নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের খেলা নিয়ে কথাবার্তা হচ্ছে অনেক দিন ধরেই। হামজা চৌধুরী এরই মধ্যে বাংলাদেশের জার্সিতে খেলেছেন। সমিত সোমের শুধু বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষা। এবার আরও এক প্রবাসী ফুটবলারকে শিগগিরই জাতীয় দলের জার্সিতে খেলার কথা শোনা যাচ্ছে।
হামজা-সমিতের মতো কিউবা মিচেলও আছেন আলোচনায়। কিউবাকে বাংলাদেশে নিয়ে আসার ব্যাপারটি দেখভাল করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। সেই কাজ কত দূর এগোল, সে ব্যাপারে গতকাল আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ইমরুল বলেন, ‘কিউবা মিচেলের ব্যাপারে আমরা কাজ করছি। ওর নানা-নানি বাংলাদেশি। এ কারণে একটা লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। তাই একটু সময় লাগছে। তবে শিগগির কাগজপত্র সংগ্রহ করে বাংলাদেশের হয়ে খেলাতে পারব।’ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচের আগে কিউবাকে পাওয়া যাবে কি না—এমন প্রশ্নের উত্তরে ইমরুল বলেন, ‘আমরা আশাবাদী।’
ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলছেন কিউবা। ইংলিশ ফুটবল সিস্টেমের যুব লিগে খেলা এই মিডফিল্ডারকে ট্রায়াল দিয়ে জাতীয় দলে আসতে হতে পারে, এ রকম একটা বিষয় এসেছে। বিষয়টি নিয়ে ইমরুল আজকের পত্রিকাকে বলেন, ‘কিউবা যে মানের ফুটবলার, সে কিন্তু সরাসরি জাতীয় দলের ক্যাম্পে আসার মতো।’
বাংলাদেশি বংশোদ্ভূত হামজা খেলেন ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে। গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলার পরই ইংল্যান্ডে চলে যান হামজা। আর সমিত খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসিতে। ইমরুলের মতে তাই স্থানীয় ফুটবলারদের দিকে নজর দিতে হবে। বাফুফের সিনিয়র সহসভাপতি বলেছেন, ‘এ ক্ষেত্রে আমাদের কিছু চিন্তাভাবনার খোরাক রয়েছে। হামজা-সমিত বা এই মানের ফুটবলারদের অন্তর্ভুক্তিতে আমাদের জাতীয় দল সাময়িক কিছু সাফল্য হয়তো পাবে। তাদের কিন্তু সব সময় খেলাতেও পারব না। এখানে আমাদের যে স্থানীয় ফুটবলার রয়েছে, তাদের দিকে অধিক নজর দিতে হবে। বাফুফের সঙ্গে ক্লাবগুলোরও দায়িত্ব আছে।’
বাংলাদেশের হয়ে কিউবাকে খেলাতে খুব একটা ঝামেলায় পড়তে হবে না বাফুফেকে। কারণ এখনো ইংল্যান্ডের জাতীয় দলে খেলার সুযোগ পাননি। তবে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেতে হবে তাঁকে। একই সঙ্গে বাফুফেকে তাঁর পাসপোর্টের প্রক্রিয়া শুরু করতে হবে। কিউবার বিষয়টি দেখভাল করছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। এপ্রিলে সূত্রের মাধ্যমে জানা গিয়েছিল, বাফুফের কাছে কিউবার খেলতে চাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে তাঁর এজেন্ট। সমিত-কিউবার মতো প্রবাসীদের বাংলাদেশের জার্সিতে কবে অভিষেক হয়, সেটাই দেখার অপেক্ষা।

বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের খেলা নিয়ে কথাবার্তা হচ্ছে অনেক দিন ধরেই। হামজা চৌধুরী এরই মধ্যে বাংলাদেশের জার্সিতে খেলেছেন। সমিত সোমের শুধু বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষা। এবার আরও এক প্রবাসী ফুটবলারকে শিগগিরই জাতীয় দলের জার্সিতে খেলার কথা শোনা যাচ্ছে।
হামজা-সমিতের মতো কিউবা মিচেলও আছেন আলোচনায়। কিউবাকে বাংলাদেশে নিয়ে আসার ব্যাপারটি দেখভাল করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। সেই কাজ কত দূর এগোল, সে ব্যাপারে গতকাল আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ইমরুল বলেন, ‘কিউবা মিচেলের ব্যাপারে আমরা কাজ করছি। ওর নানা-নানি বাংলাদেশি। এ কারণে একটা লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। তাই একটু সময় লাগছে। তবে শিগগির কাগজপত্র সংগ্রহ করে বাংলাদেশের হয়ে খেলাতে পারব।’ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচের আগে কিউবাকে পাওয়া যাবে কি না—এমন প্রশ্নের উত্তরে ইমরুল বলেন, ‘আমরা আশাবাদী।’
ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলছেন কিউবা। ইংলিশ ফুটবল সিস্টেমের যুব লিগে খেলা এই মিডফিল্ডারকে ট্রায়াল দিয়ে জাতীয় দলে আসতে হতে পারে, এ রকম একটা বিষয় এসেছে। বিষয়টি নিয়ে ইমরুল আজকের পত্রিকাকে বলেন, ‘কিউবা যে মানের ফুটবলার, সে কিন্তু সরাসরি জাতীয় দলের ক্যাম্পে আসার মতো।’
বাংলাদেশি বংশোদ্ভূত হামজা খেলেন ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে। গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলার পরই ইংল্যান্ডে চলে যান হামজা। আর সমিত খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসিতে। ইমরুলের মতে তাই স্থানীয় ফুটবলারদের দিকে নজর দিতে হবে। বাফুফের সিনিয়র সহসভাপতি বলেছেন, ‘এ ক্ষেত্রে আমাদের কিছু চিন্তাভাবনার খোরাক রয়েছে। হামজা-সমিত বা এই মানের ফুটবলারদের অন্তর্ভুক্তিতে আমাদের জাতীয় দল সাময়িক কিছু সাফল্য হয়তো পাবে। তাদের কিন্তু সব সময় খেলাতেও পারব না। এখানে আমাদের যে স্থানীয় ফুটবলার রয়েছে, তাদের দিকে অধিক নজর দিতে হবে। বাফুফের সঙ্গে ক্লাবগুলোরও দায়িত্ব আছে।’
বাংলাদেশের হয়ে কিউবাকে খেলাতে খুব একটা ঝামেলায় পড়তে হবে না বাফুফেকে। কারণ এখনো ইংল্যান্ডের জাতীয় দলে খেলার সুযোগ পাননি। তবে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেতে হবে তাঁকে। একই সঙ্গে বাফুফেকে তাঁর পাসপোর্টের প্রক্রিয়া শুরু করতে হবে। কিউবার বিষয়টি দেখভাল করছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। এপ্রিলে সূত্রের মাধ্যমে জানা গিয়েছিল, বাফুফের কাছে কিউবার খেলতে চাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে তাঁর এজেন্ট। সমিত-কিউবার মতো প্রবাসীদের বাংলাদেশের জার্সিতে কবে অভিষেক হয়, সেটাই দেখার অপেক্ষা।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে