নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের আঁতাতের অভিযোগকে নাকচ করে দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। জামায়াতের বিরুদ্ধে এমন অভিযোগ বালখিল্য ছাড়া আর কিছু নয় বলেও দাবি করেন তিনি।
আজ শনিবার চুয়াডাঙ্গা জেলা জামায়াতের ভার্চুয়াল কর্মী সম্মেলনে মুজিবুর রহমান বলেন, ‘যে দলের শীর্ষ নেতারা ইসলামি আন্দোলন করার অপরাধে মাথা নত না করে ফাঁসির মঞ্চে শাহাদাত বরণ করেছেন, যেখানে গত ১৫ বছরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২৪৬ জন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে, ৫ হাজার নেতা-কর্মীকে পঙ্গু করা হয়েছে, প্রায় ১ লাখ নেতা-কর্মীকে গুরুতরভাবে আহত করা হয়েছে এবং বর্তমান আমির শফিকুর রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দকে দীর্ঘদিন যাবৎ কারাগারে আটক রাখা হয়েছে, এমনই এক ভয়াবহ নাজুক পরিস্থিতিতে কেউ কেউ জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের কথা বলে বেড়াচ্ছেন। এটা বালখিল্য ছাড়া আর কিছুই নয়।’
জামায়াতে ইসলামী কখনো কারও সঙ্গে আপস কিংবা আঁতাতের রাজনীতি করে না দাবি করে মুজিবুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামীর অভিধানে “আঁতাত” আর “আপস” বলে কোনো শব্দ নেই। জামায়াত দীর্ঘ ১০ বছর পর ঢাকায় একটা সমাবেশ করেছে, তাতেই যদি আঁতাত হয়ে যায়, তাহলে যারা প্রতিনিয়ত সমাবেশ করছেন, তাঁরাও কী সরকারের সঙ্গে আঁতাত করে চলেছেন? আসলে জনগণকে বিভ্রান্ত করার জন্যই এসব প্রোপাগান্ডা চালানো হচ্ছে।’
জামায়াত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে মুজিবুর রহমান আরও বলেন, ‘আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এর অর্থ এই নয় যে আমরা সরকারের পাতানো নির্বাচনে যাচ্ছি। আমরা শুধু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনে যাব।’
ভার্চুয়াল কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া-যশোর জোন পরিচালক মোবারক হোসাইন, জেলা নায়েবে আমির আজিজুর রহমানসহ আরও অনেকে অংশ নেন।

জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের আঁতাতের অভিযোগকে নাকচ করে দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। জামায়াতের বিরুদ্ধে এমন অভিযোগ বালখিল্য ছাড়া আর কিছু নয় বলেও দাবি করেন তিনি।
আজ শনিবার চুয়াডাঙ্গা জেলা জামায়াতের ভার্চুয়াল কর্মী সম্মেলনে মুজিবুর রহমান বলেন, ‘যে দলের শীর্ষ নেতারা ইসলামি আন্দোলন করার অপরাধে মাথা নত না করে ফাঁসির মঞ্চে শাহাদাত বরণ করেছেন, যেখানে গত ১৫ বছরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২৪৬ জন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে, ৫ হাজার নেতা-কর্মীকে পঙ্গু করা হয়েছে, প্রায় ১ লাখ নেতা-কর্মীকে গুরুতরভাবে আহত করা হয়েছে এবং বর্তমান আমির শফিকুর রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দকে দীর্ঘদিন যাবৎ কারাগারে আটক রাখা হয়েছে, এমনই এক ভয়াবহ নাজুক পরিস্থিতিতে কেউ কেউ জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের কথা বলে বেড়াচ্ছেন। এটা বালখিল্য ছাড়া আর কিছুই নয়।’
জামায়াতে ইসলামী কখনো কারও সঙ্গে আপস কিংবা আঁতাতের রাজনীতি করে না দাবি করে মুজিবুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামীর অভিধানে “আঁতাত” আর “আপস” বলে কোনো শব্দ নেই। জামায়াত দীর্ঘ ১০ বছর পর ঢাকায় একটা সমাবেশ করেছে, তাতেই যদি আঁতাত হয়ে যায়, তাহলে যারা প্রতিনিয়ত সমাবেশ করছেন, তাঁরাও কী সরকারের সঙ্গে আঁতাত করে চলেছেন? আসলে জনগণকে বিভ্রান্ত করার জন্যই এসব প্রোপাগান্ডা চালানো হচ্ছে।’
জামায়াত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে মুজিবুর রহমান আরও বলেন, ‘আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এর অর্থ এই নয় যে আমরা সরকারের পাতানো নির্বাচনে যাচ্ছি। আমরা শুধু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনে যাব।’
ভার্চুয়াল কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া-যশোর জোন পরিচালক মোবারক হোসাইন, জেলা নায়েবে আমির আজিজুর রহমানসহ আরও অনেকে অংশ নেন।

‘তরুণদের নতুন রাজনৈতিক দল’ হিসেবে আলোচিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন নিজ দলের তরুণ নেতাদেরই ধরে রাখতে পারছে না। জামায়াতে ইসলামীর সঙ্গে জোটসঙ্গী হওয়ার সিদ্ধান্তের পর দলটিতে চলছে একের পর এক পদত্যাগ। একই সঙ্গে নতুন করে তরুণদের যুক্ত হওয়া এবং সমর্থন দেওয়ার প্রবণতাও কমে গেছে বলে দলের ভেতরেই আলাপ...
১ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রয়াত মায়ের জন্য দোয়া করেছেন।
১০ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে খালেদা জিয়ার সমাধিস্থলে তাঁর পরিবারের সদস্যরা আসেন।
১০ ঘণ্টা আগে
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর নির্বাসন থেকে দেশে ফেরায় উজ্জীবিত হয়ে উঠেছিলেন বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা। কিন্তু সপ্তাহ না ঘুরতেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন তাঁরা।
১ দিন আগে