নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একই দিনে প্রায় কাছাকাছি সময়ে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখল আবাহনী লিমিটেড। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসছে আকাশি-নীল জার্সির ক্রিকেটাররা। আর ১২২ কিলোমিটার দূরে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বেদনায় পুড়ছে ধানমন্ডির ক্লাবটির ফুটবল দল। ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীকে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস।
ময়মনসিংহে আজ ফাইনালের আয়োজনটা ছিল সংক্ষিপ্ত। কারণ একই ফাইনাল মাঠে গড়ায় গত মঙ্গলবারেও। কিন্তু ঝড়-বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে সেদিন শেষ করা যায়নি ম্যাচটি। বাকি থাকে অতিরিক্ত সময়ের ১৫ মিনিটের খেলা। এই ১৫ মিনিটেই একজন বেশি খেলার সুবিধা নিয়ে ম্যাচটি শেষ করতে চেয়েছিল আবাহনী। কিন্তু দুই দলের কেউই সেভাবে আক্রমণ সাজাতে পারেনি। এর মধ্যে তিনবার হলুদ কার্ড দেখান রেফারি। এর আগে ১০৫ মিনিটে দেখিয়েছিলেন ১১টি হলুদ কার্ড। ১২০ মিনিট ১-১ ব্যবধানে শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে।
যেখানে নায়ক বনে যান বসুন্ধরার গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। আবাহনীর এমেকা ওগবুহর শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি। সেই খুশিতে নাচতে থাকেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের মতো। এরপর ঠেকিয়েছিলেন মিরাজুলের শটও, কিন্তু তাঁর ভুলের কারণে পেনাল্টিটি আবার নেওয়ার সিদ্ধান্ত দেন রেফারি। শ্রাবণ সেই শট ফেরাতে পারেননি অবশ্য, তবে বসুন্ধরাকে তেমন অসুবিধায় পড়তে হয়নি। দাসিয়েল সান্তোসের নেওয়া শেষ শটটি জালে জড়ালে উৎসবের গান গায় তারা।
দাসিয়েলের আগে টাইব্রেকারে বসুন্ধরার হয়ে গোল করেন ইনসান হোসেন, তপু বর্মন, শেখ মোরসালিন ও জনাথন ফার্নান্দেজ। মিরাজুলসহ আবাহনীর হয়ে গোলের দেখা পান রাফায়েল অগুস্তো ও সবুজ হোসেন। কিন্তু দ্বিতীয় শট নিতে গিয়ে ভুলটি করেন এমেকা।
গত মঙ্গলবার ময়মনসিংহে মঙ্গলবার ১০৫ মিনিটের ফাইনাল অমীমাংসিত ছিল ১-১ সমতায়। গোল দুটি অবশ্য নির্ধারিত ৯০ মিনিটের প্রথমার্ধে হয়েছে । ষষ্ঠ মিনিটে সাদ উদ্দিনের ফ্রি-কিক থেকে হুয়ান লেসকানোর গোলে এগিয়ে যায় বসুন্ধরা। কিন্তু ম্যাচের ১৫ মিনিটে আবাহনীকে সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহিম । এমেকা ওগবুহর চুলচেরা পাসে টোকা মেরে জাল কাঁপান তিনি। ঝড়ের কারণে ১ ঘণ্টা ১০ মিনিট বন্ধ থাকে খেলা । পরে ভেজা মাঠে খেলা শুরু হলেও আর কোনো গোল হয়নি। তবে ১০২ মিনিটের মাথায় ফয়সাল আহমেদ ফাহিম লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বসুন্ধরা।
স্টেডিয়ামে ফ্লাডলাইট না থাকায় ১০৫ মিনিটের পর সেদিন রেফারি খেলা চালানো আর সম্ভব মনে করেননি। আবাহনী অবশ্য খেলতে চেয়েছিল। তবে রেফারির সিদ্ধান্ত খুশিমনে মেনে নেয় বসুন্ধরা। এক সপ্তাহ পর টাইব্রেকার রোমাঞ্চে শিরোপা ধরে রেখে চতুর্থবার চ্যাম্পিয়ন হলো তারা।

একই দিনে প্রায় কাছাকাছি সময়ে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখল আবাহনী লিমিটেড। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসছে আকাশি-নীল জার্সির ক্রিকেটাররা। আর ১২২ কিলোমিটার দূরে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বেদনায় পুড়ছে ধানমন্ডির ক্লাবটির ফুটবল দল। ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীকে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস।
ময়মনসিংহে আজ ফাইনালের আয়োজনটা ছিল সংক্ষিপ্ত। কারণ একই ফাইনাল মাঠে গড়ায় গত মঙ্গলবারেও। কিন্তু ঝড়-বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে সেদিন শেষ করা যায়নি ম্যাচটি। বাকি থাকে অতিরিক্ত সময়ের ১৫ মিনিটের খেলা। এই ১৫ মিনিটেই একজন বেশি খেলার সুবিধা নিয়ে ম্যাচটি শেষ করতে চেয়েছিল আবাহনী। কিন্তু দুই দলের কেউই সেভাবে আক্রমণ সাজাতে পারেনি। এর মধ্যে তিনবার হলুদ কার্ড দেখান রেফারি। এর আগে ১০৫ মিনিটে দেখিয়েছিলেন ১১টি হলুদ কার্ড। ১২০ মিনিট ১-১ ব্যবধানে শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে।
যেখানে নায়ক বনে যান বসুন্ধরার গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। আবাহনীর এমেকা ওগবুহর শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি। সেই খুশিতে নাচতে থাকেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের মতো। এরপর ঠেকিয়েছিলেন মিরাজুলের শটও, কিন্তু তাঁর ভুলের কারণে পেনাল্টিটি আবার নেওয়ার সিদ্ধান্ত দেন রেফারি। শ্রাবণ সেই শট ফেরাতে পারেননি অবশ্য, তবে বসুন্ধরাকে তেমন অসুবিধায় পড়তে হয়নি। দাসিয়েল সান্তোসের নেওয়া শেষ শটটি জালে জড়ালে উৎসবের গান গায় তারা।
দাসিয়েলের আগে টাইব্রেকারে বসুন্ধরার হয়ে গোল করেন ইনসান হোসেন, তপু বর্মন, শেখ মোরসালিন ও জনাথন ফার্নান্দেজ। মিরাজুলসহ আবাহনীর হয়ে গোলের দেখা পান রাফায়েল অগুস্তো ও সবুজ হোসেন। কিন্তু দ্বিতীয় শট নিতে গিয়ে ভুলটি করেন এমেকা।
গত মঙ্গলবার ময়মনসিংহে মঙ্গলবার ১০৫ মিনিটের ফাইনাল অমীমাংসিত ছিল ১-১ সমতায়। গোল দুটি অবশ্য নির্ধারিত ৯০ মিনিটের প্রথমার্ধে হয়েছে । ষষ্ঠ মিনিটে সাদ উদ্দিনের ফ্রি-কিক থেকে হুয়ান লেসকানোর গোলে এগিয়ে যায় বসুন্ধরা। কিন্তু ম্যাচের ১৫ মিনিটে আবাহনীকে সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহিম । এমেকা ওগবুহর চুলচেরা পাসে টোকা মেরে জাল কাঁপান তিনি। ঝড়ের কারণে ১ ঘণ্টা ১০ মিনিট বন্ধ থাকে খেলা । পরে ভেজা মাঠে খেলা শুরু হলেও আর কোনো গোল হয়নি। তবে ১০২ মিনিটের মাথায় ফয়সাল আহমেদ ফাহিম লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বসুন্ধরা।
স্টেডিয়ামে ফ্লাডলাইট না থাকায় ১০৫ মিনিটের পর সেদিন রেফারি খেলা চালানো আর সম্ভব মনে করেননি। আবাহনী অবশ্য খেলতে চেয়েছিল। তবে রেফারির সিদ্ধান্ত খুশিমনে মেনে নেয় বসুন্ধরা। এক সপ্তাহ পর টাইব্রেকার রোমাঞ্চে শিরোপা ধরে রেখে চতুর্থবার চ্যাম্পিয়ন হলো তারা।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৬ ঘণ্টা আগে