ক্রীড়া ডেস্ক

টেস্ট ক্রিকেট সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে প্রথম দুইয়ে শচীন টেন্ডুলকার ও জেমস অ্যান্ডারসন। ব্যক্তিগত রেকর্ডেও সমৃদ্ধ এই দুই তারকা ক্রিকেটারের। দুই কিংবদন্তির নামে এখন হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। এমনকি লর্ডসেও দেখা যাবে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি।
ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হেডিংলিতে শুরু হচ্ছে ২০ জুন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে দুই দলের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিরিজের সঙ্গে অ্যান্ডারসন-টেন্ডুলকারের নাম খোদাই করার সিদ্ধান্ত নিয়েছে। এবারের ভারত-ইংল্যান্ড সিরিজের নাম তাই হচ্ছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি। ক্রিকইনফো জানতে পেরেছে, লর্ডসে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় অ্যান্ডারসন, টেন্ডুলকার উভয়ই অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি উন্মোচন করবেন। ১১ জুন শুরু হতে যাওয়া ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ইংল্যান্ডে হলে এত দিন বলা হতো ‘পতৌদি ট্রফি’। নামকরণ করা হয়েছিল ভারতের সাবেক দুই টেস্ট অধিনায়ক ইফতিখার আলী খান পতৌদি ও মানসুর আলী খান পতৌদির নামে। ইফতিখারের চেয়ে তাঁর ছেলে টেস্টে ভারতকে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। আর ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতের মাঠে হলো তখন বলা হতো ‘অ্যান্থনি ডি মেলো ট্রফি’। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিষ্ঠাতাদের অন্যতম অ্যান্থনি ডি মেলো ১৯৪৬-৪৭ থেকে ১৯৫০-৫১ সালের মধ্যে বোর্ডের প্রথম সচিব ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
লর্ডস টেস্ট দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরের জুলাইয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণের ক্যারিয়ারের ইতি টানেন অ্যান্ডারসন। বিদায়ী ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। ১৮৮ টেস্টে পেয়েছেন ৭০৪ উইকেট। অন্যদিকে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি টেন্ডুলকার ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন। ২০০ টেস্টের ক্যারিয়ারে ৫৩.৭৮ গড়ে করেন ১৫৯২১ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫১ সেঞ্চুরি ও ৬৮ ফিফটি করেন।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ জুন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।

টেস্ট ক্রিকেট সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে প্রথম দুইয়ে শচীন টেন্ডুলকার ও জেমস অ্যান্ডারসন। ব্যক্তিগত রেকর্ডেও সমৃদ্ধ এই দুই তারকা ক্রিকেটারের। দুই কিংবদন্তির নামে এখন হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। এমনকি লর্ডসেও দেখা যাবে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি।
ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হেডিংলিতে শুরু হচ্ছে ২০ জুন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে দুই দলের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিরিজের সঙ্গে অ্যান্ডারসন-টেন্ডুলকারের নাম খোদাই করার সিদ্ধান্ত নিয়েছে। এবারের ভারত-ইংল্যান্ড সিরিজের নাম তাই হচ্ছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি। ক্রিকইনফো জানতে পেরেছে, লর্ডসে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় অ্যান্ডারসন, টেন্ডুলকার উভয়ই অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি উন্মোচন করবেন। ১১ জুন শুরু হতে যাওয়া ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ইংল্যান্ডে হলে এত দিন বলা হতো ‘পতৌদি ট্রফি’। নামকরণ করা হয়েছিল ভারতের সাবেক দুই টেস্ট অধিনায়ক ইফতিখার আলী খান পতৌদি ও মানসুর আলী খান পতৌদির নামে। ইফতিখারের চেয়ে তাঁর ছেলে টেস্টে ভারতকে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। আর ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতের মাঠে হলো তখন বলা হতো ‘অ্যান্থনি ডি মেলো ট্রফি’। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিষ্ঠাতাদের অন্যতম অ্যান্থনি ডি মেলো ১৯৪৬-৪৭ থেকে ১৯৫০-৫১ সালের মধ্যে বোর্ডের প্রথম সচিব ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
লর্ডস টেস্ট দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরের জুলাইয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণের ক্যারিয়ারের ইতি টানেন অ্যান্ডারসন। বিদায়ী ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। ১৮৮ টেস্টে পেয়েছেন ৭০৪ উইকেট। অন্যদিকে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি টেন্ডুলকার ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন। ২০০ টেস্টের ক্যারিয়ারে ৫৩.৭৮ গড়ে করেন ১৫৯২১ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫১ সেঞ্চুরি ও ৬৮ ফিফটি করেন।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ জুন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৬ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
৯ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
৯ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১০ ঘণ্টা আগে