নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যক্তিগত সফরে ২৩ জুন থাইল্যান্ড যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। ওই দিন বেলা দেড়টার দিকে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে তাঁর। এই সফরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জুন থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ব্যাংককের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন জিএম কাদের। এই সফরে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু ও তাঁর সহধর্মিণী, পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং বিরোধীদলীয় উপনেতার সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব জাপা চেয়ারম্যানের সফরসঙ্গী থাকবেন বলে জানান জালালী।
দলের একটি সূত্র বলছে, রওশন এরশাদের সঙ্গে দেখা করার জন্যই জাপা চেয়ারম্যান থাইল্যান্ড যাচ্ছেন। সূত্রটির দাবি, কয়েক মাস ধরে রওশন ব্যাংককে চিকিৎসাধীন থাকলেও এ সময়ে তাঁর খুব একটা খোঁজখবর নিতে পারেননি কাদের। এই দুই নেতার মাঝে সম্পর্কও ভালো যাচ্ছে না। সম্পর্ক উন্নয়নের তাগিদ থেকেই জিএম কাদেরের এই সফর।
সফরের ব্যাপারে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, জিএম কাদেরের সঙ্গে ২৩ জুন তিনিও থাইল্যান্ড যাচ্ছেন। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদকেও দেখতে যাবেন তাঁরা।
অনেকটা মুমূর্ষু অবস্থায় গত ৫ বছরের নভেম্বর রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। এর আগে দীর্ঘদিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলে তাঁর। বামরুনগ্রাদ হাসপাতালে প্রায় আট মাস ধরে চিকিৎসাধীন তিনি। এর মধ্যে কয়েক দফা শারীরিক অবস্থার উন্নতি-অবনতি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় একাধিকবার মৃত্যুর গুজবও উঠেছে।
তবে রওশন এখন আগের চেয়ে অনেকটা সুস্থ বলে জানিয়েছেন তাঁর ছেলে ও জাপার যুগ্ম মহাসচিব সাদ এরশাদ। তিনি জানান, রওশন এরশাদ এখন অনেক ভালো আছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। চলতি মাসে অথবা আগামী মাসের যেকোনো সময় রওশন দেশে ফিরতে পারেন।

ব্যক্তিগত সফরে ২৩ জুন থাইল্যান্ড যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। ওই দিন বেলা দেড়টার দিকে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে তাঁর। এই সফরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জুন থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ব্যাংককের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন জিএম কাদের। এই সফরে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু ও তাঁর সহধর্মিণী, পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং বিরোধীদলীয় উপনেতার সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব জাপা চেয়ারম্যানের সফরসঙ্গী থাকবেন বলে জানান জালালী।
দলের একটি সূত্র বলছে, রওশন এরশাদের সঙ্গে দেখা করার জন্যই জাপা চেয়ারম্যান থাইল্যান্ড যাচ্ছেন। সূত্রটির দাবি, কয়েক মাস ধরে রওশন ব্যাংককে চিকিৎসাধীন থাকলেও এ সময়ে তাঁর খুব একটা খোঁজখবর নিতে পারেননি কাদের। এই দুই নেতার মাঝে সম্পর্কও ভালো যাচ্ছে না। সম্পর্ক উন্নয়নের তাগিদ থেকেই জিএম কাদেরের এই সফর।
সফরের ব্যাপারে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, জিএম কাদেরের সঙ্গে ২৩ জুন তিনিও থাইল্যান্ড যাচ্ছেন। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদকেও দেখতে যাবেন তাঁরা।
অনেকটা মুমূর্ষু অবস্থায় গত ৫ বছরের নভেম্বর রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। এর আগে দীর্ঘদিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলে তাঁর। বামরুনগ্রাদ হাসপাতালে প্রায় আট মাস ধরে চিকিৎসাধীন তিনি। এর মধ্যে কয়েক দফা শারীরিক অবস্থার উন্নতি-অবনতি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় একাধিকবার মৃত্যুর গুজবও উঠেছে।
তবে রওশন এখন আগের চেয়ে অনেকটা সুস্থ বলে জানিয়েছেন তাঁর ছেলে ও জাপার যুগ্ম মহাসচিব সাদ এরশাদ। তিনি জানান, রওশন এরশাদ এখন অনেক ভালো আছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। চলতি মাসে অথবা আগামী মাসের যেকোনো সময় রওশন দেশে ফিরতে পারেন।

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১৬ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১৭ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৮ ঘণ্টা আগে