নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে কোনো নাম দেবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে আজ সোমবার চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজকে দেখতে গিয়ে তিনি এ কথা জানান।
বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সার্চ কমিটির বিএনপির কাছে মূল্য নেই। নাম দেওয়ার তো কোনো প্রশ্নই উঠতে পারে না। আমরা গতবারের অভিজ্ঞতা এবং তার আগের অভিজ্ঞতায় দেখেছি যে, এগুলোতে কোনো লাভ হয় না। সরকার যে থাকবে, তার যে পছন্দমতো কমিশন, সেটাই তারা করে।’
মির্জা ফখরুল বলেন, ‘এই সার্চ কমিটির বেশির ভাগ লোকজনই আওয়ামী লীগের সঙ্গেই সম্পৃক্ত এবং একজন আছেন, তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। এই ধরনের সার্চ কমিটি যে তারা করবে, এটা আমরা আগে থেকেই জানি। জানি বলেই এই সার্চ কমিটির ব্যাপারে, রাষ্ট্রপতির কাছে যাওয়ার ব্যাপারে আমরা না করে দিয়েছি।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য, আবার ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার, তাই করছে। তারা একটা আইনও প্রণয়ন করেছে, যেটা সম্পূর্ণরূপে জনগণের ইচ্ছার বিরুদ্ধে। গত দুইবার যেভাবে করেছে, এবারও ঠিক একইভাবে করছে, শুধু একটা খোলস লাগিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তারা বলছে, যে এইভাবে করছি, সুন্দরভাবে করছি, আমরা সকলের কাছ থেকে মতামত নিচ্ছি। তারপর দেখা যাবে শেষ মুহূর্তে হুদার মত লোকজনকেই করবে।’
মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে না। কারণ আমরা মনে করি যে, ওই নির্বাচনে জনগণই অংশগ্রহণ করবে না। নির্বাচন কমিশন বা সার্চ কমিটি যদি আওয়ামী লীগ সরকারের অধীনে হয়, এটা কখনই গ্রহণযোগ্য হবে না। নির্বাচনই গ্রহণযোগ্য হবে না যদি নির্বাচনকালে আওয়ামী লীগ সরকার থাকে। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
আরও পড়ুন:

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে কোনো নাম দেবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে আজ সোমবার চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজকে দেখতে গিয়ে তিনি এ কথা জানান।
বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সার্চ কমিটির বিএনপির কাছে মূল্য নেই। নাম দেওয়ার তো কোনো প্রশ্নই উঠতে পারে না। আমরা গতবারের অভিজ্ঞতা এবং তার আগের অভিজ্ঞতায় দেখেছি যে, এগুলোতে কোনো লাভ হয় না। সরকার যে থাকবে, তার যে পছন্দমতো কমিশন, সেটাই তারা করে।’
মির্জা ফখরুল বলেন, ‘এই সার্চ কমিটির বেশির ভাগ লোকজনই আওয়ামী লীগের সঙ্গেই সম্পৃক্ত এবং একজন আছেন, তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। এই ধরনের সার্চ কমিটি যে তারা করবে, এটা আমরা আগে থেকেই জানি। জানি বলেই এই সার্চ কমিটির ব্যাপারে, রাষ্ট্রপতির কাছে যাওয়ার ব্যাপারে আমরা না করে দিয়েছি।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য, আবার ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার, তাই করছে। তারা একটা আইনও প্রণয়ন করেছে, যেটা সম্পূর্ণরূপে জনগণের ইচ্ছার বিরুদ্ধে। গত দুইবার যেভাবে করেছে, এবারও ঠিক একইভাবে করছে, শুধু একটা খোলস লাগিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তারা বলছে, যে এইভাবে করছি, সুন্দরভাবে করছি, আমরা সকলের কাছ থেকে মতামত নিচ্ছি। তারপর দেখা যাবে শেষ মুহূর্তে হুদার মত লোকজনকেই করবে।’
মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে না। কারণ আমরা মনে করি যে, ওই নির্বাচনে জনগণই অংশগ্রহণ করবে না। নির্বাচন কমিশন বা সার্চ কমিটি যদি আওয়ামী লীগ সরকারের অধীনে হয়, এটা কখনই গ্রহণযোগ্য হবে না। নির্বাচনই গ্রহণযোগ্য হবে না যদি নির্বাচনকালে আওয়ামী লীগ সরকার থাকে। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
আরও পড়ুন:

তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, তারা (বিদ্রোহী প্রার্থী) প্রার্থিতা প্রত্যাহার করবেন। অনেকে এরই মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানিয়েছেন। আমি মনে করি, প্রার্থিতা প্রত্যাহার করার সময়ের মধ্যে এই পরিস্থিতির উন্নতি হয়ে যাবে। নইলে দল তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’
১ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন। আজ শুক্রবার রাত ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তারেক রহমান।
২ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বরিশাল মহানগর বিএনপি থেকে বহিষ্কৃত ১২ নেতা–নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে