নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যক্তিগত সফরে ২৩ জুন থাইল্যান্ড যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। ওই দিন বেলা দেড়টার দিকে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে তাঁর। এই সফরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জুন থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ব্যাংককের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন জিএম কাদের। এই সফরে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু ও তাঁর সহধর্মিণী, পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং বিরোধীদলীয় উপনেতার সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব জাপা চেয়ারম্যানের সফরসঙ্গী থাকবেন বলে জানান জালালী।
দলের একটি সূত্র বলছে, রওশন এরশাদের সঙ্গে দেখা করার জন্যই জাপা চেয়ারম্যান থাইল্যান্ড যাচ্ছেন। সূত্রটির দাবি, কয়েক মাস ধরে রওশন ব্যাংককে চিকিৎসাধীন থাকলেও এ সময়ে তাঁর খুব একটা খোঁজখবর নিতে পারেননি কাদের। এই দুই নেতার মাঝে সম্পর্কও ভালো যাচ্ছে না। সম্পর্ক উন্নয়নের তাগিদ থেকেই জিএম কাদেরের এই সফর।
সফরের ব্যাপারে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, জিএম কাদেরের সঙ্গে ২৩ জুন তিনিও থাইল্যান্ড যাচ্ছেন। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদকেও দেখতে যাবেন তাঁরা।
অনেকটা মুমূর্ষু অবস্থায় গত ৫ বছরের নভেম্বর রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। এর আগে দীর্ঘদিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলে তাঁর। বামরুনগ্রাদ হাসপাতালে প্রায় আট মাস ধরে চিকিৎসাধীন তিনি। এর মধ্যে কয়েক দফা শারীরিক অবস্থার উন্নতি-অবনতি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় একাধিকবার মৃত্যুর গুজবও উঠেছে।
তবে রওশন এখন আগের চেয়ে অনেকটা সুস্থ বলে জানিয়েছেন তাঁর ছেলে ও জাপার যুগ্ম মহাসচিব সাদ এরশাদ। তিনি জানান, রওশন এরশাদ এখন অনেক ভালো আছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। চলতি মাসে অথবা আগামী মাসের যেকোনো সময় রওশন দেশে ফিরতে পারেন।

ব্যক্তিগত সফরে ২৩ জুন থাইল্যান্ড যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। ওই দিন বেলা দেড়টার দিকে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে তাঁর। এই সফরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জুন থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ব্যাংককের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন জিএম কাদের। এই সফরে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু ও তাঁর সহধর্মিণী, পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং বিরোধীদলীয় উপনেতার সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব জাপা চেয়ারম্যানের সফরসঙ্গী থাকবেন বলে জানান জালালী।
দলের একটি সূত্র বলছে, রওশন এরশাদের সঙ্গে দেখা করার জন্যই জাপা চেয়ারম্যান থাইল্যান্ড যাচ্ছেন। সূত্রটির দাবি, কয়েক মাস ধরে রওশন ব্যাংককে চিকিৎসাধীন থাকলেও এ সময়ে তাঁর খুব একটা খোঁজখবর নিতে পারেননি কাদের। এই দুই নেতার মাঝে সম্পর্কও ভালো যাচ্ছে না। সম্পর্ক উন্নয়নের তাগিদ থেকেই জিএম কাদেরের এই সফর।
সফরের ব্যাপারে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, জিএম কাদেরের সঙ্গে ২৩ জুন তিনিও থাইল্যান্ড যাচ্ছেন। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদকেও দেখতে যাবেন তাঁরা।
অনেকটা মুমূর্ষু অবস্থায় গত ৫ বছরের নভেম্বর রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। এর আগে দীর্ঘদিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলে তাঁর। বামরুনগ্রাদ হাসপাতালে প্রায় আট মাস ধরে চিকিৎসাধীন তিনি। এর মধ্যে কয়েক দফা শারীরিক অবস্থার উন্নতি-অবনতি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় একাধিকবার মৃত্যুর গুজবও উঠেছে।
তবে রওশন এখন আগের চেয়ে অনেকটা সুস্থ বলে জানিয়েছেন তাঁর ছেলে ও জাপার যুগ্ম মহাসচিব সাদ এরশাদ। তিনি জানান, রওশন এরশাদ এখন অনেক ভালো আছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। চলতি মাসে অথবা আগামী মাসের যেকোনো সময় রওশন দেশে ফিরতে পারেন।

সুরাইয়া বেগম বলেন, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটতে পারে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাবে। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেবে, এমন আশা তাঁর।
৪৪ মিনিট আগে
আগামী সরকারকে শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। তিনি বলেছেন, আমলাতন্ত্র, রাষ্ট্রযন্ত্র আর কয়েকটা দল মিলে সংস্কারের সব সম্ভাবনা নষ্ট করে দিচ্ছে। এসবের মাধ্যমে আগামী সরকারকে হাসিনার চেয়েও বড় ফ্যাসিস্ট হওয়ার স
১৫ ঘণ্টা আগে
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গণভোটবিষয়ক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
১৬ ঘণ্টা আগে
ভোটের আগে ‘দলীয়’ ডিসি–এসপিদের অপসারণ চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জামায়াতের পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগে