নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র-জনতার বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব রুখতে প্রধান উপদেষ্টাকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় তিনি এই আহ্বান জানান।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম মাহাতাবের স্মরণে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই সভার আয়োজন করে।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে মেজর হাফিজ বলেন, ‘এই বিপ্লব সফল পরিণতির দিকে যাক আমরা এটাই চাই। প্রধান উপদেষ্টা. . আপনি আমাদের গৌরব, আপনি শক্ত হন, নিজেকে দুর্বল ভাববেন না। বাংলাদেশের জনতা আপনাদের সঙ্গে আছে। বিপ্লবী চরিত্র গ্রহণ করে বিপ্লবীর মতো বাংলাদেশের সেবা করবেন এটাই আমরা আশা করি।’
হাফিজ বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব রুখতে সবাইকে সর্তক থাকতে হবে। আমি আশা করব, ভবিষ্যতে কেউ যদি প্রতিবিপ্লব শুরু করতে চায়, ভারতে আশ্রয় গ্রহণকারী আওয়ামী লীগ নেত্রী (শেখ হাসিনা) ও পতিত সরকারের সদস্যরা এই বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব করতে গেলে বর্তমান সরকারের উচিত হবে প্রথমে বিডিআর (বিজিবি) কে ডাকা। বিডিআর না পারলে সেনাবাহিনীকে ডাকেন।’
রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা প্রত্যেকটি বাহিনীর আসল চরিত্র দেখতে চাই। তারা কি জনগনের পক্ষে না বিপেক্ষ তা আমরা দেখতে চাই। কোনো সাহসে আনসার বাহিনী সচিবালয়ের দেয়াল টপকিয়ে উপদেষ্টাদের এবং সরকারি কর্মকর্তাদের ঘেরাও করার মতো সাহস দেখায়। তবে কি বিপ্লব অসম্পূর্ণ? অসম্পূর্ণ হলে আবারও যারা এই বিপ্লবকে নস্যাৎ করতে চায়, আমরা সবাই মিলে ছাত্র-জনতা মিলে ছাত্র-যুবকসহ সবাই মিলে এই প্রতিবিপ্লবের চেষ্টাকে ব্যর্থ করে দেব।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সংলাপের ব্যবস্থা করতে সরকারকে আহ্বান জানান মেজর হাফিজ। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে আমাদের অনুরোধ হলো এ দেশের জনগণের স্টেকহোল্ডার হলো পলিটিক্যাল পার্টিগুলো। যদি গণতন্ত্র চান, পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলুন। সংসদে অতীতে প্রতিনিধিত্ব আছে এই ধরনের রাজনৈতিক দল অতীতে প্রতিনিধিত্ব পেয়েছে তাদের সঙ্গে দ্রুত আলাপ করুন। কীভাবে গণতন্ত্র উত্তরণ করা যায়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন।’
এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন বিলুপ্ত করার আহ্বান জানিয়ে হাফিজ বলেন, ‘গণতন্ত্র উত্তরণ করতে হলে ২৪ ঘণ্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন। এরা তো জনগণের নির্বাচন কমিশন না। এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে, একদিন আগে করেছে।’
সরকারের কাছে রোডম্যাপ চেয়ে তিনি বলেন, ‘এ দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে গণতন্ত্রের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা (প্রধান উপদেষ্টা) রোডম্যাপ ঘোষণা করুন। একটি যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দেন। রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আপত্তি থাকার কথা নয়।’

ছাত্র-জনতার বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব রুখতে প্রধান উপদেষ্টাকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় তিনি এই আহ্বান জানান।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম মাহাতাবের স্মরণে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই সভার আয়োজন করে।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে মেজর হাফিজ বলেন, ‘এই বিপ্লব সফল পরিণতির দিকে যাক আমরা এটাই চাই। প্রধান উপদেষ্টা. . আপনি আমাদের গৌরব, আপনি শক্ত হন, নিজেকে দুর্বল ভাববেন না। বাংলাদেশের জনতা আপনাদের সঙ্গে আছে। বিপ্লবী চরিত্র গ্রহণ করে বিপ্লবীর মতো বাংলাদেশের সেবা করবেন এটাই আমরা আশা করি।’
হাফিজ বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব রুখতে সবাইকে সর্তক থাকতে হবে। আমি আশা করব, ভবিষ্যতে কেউ যদি প্রতিবিপ্লব শুরু করতে চায়, ভারতে আশ্রয় গ্রহণকারী আওয়ামী লীগ নেত্রী (শেখ হাসিনা) ও পতিত সরকারের সদস্যরা এই বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব করতে গেলে বর্তমান সরকারের উচিত হবে প্রথমে বিডিআর (বিজিবি) কে ডাকা। বিডিআর না পারলে সেনাবাহিনীকে ডাকেন।’
রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা প্রত্যেকটি বাহিনীর আসল চরিত্র দেখতে চাই। তারা কি জনগনের পক্ষে না বিপেক্ষ তা আমরা দেখতে চাই। কোনো সাহসে আনসার বাহিনী সচিবালয়ের দেয়াল টপকিয়ে উপদেষ্টাদের এবং সরকারি কর্মকর্তাদের ঘেরাও করার মতো সাহস দেখায়। তবে কি বিপ্লব অসম্পূর্ণ? অসম্পূর্ণ হলে আবারও যারা এই বিপ্লবকে নস্যাৎ করতে চায়, আমরা সবাই মিলে ছাত্র-জনতা মিলে ছাত্র-যুবকসহ সবাই মিলে এই প্রতিবিপ্লবের চেষ্টাকে ব্যর্থ করে দেব।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সংলাপের ব্যবস্থা করতে সরকারকে আহ্বান জানান মেজর হাফিজ। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে আমাদের অনুরোধ হলো এ দেশের জনগণের স্টেকহোল্ডার হলো পলিটিক্যাল পার্টিগুলো। যদি গণতন্ত্র চান, পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলুন। সংসদে অতীতে প্রতিনিধিত্ব আছে এই ধরনের রাজনৈতিক দল অতীতে প্রতিনিধিত্ব পেয়েছে তাদের সঙ্গে দ্রুত আলাপ করুন। কীভাবে গণতন্ত্র উত্তরণ করা যায়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন।’
এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন বিলুপ্ত করার আহ্বান জানিয়ে হাফিজ বলেন, ‘গণতন্ত্র উত্তরণ করতে হলে ২৪ ঘণ্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন। এরা তো জনগণের নির্বাচন কমিশন না। এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে, একদিন আগে করেছে।’
সরকারের কাছে রোডম্যাপ চেয়ে তিনি বলেন, ‘এ দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে গণতন্ত্রের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা (প্রধান উপদেষ্টা) রোডম্যাপ ঘোষণা করুন। একটি যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দেন। রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আপত্তি থাকার কথা নয়।’

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৪ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
৫ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
৫ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
৫ ঘণ্টা আগে