ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হয়েছে ছয় মাসেরও বেশি সময় আগে। তাঁর জায়গায় বাংলাদেশের প্রধান কোচের চেয়ারে বসেছেন ফিল সিমন্স। বাংলাদেশ দল যখন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলতে ব্যস্ত, তখনই বোমা ফাটালেন হাথুরুসিংহে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে ফারুক আহমেদ নিযুক্ত হয়েছেন গত বছরের আগস্টে। তিনি যখন বোর্ড প্রধান হয়েছেন, হাথুরুসিংহের অধীনে তখন বাংলাদেশ দল ব্যস্ত পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে। এরপর অক্টোবরে হাথুরুর বিরুদ্ধে একগাদা অভিযোগ এনে চাকরিচ্যুত করেন ফারুক। যার মধ্যে একটি ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ। স্বয়ং হাথুরু সেই অভিযোগ অস্বীকার করেছেন।অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘কোড স্পোর্ট’কে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক কোচ বলেন, ‘কোনো ক্রিকেটারের সঙ্গে কখনোই ঝগড়া করিনি। আবেগও দেখাইনি ক্রিকেটরদের প্রতি। হতাশা থেকে হয়তো ডাস্টবিন ছুঁড়ে ফেলেছি। এমনটা যেকোনো কোচের সঙ্গেই হয়ে থাকে। কিন্তু যেটা হয়েছে, তার থেকে এটা পুরোপুরি ভিন্ন। আমার ওপর বাড়তি চাপ তৈরি করেছে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নাসুমকে চড় হাথুরু মেরেছিলেন কি না, সেটা নিয়ে একটি মূল্যায়ন কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। প্রতিবেদন বিশ্লেষণ করে ফারুক যতবারই চড় মারার অভিযোগ এনেছেন, হাথুরু বারবারই অস্বীকার করেছেন। শেষ পর্যন্ত অসদাচরণের অভিযোগে চুক্তির মেয়াদ ফুরানোর পাঁচ মাস আগেই হাথুরুসিংহেকে বরখাস্ত করে বিসিবি। চাকরিচ্যুত হওয়ার পর হাথুরু অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে চলে যান। বরখাস্ত কাণ্ডের ছয় মাস পর তিনি বিসিবিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। বাংলাদেশের সাবেক কোচ বলেন, ‘জানি না অক্টোবর থেকে এখন পর্যন্ত কত সুযোগ হারিয়েছি। শুধুই আমার চুক্তি বাতিলের চেষ্টা করেছে তারা। নতুন সভাপতির পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত ছিল এটা। তারা আমার বিরুদ্ধে একগাদা অভিযোগ এনে ক্যারিয়ার ধ্বংস করেছে। নিজের পক্ষে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।’
নাসুম-হাথুরুর সেই ঘটনা মূলত চেন্নাইয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময়। সে সময় বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন তৎকালীন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। হাথুরুর সেই ঘটনা নিয়ে হেরাথ বলেন, ‘স্পষ্টই বলতে পারি যে এমন (নাসুমকে চড় মারা) কিছুই ঘটেনি। বিশ্বকাপ চলার সময় তাঁর আশেপাশে অনেক ক্যামেরা ছিল। মানুষ চাইলেই তো বলতে পারে কিছু একটা ঘটেছে। কিন্তু প্রমাণ লাগবে তো। জোর দিয়ে বলছি যে এরকম কিছুই ঘটেনি। কারণ, সেখানে আমি ছিলাম। চড় মারা সম্পূর্ণ আলাদা ব্যাপার।’
হাথুরু দুই দফায় বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশ ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল হাথুরুর অধীনে। এরপর ২০২৩ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দলটির প্রধান কোচ হয়ে ফিরেছিলেন তিনি। এবার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হলেও সেসময় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় মেয়াদে আসার পরপরই বাংলাদেশ ঘরের মাঠে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছিল। আর গত বছরের আগস্টে পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হারানোর মতো ইতিহাস গড়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হয়েছে ছয় মাসেরও বেশি সময় আগে। তাঁর জায়গায় বাংলাদেশের প্রধান কোচের চেয়ারে বসেছেন ফিল সিমন্স। বাংলাদেশ দল যখন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলতে ব্যস্ত, তখনই বোমা ফাটালেন হাথুরুসিংহে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে ফারুক আহমেদ নিযুক্ত হয়েছেন গত বছরের আগস্টে। তিনি যখন বোর্ড প্রধান হয়েছেন, হাথুরুসিংহের অধীনে তখন বাংলাদেশ দল ব্যস্ত পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে। এরপর অক্টোবরে হাথুরুর বিরুদ্ধে একগাদা অভিযোগ এনে চাকরিচ্যুত করেন ফারুক। যার মধ্যে একটি ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ। স্বয়ং হাথুরু সেই অভিযোগ অস্বীকার করেছেন।অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘কোড স্পোর্ট’কে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক কোচ বলেন, ‘কোনো ক্রিকেটারের সঙ্গে কখনোই ঝগড়া করিনি। আবেগও দেখাইনি ক্রিকেটরদের প্রতি। হতাশা থেকে হয়তো ডাস্টবিন ছুঁড়ে ফেলেছি। এমনটা যেকোনো কোচের সঙ্গেই হয়ে থাকে। কিন্তু যেটা হয়েছে, তার থেকে এটা পুরোপুরি ভিন্ন। আমার ওপর বাড়তি চাপ তৈরি করেছে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নাসুমকে চড় হাথুরু মেরেছিলেন কি না, সেটা নিয়ে একটি মূল্যায়ন কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। প্রতিবেদন বিশ্লেষণ করে ফারুক যতবারই চড় মারার অভিযোগ এনেছেন, হাথুরু বারবারই অস্বীকার করেছেন। শেষ পর্যন্ত অসদাচরণের অভিযোগে চুক্তির মেয়াদ ফুরানোর পাঁচ মাস আগেই হাথুরুসিংহেকে বরখাস্ত করে বিসিবি। চাকরিচ্যুত হওয়ার পর হাথুরু অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে চলে যান। বরখাস্ত কাণ্ডের ছয় মাস পর তিনি বিসিবিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। বাংলাদেশের সাবেক কোচ বলেন, ‘জানি না অক্টোবর থেকে এখন পর্যন্ত কত সুযোগ হারিয়েছি। শুধুই আমার চুক্তি বাতিলের চেষ্টা করেছে তারা। নতুন সভাপতির পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত ছিল এটা। তারা আমার বিরুদ্ধে একগাদা অভিযোগ এনে ক্যারিয়ার ধ্বংস করেছে। নিজের পক্ষে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।’
নাসুম-হাথুরুর সেই ঘটনা মূলত চেন্নাইয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময়। সে সময় বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন তৎকালীন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। হাথুরুর সেই ঘটনা নিয়ে হেরাথ বলেন, ‘স্পষ্টই বলতে পারি যে এমন (নাসুমকে চড় মারা) কিছুই ঘটেনি। বিশ্বকাপ চলার সময় তাঁর আশেপাশে অনেক ক্যামেরা ছিল। মানুষ চাইলেই তো বলতে পারে কিছু একটা ঘটেছে। কিন্তু প্রমাণ লাগবে তো। জোর দিয়ে বলছি যে এরকম কিছুই ঘটেনি। কারণ, সেখানে আমি ছিলাম। চড় মারা সম্পূর্ণ আলাদা ব্যাপার।’
হাথুরু দুই দফায় বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশ ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল হাথুরুর অধীনে। এরপর ২০২৩ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দলটির প্রধান কোচ হয়ে ফিরেছিলেন তিনি। এবার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হলেও সেসময় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় মেয়াদে আসার পরপরই বাংলাদেশ ঘরের মাঠে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছিল। আর গত বছরের আগস্টে পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হারানোর মতো ইতিহাস গড়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৪ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৫ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৬ ঘণ্টা আগে