ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় এক বছর বিচ্ছিন্ন সাকিব আল হাসান। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ঘরোয়া ক্রিকেটে খেলে বেড়াচ্ছেন তিনি। টি-টোয়েন্টি, টি-টেন, প্রথম শ্রেণির ক্রিকেট—বাংলাদেশের তারকা অলরাউন্ডার সব ধরনের টুর্নামেন্টেই খেলেছেন এই সময়ে।
সাকিব এবার নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির নিলামে। ২০২৬ এসএ টোয়েন্টি সামনে রেখে নিলামে নাম লেখানো ক্রিকেটারদের তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারসহ এই তালিকায় আছেন ১৪ বাংলাদেশি। অলরাউন্ডার হিসেবে আছেন শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান। ব্যাটার আছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয় ও লিটন দাস। পেস বোলিং লাইনআপে আছেন দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলামের সঙ্গে হাসান মাহমুদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিবরা। তানজিম সাকিবের শেষের দিকে ব্যাটিংও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। স্বীকৃত স্পিনার হিসেবে আছেন তাইজুল ইসলাম।
২০২৬ এসএ টোয়েন্টি টুর্নামেন্ট সামনে রেখে ৫৪১ ক্রিকেটার এখন পর্যন্ত নিলামে নাম লিখিয়েছেন। সর্বোচ্চ ৯৭ ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। জেমস অ্যান্ডারসন, মঈন আলী, অ্যালেক্স হেলসের মতো ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা আছেন এই তালিকায়। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ২৪ ও ২৮ ক্রিকেটার নাম লিখিয়েছেন এই তালিকায়। নেপালের দীপেন্দ্র সিং ঐরি নাম লিখিয়েছেন নিলামে। অস্ট্রেলিয়ার থেকে পিটার হ্যাটজুগলু, ডি আর্চি শর্ট—এই দুই ক্রিকেটার এসএ টোয়েন্টির নিলামে নাম লিখিয়েছেন।
আফগানিস্তানের রশিদ খান না থাকলেও হাশমাতুল্লাহ শাহিদী, রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাইসহ ২৪ আফগান ক্রিকেটার নাম লিখিয়েছেন এসএ টোয়েন্টির নিলামে। তবে এই নিলামে অস্ট্রেলিয়ার মাত্র ২ ক্রিকেটার থাকার কারণ বিগ ব্যাশ। ২০২৪-২৫ মৌসুমের বিগ ব্যাশ হয়েছে ডিসেম্বর-জানুয়ারিতে। আর ২০২৩ সাল থেকে দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি জানুয়ারি-ফেব্রুয়ারিতে হচ্ছে। বাংলাদেশের ১৪ ক্রিকেটার নাম লেখালেও বিপিএলের কারণে এসএ টোয়েন্টিতে খেলার সুযোগ নাও মিলতে পারে। কারণ, সবশেষ বিপিএল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে হয়েছে। যদিও ২০২৬ বিপিএল শুরুর তারিখ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
সাকিব সবশেষ বিপিএলে খেলার সুযোগ পাননি। বর্তমানে তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন। ৮ ম্যাচের ৭ ইনিংসে ১৯.৭১ গড় ও ১২৮.৯৭ স্ট্রাইকরেটে করেছেন ১৩৮ রান। বোলিংয়ে ৮.১৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। এদিকে লিটন, তানজিদ তামিম, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজ, তানজিম হাসান সাকিবরা ব্যস্ত সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ডাচদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আগামীকাল সিলেটে লিটনরা নামবেন ডাচদের ধবলধোলাইয়ের উদ্দেশে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় এক বছর বিচ্ছিন্ন সাকিব আল হাসান। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ঘরোয়া ক্রিকেটে খেলে বেড়াচ্ছেন তিনি। টি-টোয়েন্টি, টি-টেন, প্রথম শ্রেণির ক্রিকেট—বাংলাদেশের তারকা অলরাউন্ডার সব ধরনের টুর্নামেন্টেই খেলেছেন এই সময়ে।
সাকিব এবার নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির নিলামে। ২০২৬ এসএ টোয়েন্টি সামনে রেখে নিলামে নাম লেখানো ক্রিকেটারদের তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারসহ এই তালিকায় আছেন ১৪ বাংলাদেশি। অলরাউন্ডার হিসেবে আছেন শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান। ব্যাটার আছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয় ও লিটন দাস। পেস বোলিং লাইনআপে আছেন দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলামের সঙ্গে হাসান মাহমুদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিবরা। তানজিম সাকিবের শেষের দিকে ব্যাটিংও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। স্বীকৃত স্পিনার হিসেবে আছেন তাইজুল ইসলাম।
২০২৬ এসএ টোয়েন্টি টুর্নামেন্ট সামনে রেখে ৫৪১ ক্রিকেটার এখন পর্যন্ত নিলামে নাম লিখিয়েছেন। সর্বোচ্চ ৯৭ ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। জেমস অ্যান্ডারসন, মঈন আলী, অ্যালেক্স হেলসের মতো ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা আছেন এই তালিকায়। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ২৪ ও ২৮ ক্রিকেটার নাম লিখিয়েছেন এই তালিকায়। নেপালের দীপেন্দ্র সিং ঐরি নাম লিখিয়েছেন নিলামে। অস্ট্রেলিয়ার থেকে পিটার হ্যাটজুগলু, ডি আর্চি শর্ট—এই দুই ক্রিকেটার এসএ টোয়েন্টির নিলামে নাম লিখিয়েছেন।
আফগানিস্তানের রশিদ খান না থাকলেও হাশমাতুল্লাহ শাহিদী, রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাইসহ ২৪ আফগান ক্রিকেটার নাম লিখিয়েছেন এসএ টোয়েন্টির নিলামে। তবে এই নিলামে অস্ট্রেলিয়ার মাত্র ২ ক্রিকেটার থাকার কারণ বিগ ব্যাশ। ২০২৪-২৫ মৌসুমের বিগ ব্যাশ হয়েছে ডিসেম্বর-জানুয়ারিতে। আর ২০২৩ সাল থেকে দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি জানুয়ারি-ফেব্রুয়ারিতে হচ্ছে। বাংলাদেশের ১৪ ক্রিকেটার নাম লেখালেও বিপিএলের কারণে এসএ টোয়েন্টিতে খেলার সুযোগ নাও মিলতে পারে। কারণ, সবশেষ বিপিএল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে হয়েছে। যদিও ২০২৬ বিপিএল শুরুর তারিখ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
সাকিব সবশেষ বিপিএলে খেলার সুযোগ পাননি। বর্তমানে তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন। ৮ ম্যাচের ৭ ইনিংসে ১৯.৭১ গড় ও ১২৮.৯৭ স্ট্রাইকরেটে করেছেন ১৩৮ রান। বোলিংয়ে ৮.১৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। এদিকে লিটন, তানজিদ তামিম, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজ, তানজিম হাসান সাকিবরা ব্যস্ত সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ডাচদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আগামীকাল সিলেটে লিটনরা নামবেন ডাচদের ধবলধোলাইয়ের উদ্দেশে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
২ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৩ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৪ ঘণ্টা আগে