Ajker Patrika

পাকিস্তানের পর এবার যুক্তরাষ্ট্রেও চ্যাম্পিয়ন সাকিব

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১৮: ২১
মাইনর লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
মাইনর লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিয়মিত খেলছেন সাকিব আল হাসান। শিরোপাও জিতছেন নিয়মিত। এ বছরের মে মাসে লাহোর কালান্দার্সের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের হয়ে।

মে মাসে লাহোর কালান্দার্স শিরোপা জিতলেও সেবার ফাইনালের একাদশে ছিলেন না সাকিব। এবার তাঁকে নিয়েই শিরোপা নির্ধারণী ম্যাচের একাদশ সাজিয়েছে আটলান্টা ফায়ার। বাংলাদেশ সময় আজ সকালে চার্চ সেন্ট পার্ক মাঠে হয়েছে আটলান্টা ফায়ার-শিকাগো কিংসম্যান ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে ৫ উইকেটে জিতেছে আটলান্টা ফায়ার।

১৫৮ রানের লক্ষ্যে নেমে শুরুতে একটু চাপে পড়ে আটলান্টা ফায়ার। ৬.৪ ওভারে ৩ উইকেটে ৪৯ রানে পরিণত হয় দলটি। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন স্টিভেন টেলর। চতুর্থ উইকেটে অ্যারন জোনস ও টেলর গড়েন ৩৪ রানের জুটি। তবে ১২তম ওভারের তৃতীয় বলে টেলর আহত অবসর হয়ে মাঠ ছেড়েছেন। ১৫ বলে ১ চার ও ১ ছক্কায় ২০ রান করেন তিনি। এরপর ব্যাটিংয়ে নামেন সাকিব। ১২ বলে ১ ছক্কায় ১৩ রান করে আউট হয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

সাকিবের বিদায়ে আটলান্টা ফায়ারের স্কোর হয়ে যায় ১৪.৪ ওভারে ৪ উইকেটে ১০৯ রান। হাতে ৬ উইকেট নিয়ে শেষ ৩২ বলে ৪৭ রানের সমীকরণ তৈরি হয় আটলান্টার সামনে। শেষ পর্যন্ত পাঁচ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে শিরোপা জেতে সাকিবের দল। ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেন জোনস। ৪৮ বলে ২ চার ও ৪ ছক্কা মেরেছেন তিনি। শিকাগো কিংসম্যানের জিয়া উল হক ও গুলাম মুদাসসর নিয়েছেন দুটি করে উইকেট। এক উইকেট নিয়েছেন হাসান খান।

চ্যাম্পিয়ন হওয়ার পর সাকিবের দল আটলান্টা ফায়ারের উদযাপন। ছবি: ফেসবুক
চ্যাম্পিয়ন হওয়ার পর সাকিবের দল আটলান্টা ফায়ারের উদযাপন। ছবি: ফেসবুক

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শিকাগো কিংসম্যান। ইনিংসের প্রথম বলেই শিকাগোর ওপেনার রমিজ রাজাকে ফিরিয়েছেন সাকিব। প্রথম ওভার পুরোটা মেডেন দিয়েছেন সাকিব। ৪ ওভারে ২৮ রানে নিয়েছেন ১ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান করেছে শিকাগো। ইনিংস সর্বোচ্চ ৯২ রান করে অপরাজিত থাকেন ফারাজ আলী। ৬০ বলের ইনিংসে ১০ চার ও ৩ ছক্কা মেরেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ