নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সরকারই বাজারে সিন্ডিকেট তৈরি করে রেখেছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে মঞ্চের নেতারা এমন অভিযোগ করেন। সমাবেশের পর বিক্ষোভ মিছিলও করেন গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা।
মিছিলপূর্ব সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই সরকার বাজারে-বাজারে সিন্ডিকেট তৈরি করে রেখেছে। এসব সিন্ডিকেটে কোনো বিরোধী দলের লোক আছে? আমরা পুরো ব্যবস্থা বদলে দিতে চাই। কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। আমাদের লড়াই স্বেচ্ছাচারী সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।’
সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে মান্না বলেন, ‘ক্ষমতায় থাকার জন্য তারা (সরকার) ভোট নিয়ে, বাজেট নিয়ে, রিজার্ভ নিয়ে মিথ্যা কথা বলে।’ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই বললেন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাহলে টিসিবির ট্রাকের পেছনে বুভুক্ষু মানুষের লাইন থাকবে কেন? আপনারা সবকিছুতে মিথ্যা কথা বলেন।’
সভাপতির বক্তব্যে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘একতরফা নির্বাচনের মাধ্যমে, নিজেদের মধ্যে ক্ষমতায় ভাগাভাগি করে তারা (সরকার) ক্ষমতার নবায়ন করেছে। তারা বলেছিল, বাংলাদেশ থেকে সব সিন্ডিকেট উধাও হয়ে যাবে। অথচ আজকে বাজারে সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া। আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম, তেলের দাম কমছে। কিন্তু বাংলাদেশে কোনো কমতি নাই। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে এখানে ধারাবাহিকভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে যাচ্ছে।’
সীমান্তের উত্তেজনা প্রসঙ্গে সাকি বলেন, ‘সীমান্তে আমাদের বিজিবি সদস্যকে হত্যা করা হলো। প্রতিবাদ পর্যন্ত করতে পারেন না। আমাদের দেশের নদীর পানি, বাণিজ্যিক স্বার্থসহ যে সমস্ত স্বার্থ আছে, সেগুলো তাঁরা তুলতে পারেন না।’ রোহিঙ্গাদের প্রত্যাবাসন কেন করা যাচ্ছে না, সে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এই সরকার ভারত ও চীনের সঙ্গে বন্ধুত্বের কথা বলে। কিন্তু রোহিঙ্গা প্রত্যাবর্তনে তারা বন্ধুত্বের সম্পর্ক ব্যবহার করতে পারে নাই।’
সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার ও ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজুসহ আরও অনেকে বক্তব্য দেন।

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সরকারই বাজারে সিন্ডিকেট তৈরি করে রেখেছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে মঞ্চের নেতারা এমন অভিযোগ করেন। সমাবেশের পর বিক্ষোভ মিছিলও করেন গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা।
মিছিলপূর্ব সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই সরকার বাজারে-বাজারে সিন্ডিকেট তৈরি করে রেখেছে। এসব সিন্ডিকেটে কোনো বিরোধী দলের লোক আছে? আমরা পুরো ব্যবস্থা বদলে দিতে চাই। কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। আমাদের লড়াই স্বেচ্ছাচারী সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।’
সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে মান্না বলেন, ‘ক্ষমতায় থাকার জন্য তারা (সরকার) ভোট নিয়ে, বাজেট নিয়ে, রিজার্ভ নিয়ে মিথ্যা কথা বলে।’ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই বললেন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাহলে টিসিবির ট্রাকের পেছনে বুভুক্ষু মানুষের লাইন থাকবে কেন? আপনারা সবকিছুতে মিথ্যা কথা বলেন।’
সভাপতির বক্তব্যে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘একতরফা নির্বাচনের মাধ্যমে, নিজেদের মধ্যে ক্ষমতায় ভাগাভাগি করে তারা (সরকার) ক্ষমতার নবায়ন করেছে। তারা বলেছিল, বাংলাদেশ থেকে সব সিন্ডিকেট উধাও হয়ে যাবে। অথচ আজকে বাজারে সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া। আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম, তেলের দাম কমছে। কিন্তু বাংলাদেশে কোনো কমতি নাই। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে এখানে ধারাবাহিকভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে যাচ্ছে।’
সীমান্তের উত্তেজনা প্রসঙ্গে সাকি বলেন, ‘সীমান্তে আমাদের বিজিবি সদস্যকে হত্যা করা হলো। প্রতিবাদ পর্যন্ত করতে পারেন না। আমাদের দেশের নদীর পানি, বাণিজ্যিক স্বার্থসহ যে সমস্ত স্বার্থ আছে, সেগুলো তাঁরা তুলতে পারেন না।’ রোহিঙ্গাদের প্রত্যাবাসন কেন করা যাচ্ছে না, সে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এই সরকার ভারত ও চীনের সঙ্গে বন্ধুত্বের কথা বলে। কিন্তু রোহিঙ্গা প্রত্যাবর্তনে তারা বন্ধুত্বের সম্পর্ক ব্যবহার করতে পারে নাই।’
সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার ও ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজুসহ আরও অনেকে বক্তব্য দেন।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘এবার আমরা সরাসরি নারী প্রার্থী না দিলেও আমাদের জোটের পক্ষ থেকে নারী প্রার্থী আছে।’ আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর এক হোটেলে আয়োজিত দলটির পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
১ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পলিসি সামিট ২০২৬-এ অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তানসহ প্রায় ৩০ দেশের প্রতিনিধি। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে এই সামিট শুরু হয়।
২ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা।
২ ঘণ্টা আগে