ক্রীড়া ডেস্ক

জয়ের সংজ্ঞাটা একরকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
প্রতিযোগিতামূলক ফুটবলে যে মেসি গোলের বন্যা বইয়ে দিয়েছেন, তাঁরও গত কয়েক ম্যাচ ধরে মিলছিল না গোলের দেখা। গোল করার সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। টানা চার ম্যাচ গোলহীন থাকার পর সেই মেসির গোলখরা কাটল। তাঁর গোলের দিনে ৪-১ গোলের জয় পেয়েছে মায়ামি।
চেজ স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় মধ্যরাতে মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে খেলেছে ইন্টার মায়ামি। ৯ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন ফাফা পিকাল্ট। তাঁকে অ্যাসিস্ট করেন লুইস সুয়ারেজ। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলটির ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে দেওয়া হয়েছে গোলটি। আর ৩৯ মিনিটে সুয়ারেজ নিজেই গোল করেন।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ব্যবধান কমায় নিউইয়র্ক রেডবুলস। ৪৩ মিনিটে গোল করেন রেডবুলস ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম ছুপো-মোটিং। প্রথমার্ধ মায়ামি শেষ করে ৩-১ গোলে এগিয়ে থেকে। আর ৬৭ মিনিটে গোলের দেখা পান মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বক্সের বাইরে থেকে তালেসকো সেগোভিয়ার সঙ্গে কয়েকবার বল আদান–প্রদান করেন। শেষ পর্যন্ত বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন মেসি।
৪-১ গোলের জয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট হলো ইন্টার মায়ামির। মেসি-সুয়ারেজদের দল জিতেছে ৬ ম্যাচ, ৩ ম্যাচ ড্র করেছে এবং হেরেছে ১ ম্যাচ। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তারা অবস্থান করছে চার নম্বরে। ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কলম্বাস ক্রু। তারা খেলেছে ১১ ম্যাচ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিলাডেলফিয়া।

জয়ের সংজ্ঞাটা একরকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
প্রতিযোগিতামূলক ফুটবলে যে মেসি গোলের বন্যা বইয়ে দিয়েছেন, তাঁরও গত কয়েক ম্যাচ ধরে মিলছিল না গোলের দেখা। গোল করার সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। টানা চার ম্যাচ গোলহীন থাকার পর সেই মেসির গোলখরা কাটল। তাঁর গোলের দিনে ৪-১ গোলের জয় পেয়েছে মায়ামি।
চেজ স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় মধ্যরাতে মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে খেলেছে ইন্টার মায়ামি। ৯ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন ফাফা পিকাল্ট। তাঁকে অ্যাসিস্ট করেন লুইস সুয়ারেজ। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলটির ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে দেওয়া হয়েছে গোলটি। আর ৩৯ মিনিটে সুয়ারেজ নিজেই গোল করেন।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ব্যবধান কমায় নিউইয়র্ক রেডবুলস। ৪৩ মিনিটে গোল করেন রেডবুলস ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম ছুপো-মোটিং। প্রথমার্ধ মায়ামি শেষ করে ৩-১ গোলে এগিয়ে থেকে। আর ৬৭ মিনিটে গোলের দেখা পান মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বক্সের বাইরে থেকে তালেসকো সেগোভিয়ার সঙ্গে কয়েকবার বল আদান–প্রদান করেন। শেষ পর্যন্ত বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন মেসি।
৪-১ গোলের জয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট হলো ইন্টার মায়ামির। মেসি-সুয়ারেজদের দল জিতেছে ৬ ম্যাচ, ৩ ম্যাচ ড্র করেছে এবং হেরেছে ১ ম্যাচ। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তারা অবস্থান করছে চার নম্বরে। ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কলম্বাস ক্রু। তারা খেলেছে ১১ ম্যাচ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিলাডেলফিয়া।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৪১ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে