নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
এশিয়া কাপের গত আসর ওয়ানডেতে হলেও এবারের সংস্করণ হবে টি-টোয়েন্টিতে। প্রথম ম্যাচে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। একদিন বিশ্রামের পর ১৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কার। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি ১৬ সেপ্টেম্বর। গ্রুপের সেরা দুইয়ে থাকলে বাংলাদেশ পাবে সুপার ফোরে খেলার সুযোগ।
অপর গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ১৪ সেপ্টেম্বর হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বরাবরের মতো এবারও এশিয়া কাপে বাড়তি ‘সুবিধা’ পাচ্ছে ভারত। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে তিন দিনের বিরতি পাচ্ছে তারা। ১০ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে আমিরাতের। ওমানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলবে ১৯ সেপ্টেম্বর। এর আগে পাচ্ছে ৪ দিনের বিরতি।
সুপার ফোর পর্ব শুরু ২০ সেপ্টেম্বর থেকে। ২৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে ফাইনাল। দুবাই ও আবুধাবিতে হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টের ম্যাচগুলো। আয়োজনস্বত্ব ভারতের।
গত বৃহস্পতিবার ঢাকায় হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় ১৩ দেশের ২৫ প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা না এলেও তাঁরা যুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি। শ্রীলঙ্কাও ভার্চুয়ালি যুক্ত হয়েছিল সভায়। সভায় অংশ নিতে ভারত-শ্রীলঙ্কাকে সভায় রাজি করানোর পেছনে বিসিবির বিশেষ অবদান রয়েছে বলে শোনা যায়।
পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ভূরাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে এশিয়া কাপের সূচি আটকে ছিল এত দিন। এবারের এশিয়া কাপে ৮ দল অংশ নিচ্ছে।

কয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
এশিয়া কাপের গত আসর ওয়ানডেতে হলেও এবারের সংস্করণ হবে টি-টোয়েন্টিতে। প্রথম ম্যাচে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। একদিন বিশ্রামের পর ১৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কার। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি ১৬ সেপ্টেম্বর। গ্রুপের সেরা দুইয়ে থাকলে বাংলাদেশ পাবে সুপার ফোরে খেলার সুযোগ।
অপর গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ১৪ সেপ্টেম্বর হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বরাবরের মতো এবারও এশিয়া কাপে বাড়তি ‘সুবিধা’ পাচ্ছে ভারত। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে তিন দিনের বিরতি পাচ্ছে তারা। ১০ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে আমিরাতের। ওমানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলবে ১৯ সেপ্টেম্বর। এর আগে পাচ্ছে ৪ দিনের বিরতি।
সুপার ফোর পর্ব শুরু ২০ সেপ্টেম্বর থেকে। ২৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে ফাইনাল। দুবাই ও আবুধাবিতে হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টের ম্যাচগুলো। আয়োজনস্বত্ব ভারতের।
গত বৃহস্পতিবার ঢাকায় হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় ১৩ দেশের ২৫ প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা না এলেও তাঁরা যুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি। শ্রীলঙ্কাও ভার্চুয়ালি যুক্ত হয়েছিল সভায়। সভায় অংশ নিতে ভারত-শ্রীলঙ্কাকে সভায় রাজি করানোর পেছনে বিসিবির বিশেষ অবদান রয়েছে বলে শোনা যায়।
পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ভূরাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে এশিয়া কাপের সূচি আটকে ছিল এত দিন। এবারের এশিয়া কাপে ৮ দল অংশ নিচ্ছে।

মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ পড়ার ঘটনায় সমালোচনার ঝড় যেন থামছেই না। বিষয়টি নিয়ে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে দেশের ক্রিকেটেই। যেখানে জড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন তামিম ইকবালের নাম।
৮ মিনিট আগে
ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে পড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তেজনা চলছে ক্রিকেটবিশ্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক মনে করেন, মোস্তাফিজের জায়গায় লিটন দাস কিংবা সৌম্
১ ঘণ্টা আগে
পার্থ স্করচার্সের পর সিডনি থান্ডারের বিপক্ষে উইকেটের দেখা পাননি রিশাদ হোসেন। টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে বল হাতে নিজের সেরাটাই দিলেন এই লেগস্পিনার। দুর্দান্ত বোলিংয়ে আজ ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। এমন বোলিংয়ের পর হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিসের প্রশংসা ক
২ ঘণ্টা আগে
১২৯ রানের লক্ষ্য বর্তমান টি-টোয়েন্টির বিচারে আহামরি কিছু নয়। তবে কখনো কখনো বোলাররা এতটাই দাপট দেখান যে ব্যাটারদের রান করতে রীতিমতো নাভিশ্বাস উঠে যায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচটা হয়েছে এমনই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে চট্টগ্রাম।
২ ঘণ্টা আগে