কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

স্বাধীনতার পর থেকে দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। বিএনপি-জামায়াতের জন্মই হচ্ছে মিথ্যা দিয়ে। তারা মিথ্যা, বানোয়াট গুজবগুলো ছড়ায়। আজকের পর থেকে বিরোধী দল থাকবে ঘরে, আমরা থাকব মাঠে। বিএনপি-জামায়াতকে আমরা দাঁতভাঙা জবাব দেব বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর ভূমিমন্ত্রীর বাসভবনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘আর ছাড় দেওয়া হবে না তাদের। ৪ ডিসেম্বর ঐতিহাসিক সমাবেশ হবে চট্টগ্রামে। এ সম্মেলনের মাধ্যমে বিএনপি-জামায়াতকে দাঁতভাঙা জবাব দেব আমরা।’
৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ উপলক্ষে আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করে। কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম. এ মান্নান চৌধুরী। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াত অপপ্রচার চালাচ্ছে, আগামী ১০ ডিসেম্বরের পর নাকি খালেদা জিয়ার হাতে দেশ থাকবে। কিছুদিন আগে বলেছিল, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। তারা শেষ পর্যন্ত গুজব ছড়াচ্ছে ব্যাংকের রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের ২৬ হাজার ডলার রিজার্ভ রয়েছে। করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্বে যে মন্দাবস্থা তৈরি হয়েছে, আশা করি বাংলাদেশ তা কাঠিয়ে উঠবে।’
‘আমার প্রয়াত পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর নেতৃত্বে ২০১১ সালে আওয়ামী লীগের সর্বশেষ সমাবেশ হয়েছিল চট্টগ্রামে। এরপর আর কোনো সমাবেশ হয়নি। সেটি ছিল আনোয়ারা-কর্ণফুলীবাসীর জন্য বিশাল সমাবেশ। আগামী ৪ ডিসেম্বর নেত্রীকে প্রমাণ করে দেব, চট্টগ্রামের বাবু আছে, বাবু থাকবে চিরকাল।’

স্বাধীনতার পর থেকে দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। বিএনপি-জামায়াতের জন্মই হচ্ছে মিথ্যা দিয়ে। তারা মিথ্যা, বানোয়াট গুজবগুলো ছড়ায়। আজকের পর থেকে বিরোধী দল থাকবে ঘরে, আমরা থাকব মাঠে। বিএনপি-জামায়াতকে আমরা দাঁতভাঙা জবাব দেব বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর ভূমিমন্ত্রীর বাসভবনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘আর ছাড় দেওয়া হবে না তাদের। ৪ ডিসেম্বর ঐতিহাসিক সমাবেশ হবে চট্টগ্রামে। এ সম্মেলনের মাধ্যমে বিএনপি-জামায়াতকে দাঁতভাঙা জবাব দেব আমরা।’
৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ উপলক্ষে আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করে। কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম. এ মান্নান চৌধুরী। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াত অপপ্রচার চালাচ্ছে, আগামী ১০ ডিসেম্বরের পর নাকি খালেদা জিয়ার হাতে দেশ থাকবে। কিছুদিন আগে বলেছিল, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। তারা শেষ পর্যন্ত গুজব ছড়াচ্ছে ব্যাংকের রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের ২৬ হাজার ডলার রিজার্ভ রয়েছে। করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্বে যে মন্দাবস্থা তৈরি হয়েছে, আশা করি বাংলাদেশ তা কাঠিয়ে উঠবে।’
‘আমার প্রয়াত পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর নেতৃত্বে ২০১১ সালে আওয়ামী লীগের সর্বশেষ সমাবেশ হয়েছিল চট্টগ্রামে। এরপর আর কোনো সমাবেশ হয়নি। সেটি ছিল আনোয়ারা-কর্ণফুলীবাসীর জন্য বিশাল সমাবেশ। আগামী ৪ ডিসেম্বর নেত্রীকে প্রমাণ করে দেব, চট্টগ্রামের বাবু আছে, বাবু থাকবে চিরকাল।’

নির্বাচন কমিশনে (ইসি) শুনানির এক পর্যায়ে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) বাগ্বিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে বাধে হট্টগোল।
২ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে নাম উল্লেখ না করে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান, তাহলে প্রকৃত অর্থে প্রথমে এককভাবে বাংলাদেশের নাগরিক হন। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। যদি নির্বাচন কমিশন এ ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার...
৪ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। তবে নির্বাচন কমিশনের (ইসি) বাধা-নিষেধের কারণে এখনই তা তুলে ধরতে পারেননি দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সকল শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে।
৫ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন প্রতিহিংসাহীন রাজনীতির প্রতীক এবং গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী এক মহান রাষ্ট্রনায়ক। তাঁর চিন্তা, কাজ, দক্ষতা এবং সর্বোপরি মানুষের প্রতি ভালোবাসাই তাঁকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।
৬ ঘণ্টা আগে