
২০২৪ বিপিএলের পর নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ২০ রানের গণ্ডিই পারছিলেন না পেরোতে। অবশেষে নিজের ৩৫তম জন্মদিনের দিন ফর্মে ফিরলেন এই বাঁহাতি ওপেনার। অন্যদিকে সাকিব এবারের ডিপিএলে ফেরার ম্যাচে আশানুরূপ পারফর্ম করতে পারেননি ব্যাটিংয়ে।
জন্মদিনটা অবশ্য বৃষ্টিস্নাত দিনে মাঠেই কাটাতে হচ্ছে তামিমকে। বিকেএসপির ৩ নম্বর মাঠে বৃষ্টির কারণে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ শুরু হয়েছে ১১টা ৪৫ মিনিটে। ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৩৪ ওভারে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম। প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ ৩১.১ ওভারে অল আউট হয়েছে ১৩১ রানে। ১৩২ রান তাড়া করতে নেমে অধিনায়কোচিত ব্যাটিং করছেন প্রাইম ব্যাংকের ওপেনার তামিম। ৬২ বলে তুলে নিয়েছেন ফিফটি।
ওপেনার পারভেজ হোসেন ইমন ও তামিম এরই মধ্যে গড়েছেন ৮৫ রানের জুটি। ডিপিএলে প্রথম তিন ম্যাচে ১৭, ১৬ ও ৬ রানে আউট হওয়া তামিমের ফিফটিকে আজ ফর্মে ফেরার আভাস তো বলাই যায়।
বিপিএলের পর পেশাদার ক্রিকেটে শেখ জামালের জার্সিতে আজই ফিরেছেন সাকিব। বিকেএসপির ৩ নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৪ বলে ২ চারে করেন ১৯ রান। ব্যাটিংয়ের তুলনায় বোলিংটা তুলনামূলক ভালো করছেন সাকিব। ৩ ওভার বোলিংয়ে ১৪ রানে নেন ১ উইকেট।
সিটি ক্লাব-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচটিতেও বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ১১টা ৪২ মিনিটে শুরু হওয়া ম্যাচটি নেমে এসেছে ৩৪ ওভারে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া শেখ জামাল ৫ উইকেটে করেছে ২১৪ রান। রান তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ৩ উইকেটে ৯১ রান করেছে সিটি ক্লাব। নিজেদের প্রথম তিন ম্যাচের মধ্যে শেখ জামাল জেতে ২ ম্যাচ ও হেরেছে ১ ম্যাচ। অন্যদিকে সিটি ক্লাব নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছে।

২০২৪ বিপিএলের পর নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ২০ রানের গণ্ডিই পারছিলেন না পেরোতে। অবশেষে নিজের ৩৫তম জন্মদিনের দিন ফর্মে ফিরলেন এই বাঁহাতি ওপেনার। অন্যদিকে সাকিব এবারের ডিপিএলে ফেরার ম্যাচে আশানুরূপ পারফর্ম করতে পারেননি ব্যাটিংয়ে।
জন্মদিনটা অবশ্য বৃষ্টিস্নাত দিনে মাঠেই কাটাতে হচ্ছে তামিমকে। বিকেএসপির ৩ নম্বর মাঠে বৃষ্টির কারণে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ শুরু হয়েছে ১১টা ৪৫ মিনিটে। ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৩৪ ওভারে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম। প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ ৩১.১ ওভারে অল আউট হয়েছে ১৩১ রানে। ১৩২ রান তাড়া করতে নেমে অধিনায়কোচিত ব্যাটিং করছেন প্রাইম ব্যাংকের ওপেনার তামিম। ৬২ বলে তুলে নিয়েছেন ফিফটি।
ওপেনার পারভেজ হোসেন ইমন ও তামিম এরই মধ্যে গড়েছেন ৮৫ রানের জুটি। ডিপিএলে প্রথম তিন ম্যাচে ১৭, ১৬ ও ৬ রানে আউট হওয়া তামিমের ফিফটিকে আজ ফর্মে ফেরার আভাস তো বলাই যায়।
বিপিএলের পর পেশাদার ক্রিকেটে শেখ জামালের জার্সিতে আজই ফিরেছেন সাকিব। বিকেএসপির ৩ নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৪ বলে ২ চারে করেন ১৯ রান। ব্যাটিংয়ের তুলনায় বোলিংটা তুলনামূলক ভালো করছেন সাকিব। ৩ ওভার বোলিংয়ে ১৪ রানে নেন ১ উইকেট।
সিটি ক্লাব-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচটিতেও বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ১১টা ৪২ মিনিটে শুরু হওয়া ম্যাচটি নেমে এসেছে ৩৪ ওভারে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া শেখ জামাল ৫ উইকেটে করেছে ২১৪ রান। রান তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ৩ উইকেটে ৯১ রান করেছে সিটি ক্লাব। নিজেদের প্রথম তিন ম্যাচের মধ্যে শেখ জামাল জেতে ২ ম্যাচ ও হেরেছে ১ ম্যাচ। অন্যদিকে সিটি ক্লাব নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছে।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে