বিজ্ঞান প্রতিবেদক, ঢাকা

সৌরজগতের অন্যগ্রহে পানির অস্তিত্ব আছে কীনা এ বিষয়ে বেশ সক্রিয় গবেষণা হচ্ছে। বিশ্বব্যাপী বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে কাজ করছেন। সম্প্রতি ফ্রান্স আর জার্মানির বিজ্ঞানীরা প্লুটোর চাঁদে পানির অস্তিত্ব নিয়ে গবেষণা করেছেন। প্যারিস বিশ্ববিদ্যালয় এবং বার্লিন বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞানীরা দীর্ঘ পাঁচ বছর ধরে এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন।
এর আগে সৌরজগতের অন্য গ্রহ আর চাঁদসমূহে কীভাবে পানি বিস্তৃত থাকতে পারে সে বিষয়ে গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছিলেন জাপানের বিজ্ঞানীরা। ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এই গবেষণা সৌরজগতের গ্রহগুলো আর চাঁদগুলো সম্পর্কে মানুষের ধারণা আরও স্বচ্ছ করে। প্রফেসর হিদেকি তানাকা এই গবেষণা কার্যক্রমে নেতৃত্ব দেন। তাদের এই গবেষণা দ্য প্লানেটারি সায়েন্স জার্নালে প্রকাশিত হয়। প্রফেসর হিদেকি তানাকা দীর্ঘদিন ধরে পৃথিবীর বাইরে গ্রহ আর চাঁদসমূহে পানির অস্তিত্ব নিয়ে কাজ করছেন। প্লুটো গ্রহের চাঁদেও পরিবেশ নিয়ে রয়েছে তার অনবদ্য কাজ।
চাঁদ শব্দটি আমাদের কাছে বেশ পরিচিত। আমরা পৃথিবীর মানুষ চাঁদের সঙ্গে বিশেষ পরিচিত। আমরা পরিচিত চাঁদ সম্পর্কিত বিভিন্ন ঘটনার সঙ্গে। চন্দ্রগ্রহণ, জোয়ারভাটা, পূর্ণিমা, অমাবস্যা এগুলো চাঁদ সম্পর্কিত বিষয়বস্তু।
পৃথিবী ছাড়াও সূর্যের অন্যান্য গ্রহেরও চাঁদ রয়েছে। যেমন আমাদের পৃথিবীর যেখানে একটি চাঁদ রয়েছে প্লুটো গ্রহের রয়েছে পাচঁটি চাঁদ। এই চাঁদগুলো হচ্ছে চ্যারন, স্টিক্স, নিক্স, কারবেরস ও হাইড্রা। বিজ্ঞানীরা ধারণা করছেন, প্লুটো গ্রহের এ চাঁদগুলো সৌরজগতে গতিশীল থাকা অবস্থায় বড় কোনো গ্রহ বা গ্রহ সদৃশ বস্তুর সঙ্গে প্লুটোর সংঘর্ষের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এই সকল চাঁদে আদেও পানি আছে কী না এবং তা কি পরিমাণে কীভাবে আছে সেটি নিয়ে কাজ করেছেন প্রফেসর তানাকা আর তার দল।
এখন, ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জ্য কক রুয়েত এবং জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মারিনা সোদবার্গ প্লুটো গ্রহের চাঁদে পানির অস্তিত্ব নিয়ে গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। তারা বেশকিছু টেলিস্কোপভিত্তিক ডাটা বিশ্লেষণ করে প্লুটো গ্রহের চাঁদে পানির অস্তিত্ব সম্পর্কে তথ্য উপস্থাপন করেছেন। এভাবে ইউরোপের এই বিজ্ঞানীদের কাজ জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের কাজকে সমর্থন করল। পৃথিবীর বাইরে অন্যগ্রহ আর চাঁদে পানির অস্তিত্ব নিয়ে গবেষণায় বিজ্ঞানীদের বিশেষ আগ্রহী হওয়ার কারণ হচ্ছে এটি পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব এবং মানুষের বাসযোগ্য পরিবেশ সৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত।

সৌরজগতের অন্যগ্রহে পানির অস্তিত্ব আছে কীনা এ বিষয়ে বেশ সক্রিয় গবেষণা হচ্ছে। বিশ্বব্যাপী বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে কাজ করছেন। সম্প্রতি ফ্রান্স আর জার্মানির বিজ্ঞানীরা প্লুটোর চাঁদে পানির অস্তিত্ব নিয়ে গবেষণা করেছেন। প্যারিস বিশ্ববিদ্যালয় এবং বার্লিন বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞানীরা দীর্ঘ পাঁচ বছর ধরে এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন।
এর আগে সৌরজগতের অন্য গ্রহ আর চাঁদসমূহে কীভাবে পানি বিস্তৃত থাকতে পারে সে বিষয়ে গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছিলেন জাপানের বিজ্ঞানীরা। ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এই গবেষণা সৌরজগতের গ্রহগুলো আর চাঁদগুলো সম্পর্কে মানুষের ধারণা আরও স্বচ্ছ করে। প্রফেসর হিদেকি তানাকা এই গবেষণা কার্যক্রমে নেতৃত্ব দেন। তাদের এই গবেষণা দ্য প্লানেটারি সায়েন্স জার্নালে প্রকাশিত হয়। প্রফেসর হিদেকি তানাকা দীর্ঘদিন ধরে পৃথিবীর বাইরে গ্রহ আর চাঁদসমূহে পানির অস্তিত্ব নিয়ে কাজ করছেন। প্লুটো গ্রহের চাঁদেও পরিবেশ নিয়ে রয়েছে তার অনবদ্য কাজ।
চাঁদ শব্দটি আমাদের কাছে বেশ পরিচিত। আমরা পৃথিবীর মানুষ চাঁদের সঙ্গে বিশেষ পরিচিত। আমরা পরিচিত চাঁদ সম্পর্কিত বিভিন্ন ঘটনার সঙ্গে। চন্দ্রগ্রহণ, জোয়ারভাটা, পূর্ণিমা, অমাবস্যা এগুলো চাঁদ সম্পর্কিত বিষয়বস্তু।
পৃথিবী ছাড়াও সূর্যের অন্যান্য গ্রহেরও চাঁদ রয়েছে। যেমন আমাদের পৃথিবীর যেখানে একটি চাঁদ রয়েছে প্লুটো গ্রহের রয়েছে পাচঁটি চাঁদ। এই চাঁদগুলো হচ্ছে চ্যারন, স্টিক্স, নিক্স, কারবেরস ও হাইড্রা। বিজ্ঞানীরা ধারণা করছেন, প্লুটো গ্রহের এ চাঁদগুলো সৌরজগতে গতিশীল থাকা অবস্থায় বড় কোনো গ্রহ বা গ্রহ সদৃশ বস্তুর সঙ্গে প্লুটোর সংঘর্ষের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এই সকল চাঁদে আদেও পানি আছে কী না এবং তা কি পরিমাণে কীভাবে আছে সেটি নিয়ে কাজ করেছেন প্রফেসর তানাকা আর তার দল।
এখন, ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জ্য কক রুয়েত এবং জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মারিনা সোদবার্গ প্লুটো গ্রহের চাঁদে পানির অস্তিত্ব নিয়ে গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। তারা বেশকিছু টেলিস্কোপভিত্তিক ডাটা বিশ্লেষণ করে প্লুটো গ্রহের চাঁদে পানির অস্তিত্ব সম্পর্কে তথ্য উপস্থাপন করেছেন। এভাবে ইউরোপের এই বিজ্ঞানীদের কাজ জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের কাজকে সমর্থন করল। পৃথিবীর বাইরে অন্যগ্রহ আর চাঁদে পানির অস্তিত্ব নিয়ে গবেষণায় বিজ্ঞানীদের বিশেষ আগ্রহী হওয়ার কারণ হচ্ছে এটি পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব এবং মানুষের বাসযোগ্য পরিবেশ সৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত।

একটা নীল রঙের ফুল আছে, যার নাম ফরগেট-মি-নট (Forget-me-not)। এই ফুলের সঙ্গে একটা লোককথা জড়িত। মর্মস্পর্শী ওই কাহিনীটি এমন যে, জার্মানির এক নাইট তাঁর প্রেমিকাকে নিয়ে নদীর ধারে হাঁটছিলেন। নদীর পাড়ে ছোট সুন্দর নীল ফুলের সারি দেখতে পেয়ে ওই নাইট প্রেমিকাকে ফুল দিয়ে খুশি করতে চান।
৩ দিন আগে
বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তার ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। চীনা কৃষিবিজ্ঞানীরা এমন এক বৈপ্লবিক হাইব্রিড ধান উদ্ভাবন করেছেন, যা বীজের মাধ্যমে নিজেকে ‘ক্লোন’ বা হুবহু প্রতিলিপি তৈরি করতে পারে। এই আবিষ্কারের ফলে প্রতিবছর কৃষকদের চড়া দামে নতুন হাইব্রিড বীজ কেনার চিরাচরিত বাধ্যবাধকতা ভেঙে
৪ দিন আগে
সম্প্রতি অটোব্রুয়ারি সিনড্রোমে আক্রান্ত রোগীদের ওপর পরিচালিত এযাবৎকালের সবচেয়ে বড় গবেষণায় নিশ্চিত করা হয়েছে, এই অবস্থার প্রধান হোতা আসলে ব্যাকটেরিয়া। নেচার মাইক্রোবায়োলজি সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত এই গবেষণা প্রতিবেদন রোগীদের অন্ত্রের অণুজীবের অ্যালকোহল বিপাক প্রক্রিয়ায় পরিবর্তন...
৭ দিন আগে
বাঙালি পাতে এক টুকরা বড় কার্পের পেটি কিংবা মুড়িঘণ্ট না হলে ভোজন যেন অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু এই সুস্বাদু অভিজ্ঞতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সূক্ষ্ম কাঁটা। কার্প মাছ নিয়ে ভোজনরসিকদের ধৈর্যের পরীক্ষা হয়। এক পরীক্ষায় দেখা গেছে, একটি সাধারণ কার্পে প্রায় ৮০টির বেশি ক্ষুদ্র ও ওয়াই-আকৃতির...
১৭ দিন আগে