। মাঝমাঠে আমি আরও নিয়ন্ত্রণ নিতে চেয়েছি।’
১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। দুই ও তিনে থাকা রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৪ ও ২৩। যেখানে রিয়াল ও আতলেতিকো খেলেছে ১১ ও ১২ ম্যাচ।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৫ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৯ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১০ ঘণ্টা আগে