
দলের প্রয়োজনে মেহেদী হাসান মিরাজকে পাওয়া যায় যেকোনো ভূমিকায়। কখনো মেকশিফ্ট ওপেনার হিসেবে তো কখনো লেট-মিডল অর্ডারে। মূলত স্পিন অলরাউন্ডার হলেও ব্যাটিংয়ে নিজেকে অনেকবার প্রমাণ করেছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
এবারের বিশ্বকাপেও বাংলাদেশের অন্যতম ভরসার নাম মিরাজ। মাশরাফি বিন মর্তুজার কাছে তিনি দলের ‘আনসাং হিরো’ বা ‘নেপথ্যের নায়ক’। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা প্রায় ১৪ মিনিটের এক ভিডিওতে বাংলাদেশ বিশ্বকাপ দলের বিচার-বিশ্লেষণ করেছেন বাংলাদেশ বিশ্বকাপ দলের সাবেক অধিনায়ক।
বাংলাদেশের টপ-অর্ডার এবং মিরাজের মেকশিফ্ট ওপেনার হিসেবে ইনিংস উদ্বোধনের প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘টপ-অর্ডার নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, এই দলের দুজন স্পেশালিস্ট ওপেনার গিয়েছে। একজন হচ্ছে লিটন এবং আরেকজন তানজিদ তামিম। এ দুজনই আমার কাছে মনে হয়, ওপেনিং করবে আর মেকশিফ্ট ওপেনার হিসেবে খেলবে মিরাজ এবং তিন নম্বরে খেলবে হচ্ছে শান্ত।’
মিরাজকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী ম্যাশ আরও বলেন, ‘মিরাজ হচ্ছে, আমার কাছে মনে হয় এক প্রকার আনসাং হিরো, এই দলের। যেখানে তাকে সেট করা হচ্ছে সেখানেই সে রান করছে। আমরা দেখেছি যে পাকিস্তানের সঙ্গে একটি ম্যাচে ১০০ করেছে। বাট মেকশিফ্ট ওপেনার এগেইন, আমি আগেও বলেছি যে একমাত্র নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।’
মিরাজের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েরও প্রশংসা করেছেন মাশরাফি। তাঁর কাছে যেন একটি প্যাকেজ মিরাজ, ‘অফ স্পিনারের কথা যদি বলি, যে দুজন আছে তারা হচ্ছে মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী। শেখ মেহেদী আউটস্ট্যান্ডিং বোলার এবং শেষ প্র্যাক্টিস ম্যাচে সে একের পর এক ব্রেক থ্রু দিয়ে গেছে। এ রকম ফ্ল্যাট উইকেটে, যেভাবে বোলিং করেছে। তার বলে ভ্যারিয়েশন আছে। মিরাজও ভালো বোলিং করছে। বেসিক্যালি সে একটা প্যাকেজ। তাকে যেখানে প্রয়োজন সেখানে যেমন ব্যাটিং করানো যায়, সে সাথে সে ১০ ওভার বোলিংও করছে। সেটা এমন নয় যে, দুই-তিন মাস, দেড় দুই বছর ধরে সেটা সে করছে।’

দলের প্রয়োজনে মেহেদী হাসান মিরাজকে পাওয়া যায় যেকোনো ভূমিকায়। কখনো মেকশিফ্ট ওপেনার হিসেবে তো কখনো লেট-মিডল অর্ডারে। মূলত স্পিন অলরাউন্ডার হলেও ব্যাটিংয়ে নিজেকে অনেকবার প্রমাণ করেছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
এবারের বিশ্বকাপেও বাংলাদেশের অন্যতম ভরসার নাম মিরাজ। মাশরাফি বিন মর্তুজার কাছে তিনি দলের ‘আনসাং হিরো’ বা ‘নেপথ্যের নায়ক’। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা প্রায় ১৪ মিনিটের এক ভিডিওতে বাংলাদেশ বিশ্বকাপ দলের বিচার-বিশ্লেষণ করেছেন বাংলাদেশ বিশ্বকাপ দলের সাবেক অধিনায়ক।
বাংলাদেশের টপ-অর্ডার এবং মিরাজের মেকশিফ্ট ওপেনার হিসেবে ইনিংস উদ্বোধনের প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘টপ-অর্ডার নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, এই দলের দুজন স্পেশালিস্ট ওপেনার গিয়েছে। একজন হচ্ছে লিটন এবং আরেকজন তানজিদ তামিম। এ দুজনই আমার কাছে মনে হয়, ওপেনিং করবে আর মেকশিফ্ট ওপেনার হিসেবে খেলবে মিরাজ এবং তিন নম্বরে খেলবে হচ্ছে শান্ত।’
মিরাজকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী ম্যাশ আরও বলেন, ‘মিরাজ হচ্ছে, আমার কাছে মনে হয় এক প্রকার আনসাং হিরো, এই দলের। যেখানে তাকে সেট করা হচ্ছে সেখানেই সে রান করছে। আমরা দেখেছি যে পাকিস্তানের সঙ্গে একটি ম্যাচে ১০০ করেছে। বাট মেকশিফ্ট ওপেনার এগেইন, আমি আগেও বলেছি যে একমাত্র নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।’
মিরাজের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েরও প্রশংসা করেছেন মাশরাফি। তাঁর কাছে যেন একটি প্যাকেজ মিরাজ, ‘অফ স্পিনারের কথা যদি বলি, যে দুজন আছে তারা হচ্ছে মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী। শেখ মেহেদী আউটস্ট্যান্ডিং বোলার এবং শেষ প্র্যাক্টিস ম্যাচে সে একের পর এক ব্রেক থ্রু দিয়ে গেছে। এ রকম ফ্ল্যাট উইকেটে, যেভাবে বোলিং করেছে। তার বলে ভ্যারিয়েশন আছে। মিরাজও ভালো বোলিং করছে। বেসিক্যালি সে একটা প্যাকেজ। তাকে যেখানে প্রয়োজন সেখানে যেমন ব্যাটিং করানো যায়, সে সাথে সে ১০ ওভার বোলিংও করছে। সেটা এমন নয় যে, দুই-তিন মাস, দেড় দুই বছর ধরে সেটা সে করছে।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৫ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১০ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১০ ঘণ্টা আগে