ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতে গিয়েছিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে আজ নিউজিল্যান্ড-পাকিস্তান পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি হয়ে ওঠে শুধুই নিয়মরক্ষার। আনুষ্ঠানিকতার ম্যাচে নিউজিল্যান্ড তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। দুর্দান্ত জয়ের পথে কিউইরা গড়ল নতুন এক রেকর্ড।
টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভার) নিউজিল্যান্ডের সর্বোচ্চ স্কোর অক্ষত ছিল সাত বছর ধরে। ২০১৮ সালে মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ড করেছিল ২ উইকেটে ৮৬ রান। ওয়েলিংটনে আজ সেই পুরোনো রেকর্ডটাই ভাঙল নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান করে টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভারে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল কিউইরা। রেকর্ড গড়ার পর কিউইদের ম্যাচ শেষ করতে লেগেছে ৬০ বল। ৮ উইকেটের জয়ে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিল নিউজিল্যান্ড। সবচেয়ে বেশি বল হাতে রেখে টি-টোয়েন্টিতে পাকিস্তানের এটাই সবচেয়ে বড় হার।
১২৯ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই মারমুখী খেলতে থাকে নিউজিল্যান্ড। মোহাম্মদ আলী, হারিস রউফ, জাহানদাদ খান—পাকিস্তানের যে বোলারই এসেছেন, পিটুনি খেয়েছেন। সবচেয়ে বেশি ঝড় বয়ে যায় জাহানদাদের ওপরে। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে ২৫ রান খরচ করেছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। সাইফার্ট একাই পুরো ২৫ রান করেছেন। নিউজিল্যান্ডের এই ওপেনার তিন ছক্কা ও এক চার মেরেছেন।
নিউজিল্যান্ডের বিস্ফোরক ৯৩ রানের জুটি ভেঙেছেন সুফিয়ান মুকিম। সপ্তম ওভারের দ্বিতীয় বলে অ্যালেনকে বোল্ড করেন মুকিম। ১২ বলে ৫ চার ও ১ ছক্কায় ২৭ রান করেন অ্যালেন। এক ওভার বিরতিতে এসে মার্ক চ্যাপম্যানকে স্টাম্পিং করেন মুকিম। তাতে ৮.২ ওভারে ২ উইকেটে ১০৩ রানে পরিণত হলেও কিউইদের জিততে বেগ পেতে হয়নি। তুলির শেষ আঁচড়টা সাইফার্ট দিয়েছেন শাদাব খানকে তিন ছক্কা মেরে। ৩৮ বলে ৬ চার ও ১০ ছক্কায় ৯৭ রান করে অপরাজিত ছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তাঁর সর্বোচ্চ স্কোর।
পঞ্চম টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়েছেন জিমি নিশাম। ৪ ওভারে ২২ রানে নিয়েছিলেন ৫ উইকেট। আর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ২৪৯ রান করে সিরিজসেরা হয়েছেন সাইফার্ট। গড় ৬২.২৫ ও স্ট্রাইকরেট ২০৭.৫০।
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তানের স্কোর হয়ে যায় ১০.২ ওভারে ৫ উইকেটে ৫২ রান। ষষ্ঠ উইকেটে শাদাব খানের সঙ্গে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা গড়েন ৩৫ বলে ৫৪ রানের জুটি। এই জুটি ভাঙার পর খেই হারিয়ে ফেলে পাকিস্তান। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে করেছে ১২৮ রান। ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেন সালমান। পাকিস্তান অধিনায়ক ৩৯ বলের ইনিংসে মেরেছেন ৬ চার ও ১ ছক্কা।

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতে গিয়েছিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে আজ নিউজিল্যান্ড-পাকিস্তান পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি হয়ে ওঠে শুধুই নিয়মরক্ষার। আনুষ্ঠানিকতার ম্যাচে নিউজিল্যান্ড তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। দুর্দান্ত জয়ের পথে কিউইরা গড়ল নতুন এক রেকর্ড।
টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভার) নিউজিল্যান্ডের সর্বোচ্চ স্কোর অক্ষত ছিল সাত বছর ধরে। ২০১৮ সালে মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ড করেছিল ২ উইকেটে ৮৬ রান। ওয়েলিংটনে আজ সেই পুরোনো রেকর্ডটাই ভাঙল নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান করে টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভারে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল কিউইরা। রেকর্ড গড়ার পর কিউইদের ম্যাচ শেষ করতে লেগেছে ৬০ বল। ৮ উইকেটের জয়ে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিল নিউজিল্যান্ড। সবচেয়ে বেশি বল হাতে রেখে টি-টোয়েন্টিতে পাকিস্তানের এটাই সবচেয়ে বড় হার।
১২৯ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই মারমুখী খেলতে থাকে নিউজিল্যান্ড। মোহাম্মদ আলী, হারিস রউফ, জাহানদাদ খান—পাকিস্তানের যে বোলারই এসেছেন, পিটুনি খেয়েছেন। সবচেয়ে বেশি ঝড় বয়ে যায় জাহানদাদের ওপরে। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে ২৫ রান খরচ করেছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। সাইফার্ট একাই পুরো ২৫ রান করেছেন। নিউজিল্যান্ডের এই ওপেনার তিন ছক্কা ও এক চার মেরেছেন।
নিউজিল্যান্ডের বিস্ফোরক ৯৩ রানের জুটি ভেঙেছেন সুফিয়ান মুকিম। সপ্তম ওভারের দ্বিতীয় বলে অ্যালেনকে বোল্ড করেন মুকিম। ১২ বলে ৫ চার ও ১ ছক্কায় ২৭ রান করেন অ্যালেন। এক ওভার বিরতিতে এসে মার্ক চ্যাপম্যানকে স্টাম্পিং করেন মুকিম। তাতে ৮.২ ওভারে ২ উইকেটে ১০৩ রানে পরিণত হলেও কিউইদের জিততে বেগ পেতে হয়নি। তুলির শেষ আঁচড়টা সাইফার্ট দিয়েছেন শাদাব খানকে তিন ছক্কা মেরে। ৩৮ বলে ৬ চার ও ১০ ছক্কায় ৯৭ রান করে অপরাজিত ছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তাঁর সর্বোচ্চ স্কোর।
পঞ্চম টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়েছেন জিমি নিশাম। ৪ ওভারে ২২ রানে নিয়েছিলেন ৫ উইকেট। আর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ২৪৯ রান করে সিরিজসেরা হয়েছেন সাইফার্ট। গড় ৬২.২৫ ও স্ট্রাইকরেট ২০৭.৫০।
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তানের স্কোর হয়ে যায় ১০.২ ওভারে ৫ উইকেটে ৫২ রান। ষষ্ঠ উইকেটে শাদাব খানের সঙ্গে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা গড়েন ৩৫ বলে ৫৪ রানের জুটি। এই জুটি ভাঙার পর খেই হারিয়ে ফেলে পাকিস্তান। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে করেছে ১২৮ রান। ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেন সালমান। পাকিস্তান অধিনায়ক ৩৯ বলের ইনিংসে মেরেছেন ৬ চার ও ১ ছক্কা।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে