আজকের পত্রিকা ডেস্ক

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন হিসেবে এনামুল হক বিজয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। বিজয় সেটিকে ভুল সংবাদ দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী যুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের মাধ্যমে ওই চ্যানেল এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। আজ বিজয় নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজয় জানিয়েছেন, ফিক্সিংয়ের অভিযোগের পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে তাঁর পরিবার। ভিডিও বার্তায় চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলা এই ক্রিকেটার বলেন, ‘গত চার দিনে আমার এবং আমার পরিবারের ওপর দিয়ে যে মানসিক চাপ ও যন্ত্রণা গেছে, তা কেবল আমি আর আমার পরিবার জানি। পরিস্থিতি এতটাই অসহনীয় ছিল, বিস্তারিত কিছু বলার মতো অবস্থায়ও ছিলাম না। তবে বিসিবি, আমাদের অভিভাবক হিসেবে, এই বিষয়ে ইতিমধ্যে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে। তাদের এই পদক্ষেপ আমাকে কথা বলার সাহস জুগিয়েছে। তাই আজ আমি এই বিষয়ে মুখ খুলতে চাই।’
মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে উল্লেখ করে বিজয় বলেন, ‘শেষ চার দিনে বিভিন্ন মাধ্যমে যে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে, তা কোনো ক্রিকেটারের জন্যই কাম্য নয়। যারা এই সংবাদ তৈরি করেছেন, যারা এ নিয়ে মজা নিচ্ছেন, কিংবা যেভাবে সংবাদটিকে প্রমোট করেছেন, তাদের সকলের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিচ্ছি। আমি উকিল নোটিশ পাঠিয়েছি এবং আশা করছি, সংশ্লিষ্ট সবাই দুই-এক দিনের মধ্যেই তা পেয়ে যাবেন।’
বিজয় বললেন ভবিষ্যতে কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমনটা না হয়, ‘আমার ওপর দিয়ে যা গেছে, তা যেন ভবিষ্যতে আর কোনো ক্রিকেটারের ওপর দিয়ে না যায়। আগেও দেখেছি, অনেক সময় কোনো ক্রিকেটারের সঙ্গে কথা না বলেই তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রচার করা হয়েছে। এটি কেবল ক্রিকেটারের জন্য নয়, তার পরিবারের জন্যও অত্যন্ত কষ্টদায়ক। যারা এ ধরনের মিথ্যা তথ্য প্রকাশ করে সংবাদ পরিবেশন করেন, তারা কখনোই দেশের ক্রিকেটের মঙ্গল চান না। আমি আপনাদের অনুরোধ করব, এ ধরনের ভিত্তিহীন ও অসত্য সংবাদ প্রচার থেকে বিরত থাকুন। এটি অন্যায় এবং ক্রিকেটের জন্য মারাত্মক ক্ষতিকর।’
ভিডিও বার্তার শেষাংশে বিজয় তাঁর পাশে থাকা শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই কঠিন সময়ে যারা আমাকে এবং আমার পরিবারকে সাহস জুগিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা পাশে না থাকলে পরিস্থিতি সামলানো আরও কঠিন হতো।’

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন হিসেবে এনামুল হক বিজয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। বিজয় সেটিকে ভুল সংবাদ দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী যুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের মাধ্যমে ওই চ্যানেল এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। আজ বিজয় নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজয় জানিয়েছেন, ফিক্সিংয়ের অভিযোগের পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে তাঁর পরিবার। ভিডিও বার্তায় চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলা এই ক্রিকেটার বলেন, ‘গত চার দিনে আমার এবং আমার পরিবারের ওপর দিয়ে যে মানসিক চাপ ও যন্ত্রণা গেছে, তা কেবল আমি আর আমার পরিবার জানি। পরিস্থিতি এতটাই অসহনীয় ছিল, বিস্তারিত কিছু বলার মতো অবস্থায়ও ছিলাম না। তবে বিসিবি, আমাদের অভিভাবক হিসেবে, এই বিষয়ে ইতিমধ্যে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে। তাদের এই পদক্ষেপ আমাকে কথা বলার সাহস জুগিয়েছে। তাই আজ আমি এই বিষয়ে মুখ খুলতে চাই।’
মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে উল্লেখ করে বিজয় বলেন, ‘শেষ চার দিনে বিভিন্ন মাধ্যমে যে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে, তা কোনো ক্রিকেটারের জন্যই কাম্য নয়। যারা এই সংবাদ তৈরি করেছেন, যারা এ নিয়ে মজা নিচ্ছেন, কিংবা যেভাবে সংবাদটিকে প্রমোট করেছেন, তাদের সকলের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিচ্ছি। আমি উকিল নোটিশ পাঠিয়েছি এবং আশা করছি, সংশ্লিষ্ট সবাই দুই-এক দিনের মধ্যেই তা পেয়ে যাবেন।’
বিজয় বললেন ভবিষ্যতে কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমনটা না হয়, ‘আমার ওপর দিয়ে যা গেছে, তা যেন ভবিষ্যতে আর কোনো ক্রিকেটারের ওপর দিয়ে না যায়। আগেও দেখেছি, অনেক সময় কোনো ক্রিকেটারের সঙ্গে কথা না বলেই তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রচার করা হয়েছে। এটি কেবল ক্রিকেটারের জন্য নয়, তার পরিবারের জন্যও অত্যন্ত কষ্টদায়ক। যারা এ ধরনের মিথ্যা তথ্য প্রকাশ করে সংবাদ পরিবেশন করেন, তারা কখনোই দেশের ক্রিকেটের মঙ্গল চান না। আমি আপনাদের অনুরোধ করব, এ ধরনের ভিত্তিহীন ও অসত্য সংবাদ প্রচার থেকে বিরত থাকুন। এটি অন্যায় এবং ক্রিকেটের জন্য মারাত্মক ক্ষতিকর।’
ভিডিও বার্তার শেষাংশে বিজয় তাঁর পাশে থাকা শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই কঠিন সময়ে যারা আমাকে এবং আমার পরিবারকে সাহস জুগিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা পাশে না থাকলে পরিস্থিতি সামলানো আরও কঠিন হতো।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
৩ ঘণ্টা আগে