নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বামপন্থার আদর্শ, লড়াই স্তিমিত হয়ে গেছে এমনটা অনেকে বলতে পছন্দ করেন। এটা ভুল কথা বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।
শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে ‘দক্ষিণ এশিয়ায় কমিউনিস্ট আন্দোলন: সংকট, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় আনু মুহাম্মদ এ কথা বলেন।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘আমাদের দক্ষিণ এশিয়ার সমস্ত আন্দোলন, সমস্ত লড়াই আসলে চূড়ান্তরূপে বামপন্থীদের এজেন্ডা। এটাই আমাদের এই অঞ্চলের সব থেকে বড় সম্ভাবনার জায়গা। বামপন্থার আদর্শ আর টিকে নেই, এই লড়াই স্তিমিত হয়ে গেছে, এই কথাটা অনেকে বলতে পছন্দ করলেও এটা ভুল কথা। দক্ষিণ এশিয়ার জনগণের ও বামপন্থী শক্তিসমূহের ঐক্য গড়ে তোলাই এখন প্রধান কর্তব্য।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বিশ্ব বিপ্লবের নতুন উল্লম্ফন ভবিষ্যতে এই অঞ্চলকে ঘিরে হবে। তার কিছু যুক্তিসংগত কারণও আছে। সামাজিক দ্বন্দ্বগুলো জোরদার হচ্ছে। বিশ্বের সমস্ত শক্তি পুনর্বিন্যস্ত হচ্ছে। রাষ্ট্রের মধ্যে শোষক ও শোষিত দুইই আছে। আমাদের শোষিতের ঐক্য গড়তে হবে এবং শোষকের বিরুদ্ধে পরিচালিত করতে হবে।’
সাংবাদিক ও কলামিস্ট আবু সাইদ খান বলেন, ‘সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর বামপন্থীরা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। ইউরোপে সে সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে। এশিয়ার নেপালেও বামপন্থীরা এখন শক্তিশালী। এ দেশেও সে লড়াইটা চালাতে হবে, অতীত সংগ্রামের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে।’
বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু বলেন, ‘দেশে একটি ফ্যাসিবাদী দুঃশাসন চলছে, অথচ এর বিরুদ্ধে কোনো ঐক্যবদ্ধ গণ-আন্দোলন নেই। বামপন্থীদের সামনের সারিতে থেকে আন্দোলনের মাধ্যমে বর্তমান শাসককে বিদায় দিতে হবে।’
শ্রীলঙ্কার জনতাভিমুক্তি প্যারামুনা দলের পলিটব্যুরো সদস্য বিমল রত্নায়েক বলেন, ‘মার্কস বলেছিলেন, বিপ্লব হবে উন্নত ধনতান্ত্রিক দেশে। কিন্তু ১৯১৪ সালে লেনিন দেখালেন যে পুঁজিবাদ যখন সাম্রাজ্যবাদের স্তরে রূপ নেয় তখন অনুন্নত দেশেও বিপ্লব সম্ভব। গত ১০০ বছরের ইতিহাস দেখলে দেখা যাবে পুঁজিবাদী অর্থনৈতিক মডেল কোনো অনুন্নত দেশকে উন্নত করতে পারেনি।’
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে খালেকুজ্জামান বলেন, ‘পৃথিবীব্যাপী বামপন্থীদের উত্থানের সম্ভাবনা নতুন আকারে দেখা দিয়েছে। বিশ্বব্যবস্থা হিসেবে পুঁজিবাদের ব্যর্থতা আজ সকলের সামনে উন্মোচিত। আমাদের প্রাথমিক কর্তব্য হলো জাতীয়ভাবে জাতীয় সমস্যা সংকট নিয়ে বামপন্থীদের ঐক্যবদ্ধ লড়াই।’

বামপন্থার আদর্শ, লড়াই স্তিমিত হয়ে গেছে এমনটা অনেকে বলতে পছন্দ করেন। এটা ভুল কথা বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।
শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে ‘দক্ষিণ এশিয়ায় কমিউনিস্ট আন্দোলন: সংকট, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় আনু মুহাম্মদ এ কথা বলেন।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘আমাদের দক্ষিণ এশিয়ার সমস্ত আন্দোলন, সমস্ত লড়াই আসলে চূড়ান্তরূপে বামপন্থীদের এজেন্ডা। এটাই আমাদের এই অঞ্চলের সব থেকে বড় সম্ভাবনার জায়গা। বামপন্থার আদর্শ আর টিকে নেই, এই লড়াই স্তিমিত হয়ে গেছে, এই কথাটা অনেকে বলতে পছন্দ করলেও এটা ভুল কথা। দক্ষিণ এশিয়ার জনগণের ও বামপন্থী শক্তিসমূহের ঐক্য গড়ে তোলাই এখন প্রধান কর্তব্য।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বিশ্ব বিপ্লবের নতুন উল্লম্ফন ভবিষ্যতে এই অঞ্চলকে ঘিরে হবে। তার কিছু যুক্তিসংগত কারণও আছে। সামাজিক দ্বন্দ্বগুলো জোরদার হচ্ছে। বিশ্বের সমস্ত শক্তি পুনর্বিন্যস্ত হচ্ছে। রাষ্ট্রের মধ্যে শোষক ও শোষিত দুইই আছে। আমাদের শোষিতের ঐক্য গড়তে হবে এবং শোষকের বিরুদ্ধে পরিচালিত করতে হবে।’
সাংবাদিক ও কলামিস্ট আবু সাইদ খান বলেন, ‘সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর বামপন্থীরা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। ইউরোপে সে সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে। এশিয়ার নেপালেও বামপন্থীরা এখন শক্তিশালী। এ দেশেও সে লড়াইটা চালাতে হবে, অতীত সংগ্রামের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে।’
বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু বলেন, ‘দেশে একটি ফ্যাসিবাদী দুঃশাসন চলছে, অথচ এর বিরুদ্ধে কোনো ঐক্যবদ্ধ গণ-আন্দোলন নেই। বামপন্থীদের সামনের সারিতে থেকে আন্দোলনের মাধ্যমে বর্তমান শাসককে বিদায় দিতে হবে।’
শ্রীলঙ্কার জনতাভিমুক্তি প্যারামুনা দলের পলিটব্যুরো সদস্য বিমল রত্নায়েক বলেন, ‘মার্কস বলেছিলেন, বিপ্লব হবে উন্নত ধনতান্ত্রিক দেশে। কিন্তু ১৯১৪ সালে লেনিন দেখালেন যে পুঁজিবাদ যখন সাম্রাজ্যবাদের স্তরে রূপ নেয় তখন অনুন্নত দেশেও বিপ্লব সম্ভব। গত ১০০ বছরের ইতিহাস দেখলে দেখা যাবে পুঁজিবাদী অর্থনৈতিক মডেল কোনো অনুন্নত দেশকে উন্নত করতে পারেনি।’
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে খালেকুজ্জামান বলেন, ‘পৃথিবীব্যাপী বামপন্থীদের উত্থানের সম্ভাবনা নতুন আকারে দেখা দিয়েছে। বিশ্বব্যবস্থা হিসেবে পুঁজিবাদের ব্যর্থতা আজ সকলের সামনে উন্মোচিত। আমাদের প্রাথমিক কর্তব্য হলো জাতীয়ভাবে জাতীয় সমস্যা সংকট নিয়ে বামপন্থীদের ঐক্যবদ্ধ লড়াই।’

জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে প্রার্থী। কিন্তু এরপরও সাতটি আসনে প্রার্থী হিসেবে রয়ে গেছেন জামায়াতসহ জোটের...
৬ ঘণ্টা আগে
মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি গলি। শীতের দুপুরের হালকা রোদ। গলির এক পাশে ডাব বিক্রির একটি ভ্যান। ক্রেতা খুব একটা নেই। নরম রোদে শীত পোহাচ্ছিলেন ডাবওয়ালা ও তাঁর বন্ধু। এই প্রতিবেদক এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে কথা বলতে প্রথমে তাঁরা খুব একটা ইচ্ছুক ছিলেন না। খানিক কুশল বিনিময়ে বরফ গলে।
৬ ঘণ্টা আগে
সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে সেখানে যান। পরে তিনি ৯টা ৪০ মিনিটের দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা করেন।
৮ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৯ ঘণ্টা আগে