নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে লোডশেডিং, জ্বালানি খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, আগামী ২৯ জুলাই ঢাকা মহানগর উত্তর ও ৩০ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ, অন্যান্য মহানগরে আগামী ২৯ ও ৩০ জুলাই এবং জেলা পর্যায়ে আগামী ৩১ জুলাই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হবে। গত সোমবার দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
বিএনপি মহাসচিব বলেন, ‘উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির তারিখ পরে জানানো হবে।’
স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘সভায় বর্তমানে লোডশেডিং, বিদ্যুৎখাত ও জ্বালানি খাতের ভয়াবহ সংকটের বিষয়ে আলোচনা হয়। সভা মনে করে, সরকারের নিজস্ব ব্যবসায়ীদের মুনাফার স্বার্থের জন্য পরিকল্পিতভাবে নিয়ম নীতি বিসর্জন দিয়ে চাহিদার অতিরিক্ত বিদ্যুৎকেন্দ্র স্থাপন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের সুযোগ প্রদানের ভয়াবহ দুর্নীতির কারণে, ক্যাপাসিটি চার্জ বাবদ প্রচুর অর্থ ব্যয় করার ফলে বর্তমানে এই অচলাবস্থা তৈরি হয়েছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার লোডশেডিং শূন্যের কোঠায় নিয়ে আসায় উৎসব করেছে আতশবাজি পুড়িয়ে। অন্যদিকে এখন শহরে দুতিন ঘণ্টা এবং গ্রামাঞ্চলে পাঁচ/ছয় ঘণ্টা লোডশেডিং জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। শিল্পে ও কৃষিতে উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামগ্রিকভাবে অর্থনীতির ওপর চরম বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুৎকেন্দ্র স্থাপন সমস্যাকে জটিলতর করেছে। দেশে গ্যাস উৎপাদন বৃদ্ধির কোনো উদ্যোগ না নিয়ে বিদেশ থেকে গ্যাস আমদানির লক্ষ্যই হচ্ছে চুরি এবং নিজস্ব দলের ব্যবসায়ীদের সঙ্গে নিজেদের দুর্নীতি ও অনৈতিক সম্পদের পাহাড় গড়ে তোলা।’
মির্জা ফখরুল বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধিতে গভীর ক্ষোভ প্রকাশ করা হয়। চাল, ডাল, তেল, লবণ, চিনি, শাকসবজি ও মাছ-মাংসে ক্রমবর্ধমান মূল্য বিষয়ে সরকারের অব্যবস্থাপনা ও সরকারের মদদপুষ্ট সিন্ডিকেটকে দায়ী। দলের স্থায়ী কমিটির সভায় এমন মন্তব্য এসেছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের মূল্য ৩২ শতাংশ এবং পাম ওয়েলের দাম ৪৮ শতাংশ পর্যন্ত কমলেও সরকার সমর্থিত লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের দেশের বাজারে আগের মূল্যে বিক্রি অব্যাহত রাখায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়। দ্রব্যমূল্য হ্রাসের ব্যর্থ হওয়ায় সরকারের তীব্র সমালোচনা করা হয় এবং ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের দাবি জানানো হয়।’
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশের সবাই অপরাধী মন্তব্য করার পর বিজিবির মহাপরিচালক নীরব থাকায় তীব্র সমালোচনা করেছে বিএনপির স্থায়ী কমিটি। স্থায়ী কমিটি মনে করে, সীমান্তে গুলি করে হত্যা মানবাধিকার লঙ্ঘন।
মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অপরাধে বরাবরের মতো ছাত্রলীগ অভিযুক্ত হওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয় দলের স্থায়ী কমিটির সভায়।’

সারা দেশে লোডশেডিং, জ্বালানি খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, আগামী ২৯ জুলাই ঢাকা মহানগর উত্তর ও ৩০ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ, অন্যান্য মহানগরে আগামী ২৯ ও ৩০ জুলাই এবং জেলা পর্যায়ে আগামী ৩১ জুলাই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হবে। গত সোমবার দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
বিএনপি মহাসচিব বলেন, ‘উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির তারিখ পরে জানানো হবে।’
স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘সভায় বর্তমানে লোডশেডিং, বিদ্যুৎখাত ও জ্বালানি খাতের ভয়াবহ সংকটের বিষয়ে আলোচনা হয়। সভা মনে করে, সরকারের নিজস্ব ব্যবসায়ীদের মুনাফার স্বার্থের জন্য পরিকল্পিতভাবে নিয়ম নীতি বিসর্জন দিয়ে চাহিদার অতিরিক্ত বিদ্যুৎকেন্দ্র স্থাপন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের সুযোগ প্রদানের ভয়াবহ দুর্নীতির কারণে, ক্যাপাসিটি চার্জ বাবদ প্রচুর অর্থ ব্যয় করার ফলে বর্তমানে এই অচলাবস্থা তৈরি হয়েছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার লোডশেডিং শূন্যের কোঠায় নিয়ে আসায় উৎসব করেছে আতশবাজি পুড়িয়ে। অন্যদিকে এখন শহরে দুতিন ঘণ্টা এবং গ্রামাঞ্চলে পাঁচ/ছয় ঘণ্টা লোডশেডিং জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। শিল্পে ও কৃষিতে উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামগ্রিকভাবে অর্থনীতির ওপর চরম বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুৎকেন্দ্র স্থাপন সমস্যাকে জটিলতর করেছে। দেশে গ্যাস উৎপাদন বৃদ্ধির কোনো উদ্যোগ না নিয়ে বিদেশ থেকে গ্যাস আমদানির লক্ষ্যই হচ্ছে চুরি এবং নিজস্ব দলের ব্যবসায়ীদের সঙ্গে নিজেদের দুর্নীতি ও অনৈতিক সম্পদের পাহাড় গড়ে তোলা।’
মির্জা ফখরুল বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধিতে গভীর ক্ষোভ প্রকাশ করা হয়। চাল, ডাল, তেল, লবণ, চিনি, শাকসবজি ও মাছ-মাংসে ক্রমবর্ধমান মূল্য বিষয়ে সরকারের অব্যবস্থাপনা ও সরকারের মদদপুষ্ট সিন্ডিকেটকে দায়ী। দলের স্থায়ী কমিটির সভায় এমন মন্তব্য এসেছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের মূল্য ৩২ শতাংশ এবং পাম ওয়েলের দাম ৪৮ শতাংশ পর্যন্ত কমলেও সরকার সমর্থিত লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের দেশের বাজারে আগের মূল্যে বিক্রি অব্যাহত রাখায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়। দ্রব্যমূল্য হ্রাসের ব্যর্থ হওয়ায় সরকারের তীব্র সমালোচনা করা হয় এবং ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের দাবি জানানো হয়।’
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশের সবাই অপরাধী মন্তব্য করার পর বিজিবির মহাপরিচালক নীরব থাকায় তীব্র সমালোচনা করেছে বিএনপির স্থায়ী কমিটি। স্থায়ী কমিটি মনে করে, সীমান্তে গুলি করে হত্যা মানবাধিকার লঙ্ঘন।
মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অপরাধে বরাবরের মতো ছাত্রলীগ অভিযুক্ত হওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয় দলের স্থায়ী কমিটির সভায়।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুমকে আহ্বায়ক এবং আবদুল হালিমকে সদস্যসচিব করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে দলটি।
১১ ঘণ্টা আগে
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে, যার নির্মম বহিঃপ্রকাশ এ হত্যাকাণ্ড। এ ধরনের সহিংসতা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চরমভাবে...
১১ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা....
১৩ ঘণ্টা আগে
রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির
১৬ ঘণ্টা আগে