Ajker Patrika

সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ‘দারুণ সমস্যায়’ বাংলাদেশ কোচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে হাস্যোজ্জ্বল হামজা-ফাহামিদুল। ছবি: বাফুফে
জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে হাস্যোজ্জ্বল হামজা-ফাহামিদুল। ছবি: বাফুফে

পরশু ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে অনেককেই বাজিয়ে দেখেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। অভিষেক করিয়েছেন তিন ফুটবলারের। কারও পারফরম্যান্সেই অসন্তুষ্ট নন তিনি। যা তাঁকে ফেলে দিয়ে মধুর সমস্যায়। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে শুরুর একাদশ ঠিক করার ক্ষেত্রে ফুটবলারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখে ভালোই লাগছে তাঁর।

জাতীয় দলের সঙ্গে আজ প্রথমবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছেন শমিত শোম। ভুটানের বিপক্ষে না খেললে সিঙ্গাপুর ম্যাচের একাদশে যে তিনি থাকছেন, তা অনেকটা নিশ্চিত করেই বলা যায়। কিন্তু সেক্ষেত্রে বাদ পড়বেন কে?

সংবাদমাধ্যমকে বাংলাদেশ কোচ বলেন, ‘এটা আমার জন্য দারুণ এক সমস্যা। অনেক পজিশনেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। উন্মুক্ত প্রতিযোগিতা, যা আমার জন্য সবচেয়ে ভালো বিষয়। এখন পর্যন্ত কিছু বলতে পারছি না। ম্যাচের আগে এখনো চারটি সেশন বাকি।’

কানাডার কাভালরি এফসিতে খেলা শমিতকে প্রথম দেখাতেই ভালো লেগেছে কাবরেরার, ‘সে এখন পর্যন্ত সবকিছু নিয়ে খুবই আগ্রহী। প্রতিটি বিষয় জানতে চায়, এবং প্রথম ইমপ্রেশন দুর্দান্ত। তবে মাঠ ও আবহাওয়ার সঙ্গে তার মানিয়ে নেওয়ার বিষয়টাও দেখতে হবে। আজ অনেক আর্দ্রতা ছিল।’

অনুশীলনে সেটপিসে বেশ জোর দিচ্ছেন বাংলাদেশ কোচ, ‘আমরা সেট পিসে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। গত তিনটি ম্যাচে আমরা সেট পিস থেকে কোনো গোল হজম করিনি এবং দুইটি ম্যাচে ক্লিন শিট পেয়েছি। আমরা প্রথম কর্নার থেকেই গোল করতে পেরেছি। আমাদের প্রস্তুতি ইতিবাচক ফল দিচ্ছে এবং আশা করি এই ম্যাচেও দেবে।’

এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে প্রথম রাউন্ড শেষে সবারই অর্জন এক পয়েন্ট। র‍্যাঙ্কিংয়ের বিচারে ভারত, হংকং ও সিঙ্গাপুরের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। তবে হামজা-শমিত যোগ হওয়ার পর বাকিদের সঙ্গে নিজেদের সমপর্যায়ের বলে মনে হচ্ছে কাবরেরার, ‘শুধু সিঙ্গাপুর নয়, আমাদের গ্রুপের চারটি দলই মানের দিক থেকে একই পর্যায়ের। আগে হয়তো আমরা কিছুটা পিছিয়ে ছিলাম, কিন্তু নতুন সংযোজনে কারণে এখন সবাই সমপর্যায়ে আছি। এই টুর্নামেন্টে সবাই সবার বিপক্ষে পয়েন্ট হারাবে। তবে আমাদের সুযোগ কাজে লাগাতে হবে, বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচে তিন পয়েন্ট নিতে হবে। সিঙ্গাপুর খুব শক্তিশালী দল, বিশেষ করে আক্রমণে খুব গতিশীল, কিন্তু আমরা প্রস্তুত।’

সিঙ্গাপুরের আক্রমণভাগের খেলোয়াড় ইখসান ফান্দিকে নিয়ে আলাদা পরিকল্পনাই করতে হচ্ছে কাবরেরাকে। গতকাল মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে সিঙ্গাপুর ঠিক তেমনই খেলেছে, যেমনটা কাবরেরা দেখতে চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা আগেই ভেবেছিলাম সে (ইখসান) খেলবে। যেমনটা প্রত্যাশা করেছি, সিঙ্গাপুর অনেকটাই সেভাবে খেলেছে। তবে তারা যে গোলগুলো করেছে, আমি মনে করি মালদ্বীপ বক্সের ভেতর রক্ষণে আরও ভালো করতে পারত। তারপরও সিঙ্গাপুর ভালো একটি দল, ওদের সুযোগ তৈরি করার সামর্থ্য আছে। ম্যাচটি আমাদের জন্য ভালো রেফারেন্স হিসেবে কাজ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত