আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গত রাতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। উড়াল দেওয়ার আগে শান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছে। যদি শান্তর কথা সত্যি করে সবাইকে চমকে দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি জেতে, তাহলে ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্ট ভরে উঠবে কোটি কোটি টাকায়।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির অর্থ পুরস্কার ঘোষণা করেছে। টুর্নামেন্টের মোট অর্থ পুরস্কার ৬৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার,যা ২৭ কোটি ৬ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)।
দুই সেমিফাইনালিস্ট পাচ্ছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬ কোটি ৭৭ লাখ টাকা। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলকেও মোটা অঙ্কের টাকা পুরস্কার দেবে আইসিসি। আট দলের টুর্নামেন্টে পঞ্চম, ষষ্ঠ এই দুই দল পাচ্ছে সাড়ে ৩ লাখ ডলার করে (৪ কোটি ২৩ লাখ টাকা)। সাত ও আট নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা দল দুটির প্রত্যেকেই পাচ্ছে ১ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা।
গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ডলার, যা ৪১ লাখ ৮ হাজার টাকা। কোনো ম্যাচ না জিতলেও টাকা পয়সা নিয়ে মন খারাপের কিছু নেই। টুর্নামেন্টের আট দলই এমনিতেই ১ লাখ ২৫ হাজার ডলার করে পাচ্ছে (১ কোটি ৫১ লাখ টাকা)।
২০১৭ সালে সবশেষ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। আট বছর পর হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে আইসিসির এই ইভেন্টটি। সেবারের তুলনায় এবার ৫৩ শতাংশ বেড়েছে অর্থ পুরস্কার।
১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ মার্চ। যদি ভারত ওঠে, ফাইনাল হবে দুবাইয়ে। সেটা না হলে শিরোপা নির্ধারণী ম্যাচ লাহোরে হবে। ভারত টুর্নামেন্টে তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান-এই তিন এশিয়ানের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান পড়েছে ‘বি’ গ্রুপে।

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গত রাতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। উড়াল দেওয়ার আগে শান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছে। যদি শান্তর কথা সত্যি করে সবাইকে চমকে দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি জেতে, তাহলে ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্ট ভরে উঠবে কোটি কোটি টাকায়।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির অর্থ পুরস্কার ঘোষণা করেছে। টুর্নামেন্টের মোট অর্থ পুরস্কার ৬৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার,যা ২৭ কোটি ৬ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)।
দুই সেমিফাইনালিস্ট পাচ্ছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬ কোটি ৭৭ লাখ টাকা। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলকেও মোটা অঙ্কের টাকা পুরস্কার দেবে আইসিসি। আট দলের টুর্নামেন্টে পঞ্চম, ষষ্ঠ এই দুই দল পাচ্ছে সাড়ে ৩ লাখ ডলার করে (৪ কোটি ২৩ লাখ টাকা)। সাত ও আট নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা দল দুটির প্রত্যেকেই পাচ্ছে ১ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা।
গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ডলার, যা ৪১ লাখ ৮ হাজার টাকা। কোনো ম্যাচ না জিতলেও টাকা পয়সা নিয়ে মন খারাপের কিছু নেই। টুর্নামেন্টের আট দলই এমনিতেই ১ লাখ ২৫ হাজার ডলার করে পাচ্ছে (১ কোটি ৫১ লাখ টাকা)।
২০১৭ সালে সবশেষ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। আট বছর পর হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে আইসিসির এই ইভেন্টটি। সেবারের তুলনায় এবার ৫৩ শতাংশ বেড়েছে অর্থ পুরস্কার।
১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ মার্চ। যদি ভারত ওঠে, ফাইনাল হবে দুবাইয়ে। সেটা না হলে শিরোপা নির্ধারণী ম্যাচ লাহোরে হবে। ভারত টুর্নামেন্টে তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান-এই তিন এশিয়ানের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান পড়েছে ‘বি’ গ্রুপে।

হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের
৩ ঘণ্টা আগে
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
৪ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
৫ ঘণ্টা আগে