নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে উন্মাদনা শুরু হয়েছে কদিন আগে থেকেই। ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে চলে আসছেন হাজার-হাজার ভক্ত-সমর্থক। কিন্তু চাইলেই তো সবাই স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন না।
বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। তবে এই ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ না থাকলেও ভক্ত-সমর্থকদের হতাশ হওয়ার সুযোগ নেই। ম্যাচের অফিশিয়াল সম্প্রচারক টি স্পোর্টস জানিয়েছে, দেশের আট জায়গায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে। সেই আট স্থান হচ্ছে ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, বরিশালের বেলস পার্ক, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, সিলেটের জিরো পয়েন্ট, রাজশাহীর নানকিং বাজার ও খুলনার শিববাড়ি মোড়।
ঢাকার রূপনগর-পল্লবী এলাকায় ১২ স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি বলেন, ‘ঢাকা-১৬ আসনের (রূপনগর ও পল্লবী থানা) ১২ স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে। সেই জায়গাগুলো হচ্ছে: ঘরোয়া মোড়, দুয়ারিপাড়া মোড়, দোরেন মোড়, ট-ব্লক মোড়, পার্ক কলোনি মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্বর (ধানসিঁড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ (ই ব্লক মোড়), লালমাটিয়া স্ট্যান্ড (বাউনিয়াবাদ, মিরপুর-১১ মোড়), আলুবদি পুরাতন স্ট্যান্ড-আমতলা ও বায়তুল আমান জামে মসজিদ মোড় (১১/সি, পল্লবী)।’
সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে বাংলাদেশ ফুটবল দল নিজেদের ঝালিয়ে নিয়েছে দারুণভাবে। ৪ জুন জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জেতে বাংলাদেশ। ৬ ও ৪৯ মিনিটে হামজা ও সোহেল রানা গোল করেন। যেখানে জামালের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন হামজা। গোলের পর হামজার উচ্ছ্বাস ছিল দেখার মতো। আর সোহেল দূরপাল্লার শটে চোখধাঁধানো এক গোল করেন।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। প্রত্যেকেরই পয়েন্ট ১। চার দলের কেউই কোনো গোল দিতে পারেনি টুর্নামেন্টে। বাংলাদেশ অবস্থান করছে পয়েন্ট তালিকার শীর্ষে। দুই, তিন ও চারে অবস্থান করছে হংকং, ভারত ও সিঙ্গাপুর। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রত্যেক গ্রুপ থেকে এক নম্বর দলই উঠবে মূলপর্বে।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে উন্মাদনা শুরু হয়েছে কদিন আগে থেকেই। ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে চলে আসছেন হাজার-হাজার ভক্ত-সমর্থক। কিন্তু চাইলেই তো সবাই স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন না।
বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। তবে এই ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ না থাকলেও ভক্ত-সমর্থকদের হতাশ হওয়ার সুযোগ নেই। ম্যাচের অফিশিয়াল সম্প্রচারক টি স্পোর্টস জানিয়েছে, দেশের আট জায়গায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে। সেই আট স্থান হচ্ছে ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, বরিশালের বেলস পার্ক, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, সিলেটের জিরো পয়েন্ট, রাজশাহীর নানকিং বাজার ও খুলনার শিববাড়ি মোড়।
ঢাকার রূপনগর-পল্লবী এলাকায় ১২ স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি বলেন, ‘ঢাকা-১৬ আসনের (রূপনগর ও পল্লবী থানা) ১২ স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে। সেই জায়গাগুলো হচ্ছে: ঘরোয়া মোড়, দুয়ারিপাড়া মোড়, দোরেন মোড়, ট-ব্লক মোড়, পার্ক কলোনি মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্বর (ধানসিঁড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ (ই ব্লক মোড়), লালমাটিয়া স্ট্যান্ড (বাউনিয়াবাদ, মিরপুর-১১ মোড়), আলুবদি পুরাতন স্ট্যান্ড-আমতলা ও বায়তুল আমান জামে মসজিদ মোড় (১১/সি, পল্লবী)।’
সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে বাংলাদেশ ফুটবল দল নিজেদের ঝালিয়ে নিয়েছে দারুণভাবে। ৪ জুন জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জেতে বাংলাদেশ। ৬ ও ৪৯ মিনিটে হামজা ও সোহেল রানা গোল করেন। যেখানে জামালের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন হামজা। গোলের পর হামজার উচ্ছ্বাস ছিল দেখার মতো। আর সোহেল দূরপাল্লার শটে চোখধাঁধানো এক গোল করেন।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। প্রত্যেকেরই পয়েন্ট ১। চার দলের কেউই কোনো গোল দিতে পারেনি টুর্নামেন্টে। বাংলাদেশ অবস্থান করছে পয়েন্ট তালিকার শীর্ষে। দুই, তিন ও চারে অবস্থান করছে হংকং, ভারত ও সিঙ্গাপুর। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রত্যেক গ্রুপ থেকে এক নম্বর দলই উঠবে মূলপর্বে।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৬ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১০ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১০ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১১ ঘণ্টা আগে