নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান সংসদকে ভুয়া উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘জনগণের অনিচ্ছায় ভুয়া সংসদের মাধ্যমে অগণতান্ত্রিকভাবে এই দেশ পরিচালনা করছে বর্তমান সরকার। এ সরকারকে হটিয়ে সত্যিকারের গণতান্ত্রিক উপায়ে জনগণের ইচ্ছায় যারা সরকারে আসবে তাদের দ্বারা নতুন সুষ্ঠু বৈধ সরকার গঠন করব।’
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল মঈন খান বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য এ দেশের মানুষের জন্য রাজনীতি করে। যেটা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন। এ জন্যই বিএনপির মূলমন্ত্র ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ কথা আমাদের শিখিয়ে গেছেন।’
সরকার উন্নয়নের জোয়ারে দেশকে নয়, গণতন্ত্রকে দেশ থেকে ভাসিয়ে দিচ্ছে উল্লেখ করে আব্দুল মঈন খান বলেন, এই সরকার দাবি করে যে তারা নাকি দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিচ্ছে, কোন উন্নয়ন? যে উন্নয়নে গণতন্ত্র ভেসে যাচ্ছে। এটাই হচ্ছে আসল এবং সত্যি কথা। এ দেশের মানুষ অবশ্যই সেই গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনবে।
সাবেক এই মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে এ দেশের সাধারণ মানুষ ও সিপাহি জনতার ডাকে এ দেশের দায়িত্ব নিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন ঠিক সেভাবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারামুক্ত হয়ে ভবিষ্যতে ইনশা আল্লাহ দেশের গণতন্ত্রকে পুনরায় মানুষের হাতে ফিরিয়ে দেবেন। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এ দেশের মানুষকে গণতান্ত্রিকভাবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দেশ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না।
বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমানই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন। এর দ্বারাই প্রমাণ হয় এ দেশে বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। তিনি যদি সেদিন তাকে ফিরিয়ে না আনতেন তাহলে আজকের আওয়ামী লীগ প্রতিষ্ঠাও হতো না আর সরকারও হতো না।
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)।
জিসপের সভাপতি এম হিরান উদ্দিন খোকনের পরিচালনায় বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অধ্যাপক ড. মামুন আহমেদ, কাজী আবুল বাশার, ইঞ্জিঃ আশরাফ উদ্দিন বকুল, অ্যাড. নিপুণ রায় চৌধুরী, ব্যারিস্টার মীর হেলালসহ আরও অনেকেই।

বর্তমান সংসদকে ভুয়া উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘জনগণের অনিচ্ছায় ভুয়া সংসদের মাধ্যমে অগণতান্ত্রিকভাবে এই দেশ পরিচালনা করছে বর্তমান সরকার। এ সরকারকে হটিয়ে সত্যিকারের গণতান্ত্রিক উপায়ে জনগণের ইচ্ছায় যারা সরকারে আসবে তাদের দ্বারা নতুন সুষ্ঠু বৈধ সরকার গঠন করব।’
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল মঈন খান বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য এ দেশের মানুষের জন্য রাজনীতি করে। যেটা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন। এ জন্যই বিএনপির মূলমন্ত্র ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ কথা আমাদের শিখিয়ে গেছেন।’
সরকার উন্নয়নের জোয়ারে দেশকে নয়, গণতন্ত্রকে দেশ থেকে ভাসিয়ে দিচ্ছে উল্লেখ করে আব্দুল মঈন খান বলেন, এই সরকার দাবি করে যে তারা নাকি দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিচ্ছে, কোন উন্নয়ন? যে উন্নয়নে গণতন্ত্র ভেসে যাচ্ছে। এটাই হচ্ছে আসল এবং সত্যি কথা। এ দেশের মানুষ অবশ্যই সেই গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনবে।
সাবেক এই মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে এ দেশের সাধারণ মানুষ ও সিপাহি জনতার ডাকে এ দেশের দায়িত্ব নিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন ঠিক সেভাবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারামুক্ত হয়ে ভবিষ্যতে ইনশা আল্লাহ দেশের গণতন্ত্রকে পুনরায় মানুষের হাতে ফিরিয়ে দেবেন। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এ দেশের মানুষকে গণতান্ত্রিকভাবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দেশ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না।
বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমানই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন। এর দ্বারাই প্রমাণ হয় এ দেশে বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। তিনি যদি সেদিন তাকে ফিরিয়ে না আনতেন তাহলে আজকের আওয়ামী লীগ প্রতিষ্ঠাও হতো না আর সরকারও হতো না।
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)।
জিসপের সভাপতি এম হিরান উদ্দিন খোকনের পরিচালনায় বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অধ্যাপক ড. মামুন আহমেদ, কাজী আবুল বাশার, ইঞ্জিঃ আশরাফ উদ্দিন বকুল, অ্যাড. নিপুণ রায় চৌধুরী, ব্যারিস্টার মীর হেলালসহ আরও অনেকেই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার, বিএনপি তা-ই করবে। আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচন পরিচালনা...
১৩ ঘণ্টা আগে
‘যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন বা এজেন্সির খেলা’—এ মন্তব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের। আজ রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায়...
১৪ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের অর্থনীতি, শিল্প-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক রূপরেখা নিয়ে মতবিনিময় হয়।
১৪ ঘণ্টা আগে
সন্দেহজনক আচরণের কারণে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। আজ রোববার সকালে গুলশান থানাধীন ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে প্রথমে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
১৭ ঘণ্টা আগে