ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সফরেও সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। গতকাল লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টি ছিল সফরকারীদের সিরিজ বাঁচানোর লড়াই। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ হারল ৫৭ রানের বড় ব্যবধানে। ১ ম্যাচে বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করল স্বাগতিকেরা। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস দায় দিলেন ব্যাটিং ব্যর্থতা ও শরীফুল ইসলামের চোটকে।
প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও ২০১ রান তোলে পাকিস্তান। তবে বাংলাদেশ বড় ধাক্কা খায় ম্যাচের শুরুতেই। মাত্র তিন বল করার পর কুঁচকির টানে মাঠ ছাড়েন শরীফুল। বাকি সময় তাই বাঁহাতি পেসারকে ছাড়া খেলতে হয় সফরকারীদের। পুরস্কার বিতরণীর সময় লিটন বললেন, ‘আমার মতে, যখন শরীফুল চোটে পড়ল, মোমেন্টাম পুরোপুরি ওদের দিকে চলে গেছে। কারণ আমরা জানি, বোলিংয়ে আমাদের ঘাটতি আছে।’
১৪ ওভারে ১৫৫ রান তুলেছিল পাকিস্তান। মনে হচ্ছিল, স্কোরটা প্রথম ম্যাচের চেয়ে বেশিই হবে। তবে শেষ দিকে কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করেন না হাসান-সাকিবরা। তবে ব্যাটিংয়ের দায় এড়াতে পারেননি অধিনায়ক লিটন, ‘তবু আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। এই উইকেটে ২০০ রান...আমি যে কোনো (রান তাড়ার জন্য) ব্যাটিং করতে চাইব। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটি করতে পারিনি।’
ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা অবশ্য খারাপ হয়নি। প্রথম ম্যাচেও রান তাড়ায় ভালো শুরু করেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ম্যাচেও ঝোড়ো শুরু করা তানজিদের ব্যাট থেকে আসে ৩৩ রান। স্বীকৃত ব্যাটাররা বাকিরা কেউই কিছু করতে পারেননি। শেষ দিকে তানজিম হাসান সাকিব খেলেছেন ৫০ রানের দারুণ এক ইনিংস। লিটন বললেন, ‘যে-ই ভালো ব্যাটিং করে, তার উচিত ইনিংস এগিয়ে নেওয়া। তার ১৩-১৪ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হবে। চতুর্থ ওভারের পর আর ভালো ব্যাটিং করিনি। টানা উইকেট পড়েছে।
পূর্ণাঙ্গ মেয়াদে টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিলেন লিটন। তারপর টানা চার ম্যাচে হার এবং দুটি সিরিজ হার দেখলেন। তবে শেষ ম্যাচ ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাঁর, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’

পাকিস্তান সফরেও সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। গতকাল লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টি ছিল সফরকারীদের সিরিজ বাঁচানোর লড়াই। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ হারল ৫৭ রানের বড় ব্যবধানে। ১ ম্যাচে বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করল স্বাগতিকেরা। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস দায় দিলেন ব্যাটিং ব্যর্থতা ও শরীফুল ইসলামের চোটকে।
প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও ২০১ রান তোলে পাকিস্তান। তবে বাংলাদেশ বড় ধাক্কা খায় ম্যাচের শুরুতেই। মাত্র তিন বল করার পর কুঁচকির টানে মাঠ ছাড়েন শরীফুল। বাকি সময় তাই বাঁহাতি পেসারকে ছাড়া খেলতে হয় সফরকারীদের। পুরস্কার বিতরণীর সময় লিটন বললেন, ‘আমার মতে, যখন শরীফুল চোটে পড়ল, মোমেন্টাম পুরোপুরি ওদের দিকে চলে গেছে। কারণ আমরা জানি, বোলিংয়ে আমাদের ঘাটতি আছে।’
১৪ ওভারে ১৫৫ রান তুলেছিল পাকিস্তান। মনে হচ্ছিল, স্কোরটা প্রথম ম্যাচের চেয়ে বেশিই হবে। তবে শেষ দিকে কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করেন না হাসান-সাকিবরা। তবে ব্যাটিংয়ের দায় এড়াতে পারেননি অধিনায়ক লিটন, ‘তবু আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। এই উইকেটে ২০০ রান...আমি যে কোনো (রান তাড়ার জন্য) ব্যাটিং করতে চাইব। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটি করতে পারিনি।’
ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা অবশ্য খারাপ হয়নি। প্রথম ম্যাচেও রান তাড়ায় ভালো শুরু করেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ম্যাচেও ঝোড়ো শুরু করা তানজিদের ব্যাট থেকে আসে ৩৩ রান। স্বীকৃত ব্যাটাররা বাকিরা কেউই কিছু করতে পারেননি। শেষ দিকে তানজিম হাসান সাকিব খেলেছেন ৫০ রানের দারুণ এক ইনিংস। লিটন বললেন, ‘যে-ই ভালো ব্যাটিং করে, তার উচিত ইনিংস এগিয়ে নেওয়া। তার ১৩-১৪ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হবে। চতুর্থ ওভারের পর আর ভালো ব্যাটিং করিনি। টানা উইকেট পড়েছে।
পূর্ণাঙ্গ মেয়াদে টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিলেন লিটন। তারপর টানা চার ম্যাচে হার এবং দুটি সিরিজ হার দেখলেন। তবে শেষ ম্যাচ ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাঁর, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৮ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৮ ঘণ্টা আগে