নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘আমাদের ঠিকানা হয় কারাগার, না হলে রাজপথ। এর মাঝখানে আমাদের কিছু নেই’— এমনটি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। রিজভী বলেন, ‘আমাদের ঠিকানা হয় কারাগার না হলে রাজপথ। এর মাঝখানে আমাদের কিছু নেই। নিয়ে যেতে পারে কারাগারে। আমাদের নানাভাবে আঘাত করতে পারে, অত্যাচার করতে পারে। সমস্ত কিছু বরণ করেই আমাদের উদ্বেল অভিযাত্রা অব্যাহত থাকবে গণতন্ত্র ফেরানোর জন্য।’
সব প্রতিবন্ধকতা অতিক্রম করে গণতন্ত্র ফেরাতে বিএনপির নেতা-কর্মীরা রাজপথে নেমেছে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত বুলেট বরণ করে হলেও তারা পিছপা হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফার আন্দোলনের অংশ হিসেবে এদিন সকাল থেকে তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের কর্মসূচি পালন শুরু করেছে বিএনপি। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাও এই কর্মসূচি পালন করছে।
রিজভী বলেন, ‘সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নেতা-কর্মীরা বুকে বুলেট বরণ করে নিয়ে রাজপথে দাঁড়াচ্ছে, রাজপথে দাঁড়াবে। যতক্ষণ পর্যন্ত না তাদের লক্ষ্য গণতন্ত্র ফিরে আসে, অবাধ, সুষ্ঠু নির্বাচন ফিরে আসে। যতক্ষণ পর্যন্ত না মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হয়, ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।’
সংবাদ সম্মেলনে নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মামলার চিত্র তুলে ধরে রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ৫১৫ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মামলা হয়েছে ১৮টি, আসামি করা হয়েছে ১ হাজার ৯১২ জনকে।

‘আমাদের ঠিকানা হয় কারাগার, না হলে রাজপথ। এর মাঝখানে আমাদের কিছু নেই’— এমনটি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। রিজভী বলেন, ‘আমাদের ঠিকানা হয় কারাগার না হলে রাজপথ। এর মাঝখানে আমাদের কিছু নেই। নিয়ে যেতে পারে কারাগারে। আমাদের নানাভাবে আঘাত করতে পারে, অত্যাচার করতে পারে। সমস্ত কিছু বরণ করেই আমাদের উদ্বেল অভিযাত্রা অব্যাহত থাকবে গণতন্ত্র ফেরানোর জন্য।’
সব প্রতিবন্ধকতা অতিক্রম করে গণতন্ত্র ফেরাতে বিএনপির নেতা-কর্মীরা রাজপথে নেমেছে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত বুলেট বরণ করে হলেও তারা পিছপা হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফার আন্দোলনের অংশ হিসেবে এদিন সকাল থেকে তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের কর্মসূচি পালন শুরু করেছে বিএনপি। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাও এই কর্মসূচি পালন করছে।
রিজভী বলেন, ‘সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নেতা-কর্মীরা বুকে বুলেট বরণ করে নিয়ে রাজপথে দাঁড়াচ্ছে, রাজপথে দাঁড়াবে। যতক্ষণ পর্যন্ত না তাদের লক্ষ্য গণতন্ত্র ফিরে আসে, অবাধ, সুষ্ঠু নির্বাচন ফিরে আসে। যতক্ষণ পর্যন্ত না মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হয়, ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।’
সংবাদ সম্মেলনে নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মামলার চিত্র তুলে ধরে রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ৫১৫ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মামলা হয়েছে ১৮টি, আসামি করা হয়েছে ১ হাজার ৯১২ জনকে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
১০ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান নেই বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির মতে, এ ধরনের পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়।
১০ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১১ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। আজ শুক্রবার রাতে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। তারেক রহমানের ছবি সংযুক্ত ঘোষণায় বলা হয়েছে, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়।
১২ ঘণ্টা আগে