নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে রওনা করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হবে তাঁকে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শাহজালাল বিমান বন্দর থেকে ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদকে সঙ্গে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের উদ্দেশ্যে রওনা করেন তিনি।
সাদের স্ত্রী মাহিমা এরশাদও তাঁদের সঙ্গে গেছেন বলে জানা গেছে।
ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে সাদ এরশাদ জানান, থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে রওশন এরশাদের চিকিৎসা করানো হবে। রওশন আগের চেয়ে এখন ভালো আছেন বলে তিনি জানান।
ফুসফুসের জটিলতা নিয়ে গত ১৪ আগস্ট রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন ৭৮ বছর বয়সী রওশন এরশাদ। শারীরিক অবস্থার উন্নতি-অবনতির মধ্য দিয়ে প্রায় তিন মাস ধরে সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। শুরুতে বেশ কিছুদিন তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার উন্নতি হলে কেবিনে আনা হয় তাঁকে। গত ২০ অক্টোবর অবস্থার অবনতি হলে আবারও আইসিইউতে নেওয়া হয় তাঁকে। বেশ কিছুদিন আগে থেকেই উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়ে আসছেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় এতদিন সেটা সম্ভব হয়নি।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার সালোয়ার জালালী বলেন, বেশ কিছুদিন আগে থেকেই চিকিৎসকেরা রওশন এরশাদকে দেশের বাইরে নিতে বলছিলেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, বাইরে নেওয়ার মত অবস্থা ছিল না। তবে কয়েক দিন ধরে তাঁর শরীর আগের চেয়ে তুলনামূলকভাবে ভালো। তিনি এখন কথাও বলতে পারছেন। যে কারণে চিকিৎসকেরা তাঁকে বিদেশে নেওয়ার সুপারিশ করেছেন।
রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান জানান, শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে সিএমএইচ থেকে শাহজালাল বিমান বন্দরে নেওয়া হয় রওশন এরশাদকে। এ সময় তিনি তাঁর ছেলে সাদ এরশাদের সঙ্গে কথা বলেন, তাঁর হাত ধরেন। সাদ এরশাদ ও তাঁর স্ত্রীও রওশনের সঙ্গে ব্যাংকক গেছেন বলে জানান মামুন।

উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে রওনা করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হবে তাঁকে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শাহজালাল বিমান বন্দর থেকে ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদকে সঙ্গে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের উদ্দেশ্যে রওনা করেন তিনি।
সাদের স্ত্রী মাহিমা এরশাদও তাঁদের সঙ্গে গেছেন বলে জানা গেছে।
ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে সাদ এরশাদ জানান, থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে রওশন এরশাদের চিকিৎসা করানো হবে। রওশন আগের চেয়ে এখন ভালো আছেন বলে তিনি জানান।
ফুসফুসের জটিলতা নিয়ে গত ১৪ আগস্ট রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন ৭৮ বছর বয়সী রওশন এরশাদ। শারীরিক অবস্থার উন্নতি-অবনতির মধ্য দিয়ে প্রায় তিন মাস ধরে সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। শুরুতে বেশ কিছুদিন তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার উন্নতি হলে কেবিনে আনা হয় তাঁকে। গত ২০ অক্টোবর অবস্থার অবনতি হলে আবারও আইসিইউতে নেওয়া হয় তাঁকে। বেশ কিছুদিন আগে থেকেই উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়ে আসছেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় এতদিন সেটা সম্ভব হয়নি।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার সালোয়ার জালালী বলেন, বেশ কিছুদিন আগে থেকেই চিকিৎসকেরা রওশন এরশাদকে দেশের বাইরে নিতে বলছিলেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, বাইরে নেওয়ার মত অবস্থা ছিল না। তবে কয়েক দিন ধরে তাঁর শরীর আগের চেয়ে তুলনামূলকভাবে ভালো। তিনি এখন কথাও বলতে পারছেন। যে কারণে চিকিৎসকেরা তাঁকে বিদেশে নেওয়ার সুপারিশ করেছেন।
রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান জানান, শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে সিএমএইচ থেকে শাহজালাল বিমান বন্দরে নেওয়া হয় রওশন এরশাদকে। এ সময় তিনি তাঁর ছেলে সাদ এরশাদের সঙ্গে কথা বলেন, তাঁর হাত ধরেন। সাদ এরশাদ ও তাঁর স্ত্রীও রওশনের সঙ্গে ব্যাংকক গেছেন বলে জানান মামুন।

২০২৬ সালকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে গণমাধ্যমে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছাবাণী পাঠানো হয়েছিল। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায়...
১ ঘণ্টা আগে
তিনি আরও বলেন,‘ম্যাডামের (খালেদা জিয়া) চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে আবেগ কাজ করছে, সেই আবেগ নিঃসন্দেহে বিএনপিকে আরও শক্তিশালী করবে।’
১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।
৫ ঘণ্টা আগে
ভারতের কূটনৈতিকদের সঙ্গে জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ মর্মে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
৫ ঘণ্টা আগে