নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যক্তিগত সফরে ২৩ জুন থাইল্যান্ড যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। ওই দিন বেলা দেড়টার দিকে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে তাঁর। এই সফরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জুন থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ব্যাংককের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন জিএম কাদের। এই সফরে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু ও তাঁর সহধর্মিণী, পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং বিরোধীদলীয় উপনেতার সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব জাপা চেয়ারম্যানের সফরসঙ্গী থাকবেন বলে জানান জালালী।
দলের একটি সূত্র বলছে, রওশন এরশাদের সঙ্গে দেখা করার জন্যই জাপা চেয়ারম্যান থাইল্যান্ড যাচ্ছেন। সূত্রটির দাবি, কয়েক মাস ধরে রওশন ব্যাংককে চিকিৎসাধীন থাকলেও এ সময়ে তাঁর খুব একটা খোঁজখবর নিতে পারেননি কাদের। এই দুই নেতার মাঝে সম্পর্কও ভালো যাচ্ছে না। সম্পর্ক উন্নয়নের তাগিদ থেকেই জিএম কাদেরের এই সফর।
সফরের ব্যাপারে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, জিএম কাদেরের সঙ্গে ২৩ জুন তিনিও থাইল্যান্ড যাচ্ছেন। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদকেও দেখতে যাবেন তাঁরা।
অনেকটা মুমূর্ষু অবস্থায় গত ৫ বছরের নভেম্বর রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। এর আগে দীর্ঘদিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলে তাঁর। বামরুনগ্রাদ হাসপাতালে প্রায় আট মাস ধরে চিকিৎসাধীন তিনি। এর মধ্যে কয়েক দফা শারীরিক অবস্থার উন্নতি-অবনতি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় একাধিকবার মৃত্যুর গুজবও উঠেছে।
তবে রওশন এখন আগের চেয়ে অনেকটা সুস্থ বলে জানিয়েছেন তাঁর ছেলে ও জাপার যুগ্ম মহাসচিব সাদ এরশাদ। তিনি জানান, রওশন এরশাদ এখন অনেক ভালো আছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। চলতি মাসে অথবা আগামী মাসের যেকোনো সময় রওশন দেশে ফিরতে পারেন।

ব্যক্তিগত সফরে ২৩ জুন থাইল্যান্ড যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। ওই দিন বেলা দেড়টার দিকে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে তাঁর। এই সফরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জুন থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ব্যাংককের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন জিএম কাদের। এই সফরে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু ও তাঁর সহধর্মিণী, পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং বিরোধীদলীয় উপনেতার সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব জাপা চেয়ারম্যানের সফরসঙ্গী থাকবেন বলে জানান জালালী।
দলের একটি সূত্র বলছে, রওশন এরশাদের সঙ্গে দেখা করার জন্যই জাপা চেয়ারম্যান থাইল্যান্ড যাচ্ছেন। সূত্রটির দাবি, কয়েক মাস ধরে রওশন ব্যাংককে চিকিৎসাধীন থাকলেও এ সময়ে তাঁর খুব একটা খোঁজখবর নিতে পারেননি কাদের। এই দুই নেতার মাঝে সম্পর্কও ভালো যাচ্ছে না। সম্পর্ক উন্নয়নের তাগিদ থেকেই জিএম কাদেরের এই সফর।
সফরের ব্যাপারে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, জিএম কাদেরের সঙ্গে ২৩ জুন তিনিও থাইল্যান্ড যাচ্ছেন। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদকেও দেখতে যাবেন তাঁরা।
অনেকটা মুমূর্ষু অবস্থায় গত ৫ বছরের নভেম্বর রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। এর আগে দীর্ঘদিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলে তাঁর। বামরুনগ্রাদ হাসপাতালে প্রায় আট মাস ধরে চিকিৎসাধীন তিনি। এর মধ্যে কয়েক দফা শারীরিক অবস্থার উন্নতি-অবনতি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় একাধিকবার মৃত্যুর গুজবও উঠেছে।
তবে রওশন এখন আগের চেয়ে অনেকটা সুস্থ বলে জানিয়েছেন তাঁর ছেলে ও জাপার যুগ্ম মহাসচিব সাদ এরশাদ। তিনি জানান, রওশন এরশাদ এখন অনেক ভালো আছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। চলতি মাসে অথবা আগামী মাসের যেকোনো সময় রওশন দেশে ফিরতে পারেন।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৩ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
৪ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
৪ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
৪ ঘণ্টা আগে