নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।
হারুন বলেন, ‘পুলিশকে সহায়তা করা সব নাগরিকের দায়িত্ব। পুলিশ পরিচয় দেওয়ার পরে নুরের উচিত ছিল সাহায্য করা। আমাদের পুলিশ অফিসারদের চিনেও লাইভে এসে পুলিশকে ডাকাতসহ নানা ধরনের খারাপ কথা বলেছেন। একজন নেতা হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র হিসেবে নুরের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করিনি।’
হারুন আরও বলেন, ‘সে এত কিছু করার পরেও আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করেছি এবং তার রুম থেকেই আমরা মামলার আসামিকে গ্রেপ্তার করে এনেছি। আইনের বাইরে আমরা কিছু করিনি।’
মামলার আসামিকে বাসায় রাখা ও পুলিশি কাজে বাধা দেওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে হারুন অর রশিদ বলেন, ‘ফেসবুক লাইভে সে পুলিশকে গালিগালাজ করেছে, খারাপ ব্যবহার করেছে, সরকারি কাজে বাধা দিয়েছে। আমরা মনে করি, এটা আইনগত অপরাধ। এ কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে।’
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, পুলিশের কাজে বাধা ও খারাপ ব্যবহার করার অপরাধে গতকাল বুধবার রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সে সময় দরজা ভেঙে তারা রুমে প্রবেশ করে। ওই বাসা থেকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আটক করা হয়।
আরও পড়ুন:

সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।
হারুন বলেন, ‘পুলিশকে সহায়তা করা সব নাগরিকের দায়িত্ব। পুলিশ পরিচয় দেওয়ার পরে নুরের উচিত ছিল সাহায্য করা। আমাদের পুলিশ অফিসারদের চিনেও লাইভে এসে পুলিশকে ডাকাতসহ নানা ধরনের খারাপ কথা বলেছেন। একজন নেতা হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র হিসেবে নুরের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করিনি।’
হারুন আরও বলেন, ‘সে এত কিছু করার পরেও আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করেছি এবং তার রুম থেকেই আমরা মামলার আসামিকে গ্রেপ্তার করে এনেছি। আইনের বাইরে আমরা কিছু করিনি।’
মামলার আসামিকে বাসায় রাখা ও পুলিশি কাজে বাধা দেওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে হারুন অর রশিদ বলেন, ‘ফেসবুক লাইভে সে পুলিশকে গালিগালাজ করেছে, খারাপ ব্যবহার করেছে, সরকারি কাজে বাধা দিয়েছে। আমরা মনে করি, এটা আইনগত অপরাধ। এ কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে।’
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, পুলিশের কাজে বাধা ও খারাপ ব্যবহার করার অপরাধে গতকাল বুধবার রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সে সময় দরজা ভেঙে তারা রুমে প্রবেশ করে। ওই বাসা থেকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আটক করা হয়।
আরও পড়ুন:

আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফরের সূচনা করবেন।
২০ মিনিট আগে
বৈষম্যহীন ব্যবস্থা এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নতুন এক রাজনৈতিক শক্তির কথা বলেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। দুই সপ্তাহ ধরে ছাত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই সম্ভাবনার কথা লিখলেন বলে জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
পেশার চেয়ে গোপন উৎসে ৫ গুণেরও বেশি আয় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর। তাঁর স্থাবর কিংবা অস্থাবর কোনো সম্পদের মূল্যও বাড়েনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় তিনি এমন তথ্য তুলে ধরেছেন।
১১ ঘণ্টা আগে
ঢাকা-১৯ (সাভার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে ছিল দুর্নীতির একটিসহ ১৮টি মামলা। এর মধ্যে ৯টিতে খালাস পেয়েছেন তিনি। ৮টি মামলা এখনো বিচারাধীন। একটি মামলার তদন্ত চলছে। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসাইন সাতটি মামলার মধ্যে চারটিতে খালাস পেয়েছেন। দুটিতে চূড়ান
১১ ঘণ্টা আগে