নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হামজা চৌধুরী আগমনের পর থেকেই আলোচনায় বাংলাদেশের মাঝমাঠ। শমিত শোম যোগ হওয়ায় যা বাড়তি মাত্রা দিয়ে। যদিও বাংলাদেশের জার্সিতে এখনো অভিষেক হয়নি শমিতের। তবে ভুটানের বিপক্ষে ম্যাচটি পরশু জাতীয় স্টেডিয়ামে বসেই দেখেছেন তিনি। দলের সবকিছু তাঁর ভালো লাগলেও আলাদাভাবে নজর কেড়েছে মিডফিল্ডে হামজা, জামাল ভূঁইয়া ও সোহেল রানার রসায়ন।
একদিন বিরতি দিয়ে আজ ফের অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। লক্ষ্য এবার ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরকে হারানো। জাতীয় দলের সঙ্গে আজই প্রথম অনুশীলন করেছেন শমিত। মুখিয়ে আছেন খেলতে।
সংবাদমাধ্যমে শমিত বলেন, ‘আমি খেলার জন্য উৎসাহী। এতো সমর্থক সমর্থন করায় ও দল ভালো খেলায় গর্ব হচ্ছে। আশা করি, সিঙ্গাপুরের বিপক্ষেও একইভাবে ভালো খেলতে পারব।’
দলের বন্ডিং অনেক ভালো দেখছেন শমিত। তবে প্রস্তুত থাকতে বললেন সিঙ্গাপুর ম্যাচের জন্য। ২৭ বছর বয়সী কানাডাপ্রবাসী এই মিডফিল্ডার বলেন, ‘দল অনেক দিক থেকে শক্তিশালী। সব জায়গায় ভারসাম্য আছে। সব জায়গাতেই উন্নতি করতে পারে। তবে আমার মিডফিল্ডটা ভালো লেগেছে গত খেলায়। হামজা, সোহেল, জামাল খুব ভালো খেলেছে। তাই এটা বড় শক্তির জায়গা। তারপর সুযোগ তো আমরা অনেক তৈরি করেছি। গোল আসবে। রক্ষণভাগ খুব ভালো করেছে, ভুটানকে আমরা কোনো সুযোগ দিইনি। মোটামুটি সবাই শক্তিশালী আছে। তবে তৈরি থাকতে হবে, কারণ সিঙ্গাপুর ম্যাচটা একটু কঠিন হবে।’
ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয়ে আদর্শ প্রস্তুতি হয়েছে বলে মনে করেন শমিত, ‘হামজার গোল খুব ভালো ছিল, কর্নার কিক থেকে দারুণ ছিল। যেটা জামাল অ্যাসিস্ট করেছে। সেটা ছাড়াও অনেক সুযোগ ছিল। সোহেল খুব সুন্দর গোল দিয়েছে। ফাহামিদুল তো অনেক তরুণ, তবে সে খুব ভালো পারফরম্যান্স দিয়েছে। দিনশেষে সিঙ্গাপুর ম্যাচের জন্য এটা খুব ভালো প্রস্তুতি ছিল।’
আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে শমিতকে সময় দিতে চান কোচ হাভিয়ের কাবরেরা। যদিও শমিত বলছেন খুব একটা অসুবিধা হচ্ছে না তাঁর, গরমও বেশি লাগছে না। সিঙ্গাপুরে ম্যাচে তাঁকে কী করতে হবে তা ইতোমধ্যেই জানিয়েছেন কাবরেরা।
শমিত বলেন, ‘কোচ আমাকে বিস্তারিত অনেক কিছুই জানাচ্ছে, আমার ধরনটা কী রকম ও ভূমিকা কী হবে। তিন-চার দিন যেহেতু সময় আছে প্রস্তুতি নেওয়ার, তাই সেগুলো ঠিকঠাকভাবে বুঝতে হবে। ম্যাচ পর্যালোচনা করছি, বিশ্লেষণ করছি কীভাবে দলকে সহায়তা করতে পারব।’
সিঙ্গাপুর দলে ত্রাসের নাম ইখসান ফান্দি। গতকাল মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। তাঁকে নিয়ে শমিত বলেন, ‘ইখসান ফান্দিকে নিয়ে পরিকল্পনা হচ্ছে। সে তো তাদের বড় অস্ত্র, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের বিপক্ষে সে কী করতে পারে। কীভাবে তাদের চাপে ফেলতে পারি, সেটা ভিডিও অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কৌশলগতভাবে কাজ করছি।’

হামজা চৌধুরী আগমনের পর থেকেই আলোচনায় বাংলাদেশের মাঝমাঠ। শমিত শোম যোগ হওয়ায় যা বাড়তি মাত্রা দিয়ে। যদিও বাংলাদেশের জার্সিতে এখনো অভিষেক হয়নি শমিতের। তবে ভুটানের বিপক্ষে ম্যাচটি পরশু জাতীয় স্টেডিয়ামে বসেই দেখেছেন তিনি। দলের সবকিছু তাঁর ভালো লাগলেও আলাদাভাবে নজর কেড়েছে মিডফিল্ডে হামজা, জামাল ভূঁইয়া ও সোহেল রানার রসায়ন।
একদিন বিরতি দিয়ে আজ ফের অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। লক্ষ্য এবার ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরকে হারানো। জাতীয় দলের সঙ্গে আজই প্রথম অনুশীলন করেছেন শমিত। মুখিয়ে আছেন খেলতে।
সংবাদমাধ্যমে শমিত বলেন, ‘আমি খেলার জন্য উৎসাহী। এতো সমর্থক সমর্থন করায় ও দল ভালো খেলায় গর্ব হচ্ছে। আশা করি, সিঙ্গাপুরের বিপক্ষেও একইভাবে ভালো খেলতে পারব।’
দলের বন্ডিং অনেক ভালো দেখছেন শমিত। তবে প্রস্তুত থাকতে বললেন সিঙ্গাপুর ম্যাচের জন্য। ২৭ বছর বয়সী কানাডাপ্রবাসী এই মিডফিল্ডার বলেন, ‘দল অনেক দিক থেকে শক্তিশালী। সব জায়গায় ভারসাম্য আছে। সব জায়গাতেই উন্নতি করতে পারে। তবে আমার মিডফিল্ডটা ভালো লেগেছে গত খেলায়। হামজা, সোহেল, জামাল খুব ভালো খেলেছে। তাই এটা বড় শক্তির জায়গা। তারপর সুযোগ তো আমরা অনেক তৈরি করেছি। গোল আসবে। রক্ষণভাগ খুব ভালো করেছে, ভুটানকে আমরা কোনো সুযোগ দিইনি। মোটামুটি সবাই শক্তিশালী আছে। তবে তৈরি থাকতে হবে, কারণ সিঙ্গাপুর ম্যাচটা একটু কঠিন হবে।’
ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয়ে আদর্শ প্রস্তুতি হয়েছে বলে মনে করেন শমিত, ‘হামজার গোল খুব ভালো ছিল, কর্নার কিক থেকে দারুণ ছিল। যেটা জামাল অ্যাসিস্ট করেছে। সেটা ছাড়াও অনেক সুযোগ ছিল। সোহেল খুব সুন্দর গোল দিয়েছে। ফাহামিদুল তো অনেক তরুণ, তবে সে খুব ভালো পারফরম্যান্স দিয়েছে। দিনশেষে সিঙ্গাপুর ম্যাচের জন্য এটা খুব ভালো প্রস্তুতি ছিল।’
আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে শমিতকে সময় দিতে চান কোচ হাভিয়ের কাবরেরা। যদিও শমিত বলছেন খুব একটা অসুবিধা হচ্ছে না তাঁর, গরমও বেশি লাগছে না। সিঙ্গাপুরে ম্যাচে তাঁকে কী করতে হবে তা ইতোমধ্যেই জানিয়েছেন কাবরেরা।
শমিত বলেন, ‘কোচ আমাকে বিস্তারিত অনেক কিছুই জানাচ্ছে, আমার ধরনটা কী রকম ও ভূমিকা কী হবে। তিন-চার দিন যেহেতু সময় আছে প্রস্তুতি নেওয়ার, তাই সেগুলো ঠিকঠাকভাবে বুঝতে হবে। ম্যাচ পর্যালোচনা করছি, বিশ্লেষণ করছি কীভাবে দলকে সহায়তা করতে পারব।’
সিঙ্গাপুর দলে ত্রাসের নাম ইখসান ফান্দি। গতকাল মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। তাঁকে নিয়ে শমিত বলেন, ‘ইখসান ফান্দিকে নিয়ে পরিকল্পনা হচ্ছে। সে তো তাদের বড় অস্ত্র, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের বিপক্ষে সে কী করতে পারে। কীভাবে তাদের চাপে ফেলতে পারি, সেটা ভিডিও অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কৌশলগতভাবে কাজ করছি।’

লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন, এই প্রশ্ন এখন সবার মনে। বিষয়টি নিয়ে আগেও একাধিকবার কথা বলতে দেখা গেছে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিকে। এলএমটেনকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছিলেন তিনি। আরও একবার একই কথা শোনা গেল বিশ্বকাপ জয়ী কোচের কণ্ঠে।
৯ মিনিট আগে
ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এ সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা, আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
১ ঘণ্টা আগে
সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দলকে ‘ড্যাডস আর্মি’ বলে কটাক্ষ করেছিল ইংলিশ মিডিয়া ও ইংল্যান্ডের সমর্থকেরা। শেষ পর্যন্ত ‘ড্যাড’দের অভিজ্ঞতারই জয় হয়েছে মাত্রই শেষ হওয়া অ্যাশেজে।
১ ঘণ্টা আগে
টানা হারের বৃত্তে আটকে থাকা নোয়াখালী এক্সপ্রেস নিজেদের প্রথম জয় পেয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল নবাগত ফ্র্যাঞ্চাইজিটির কাছে ৯ রানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। এই হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রংপুরের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।
২ ঘণ্টা আগে