
দলের প্রয়োজনে মেহেদী হাসান মিরাজকে পাওয়া যায় যেকোনো ভূমিকায়। কখনো মেকশিফ্ট ওপেনার হিসেবে তো কখনো লেট-মিডল অর্ডারে। মূলত স্পিন অলরাউন্ডার হলেও ব্যাটিংয়ে নিজেকে অনেকবার প্রমাণ করেছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
এবারের বিশ্বকাপেও বাংলাদেশের অন্যতম ভরসার নাম মিরাজ। মাশরাফি বিন মর্তুজার কাছে তিনি দলের ‘আনসাং হিরো’ বা ‘নেপথ্যের নায়ক’। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা প্রায় ১৪ মিনিটের এক ভিডিওতে বাংলাদেশ বিশ্বকাপ দলের বিচার-বিশ্লেষণ করেছেন বাংলাদেশ বিশ্বকাপ দলের সাবেক অধিনায়ক।
বাংলাদেশের টপ-অর্ডার এবং মিরাজের মেকশিফ্ট ওপেনার হিসেবে ইনিংস উদ্বোধনের প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘টপ-অর্ডার নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, এই দলের দুজন স্পেশালিস্ট ওপেনার গিয়েছে। একজন হচ্ছে লিটন এবং আরেকজন তানজিদ তামিম। এ দুজনই আমার কাছে মনে হয়, ওপেনিং করবে আর মেকশিফ্ট ওপেনার হিসেবে খেলবে মিরাজ এবং তিন নম্বরে খেলবে হচ্ছে শান্ত।’
মিরাজকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী ম্যাশ আরও বলেন, ‘মিরাজ হচ্ছে, আমার কাছে মনে হয় এক প্রকার আনসাং হিরো, এই দলের। যেখানে তাকে সেট করা হচ্ছে সেখানেই সে রান করছে। আমরা দেখেছি যে পাকিস্তানের সঙ্গে একটি ম্যাচে ১০০ করেছে। বাট মেকশিফ্ট ওপেনার এগেইন, আমি আগেও বলেছি যে একমাত্র নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।’
মিরাজের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েরও প্রশংসা করেছেন মাশরাফি। তাঁর কাছে যেন একটি প্যাকেজ মিরাজ, ‘অফ স্পিনারের কথা যদি বলি, যে দুজন আছে তারা হচ্ছে মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী। শেখ মেহেদী আউটস্ট্যান্ডিং বোলার এবং শেষ প্র্যাক্টিস ম্যাচে সে একের পর এক ব্রেক থ্রু দিয়ে গেছে। এ রকম ফ্ল্যাট উইকেটে, যেভাবে বোলিং করেছে। তার বলে ভ্যারিয়েশন আছে। মিরাজও ভালো বোলিং করছে। বেসিক্যালি সে একটা প্যাকেজ। তাকে যেখানে প্রয়োজন সেখানে যেমন ব্যাটিং করানো যায়, সে সাথে সে ১০ ওভার বোলিংও করছে। সেটা এমন নয় যে, দুই-তিন মাস, দেড় দুই বছর ধরে সেটা সে করছে।’

দলের প্রয়োজনে মেহেদী হাসান মিরাজকে পাওয়া যায় যেকোনো ভূমিকায়। কখনো মেকশিফ্ট ওপেনার হিসেবে তো কখনো লেট-মিডল অর্ডারে। মূলত স্পিন অলরাউন্ডার হলেও ব্যাটিংয়ে নিজেকে অনেকবার প্রমাণ করেছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
এবারের বিশ্বকাপেও বাংলাদেশের অন্যতম ভরসার নাম মিরাজ। মাশরাফি বিন মর্তুজার কাছে তিনি দলের ‘আনসাং হিরো’ বা ‘নেপথ্যের নায়ক’। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা প্রায় ১৪ মিনিটের এক ভিডিওতে বাংলাদেশ বিশ্বকাপ দলের বিচার-বিশ্লেষণ করেছেন বাংলাদেশ বিশ্বকাপ দলের সাবেক অধিনায়ক।
বাংলাদেশের টপ-অর্ডার এবং মিরাজের মেকশিফ্ট ওপেনার হিসেবে ইনিংস উদ্বোধনের প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘টপ-অর্ডার নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, এই দলের দুজন স্পেশালিস্ট ওপেনার গিয়েছে। একজন হচ্ছে লিটন এবং আরেকজন তানজিদ তামিম। এ দুজনই আমার কাছে মনে হয়, ওপেনিং করবে আর মেকশিফ্ট ওপেনার হিসেবে খেলবে মিরাজ এবং তিন নম্বরে খেলবে হচ্ছে শান্ত।’
মিরাজকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী ম্যাশ আরও বলেন, ‘মিরাজ হচ্ছে, আমার কাছে মনে হয় এক প্রকার আনসাং হিরো, এই দলের। যেখানে তাকে সেট করা হচ্ছে সেখানেই সে রান করছে। আমরা দেখেছি যে পাকিস্তানের সঙ্গে একটি ম্যাচে ১০০ করেছে। বাট মেকশিফ্ট ওপেনার এগেইন, আমি আগেও বলেছি যে একমাত্র নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।’
মিরাজের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েরও প্রশংসা করেছেন মাশরাফি। তাঁর কাছে যেন একটি প্যাকেজ মিরাজ, ‘অফ স্পিনারের কথা যদি বলি, যে দুজন আছে তারা হচ্ছে মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী। শেখ মেহেদী আউটস্ট্যান্ডিং বোলার এবং শেষ প্র্যাক্টিস ম্যাচে সে একের পর এক ব্রেক থ্রু দিয়ে গেছে। এ রকম ফ্ল্যাট উইকেটে, যেভাবে বোলিং করেছে। তার বলে ভ্যারিয়েশন আছে। মিরাজও ভালো বোলিং করছে। বেসিক্যালি সে একটা প্যাকেজ। তাকে যেখানে প্রয়োজন সেখানে যেমন ব্যাটিং করানো যায়, সে সাথে সে ১০ ওভার বোলিংও করছে। সেটা এমন নয় যে, দুই-তিন মাস, দেড় দুই বছর ধরে সেটা সে করছে।’

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩৩ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে