মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে আমাদের তুলনায় আওয়ামী লীগের ক্ষতি বেশি হবে। এ কারণে বলি, নির্বাচনে কোনো রকম হস্তক্ষেপ হলে রংপুর থেকে নৌকা হটাও আন্দোলন গড়ে তোলা হবে।’
আজ বৃহস্পতিবার রংপুর-৫ আসনের মিঠাপুকুর কলেজ মাঠে লাঙ্গল প্রতীকের প্রার্থী আনিছুর রহমানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টির নির্বাচন করলেও দোষ–না করলেও দোষ। এ অবস্থায় বিশেষ পরিস্থিতি এবং অবাধ–নিরপেক্ষ নির্বাচনের শর্তে আমরা অংশ গ্রহণ করেছি, কিন্তু ২৬টি আসনে ছাড় দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগ মিথ্যাচার করছে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘তাঁরা শুধু রংপুর-৩ আসনে প্রার্থী প্রত্যাহার করেছে, অন্য ২৫টি আসনে স্বতন্ত্রের নামে মুখোশ পড়া আওয়ামী লীগের প্রার্থী বহাল রেখেছেন। এজন্যই বলি, লাঙ্গলে ভোট দিয়ে নৌকা হটাও আন্দোলন গড়ে তুলতে হবে। ট্রাক–ঈগল মার্কার মুখোশধারী আওয়ামী লীগদেরও হটাতে হবে।’
জিএম কাদের বলেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে আমাদের তুলনায় আওয়ামী লীগের ক্ষতি বেশি হবে। এ কারণে বলি, নির্বাচনে কোনো রকম হস্তক্ষেপ করলে রংপুর থেকে নৌকা হটাও আন্দোলন গড়ে তোলা হবে। আগামী ৭ জানুয়ারি লাঙ্গলে ভোট দিয়ে প্রমাণ করতে হবে, লাঙ্গল পাগল মানুষ জেগে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘দেশের অবস্থা ভালো নেই। আপনাদের মাসে ১০ হাজার টাকা আয় হলে আওয়ামী লীগের নেতা–কর্মীদের আয় হয় ১০ কোটি টাকা। ডলারের দাম উঠেছে ১৫০ টাকা। নির্বাচনের পর কী হবে, কেউ কিছুই বলতে পারছে না।
আওয়ামী লীগের অনেকে বলেন, জাতীয় পার্টি নেই। তাদের বলি, ক্ষমতা থেকে সরে দাঁড়ান এবং ডিএনএ টেস্ট করা প্রশাসনে পরিবর্তন এনে নির্বাচন করুন–দেখবেন জাতীয় পার্টি আছে কি না।’
সমাবেশে বিশেষ অতিথি রসিক মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা সুস্থ ধারার রাজনীতি চর্চার জন্য নির্বাচন করছি। কোনো ধরনের অনিয়ম করা হলে আমরাও এর কঠোর জবাব দিতে বাধ্য হব।’
তিনি তাঁর ছোট ভাই আনিছুর রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি দুই বার মেয়র হয়েছি। আনিছুর রহমানের শরীরে একই রক্ত আছে। সেও আমার মতো আপনাদের পাশে থাকবে এতে কোনো সন্দেহ নেই।’

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে আমাদের তুলনায় আওয়ামী লীগের ক্ষতি বেশি হবে। এ কারণে বলি, নির্বাচনে কোনো রকম হস্তক্ষেপ হলে রংপুর থেকে নৌকা হটাও আন্দোলন গড়ে তোলা হবে।’
আজ বৃহস্পতিবার রংপুর-৫ আসনের মিঠাপুকুর কলেজ মাঠে লাঙ্গল প্রতীকের প্রার্থী আনিছুর রহমানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টির নির্বাচন করলেও দোষ–না করলেও দোষ। এ অবস্থায় বিশেষ পরিস্থিতি এবং অবাধ–নিরপেক্ষ নির্বাচনের শর্তে আমরা অংশ গ্রহণ করেছি, কিন্তু ২৬টি আসনে ছাড় দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগ মিথ্যাচার করছে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘তাঁরা শুধু রংপুর-৩ আসনে প্রার্থী প্রত্যাহার করেছে, অন্য ২৫টি আসনে স্বতন্ত্রের নামে মুখোশ পড়া আওয়ামী লীগের প্রার্থী বহাল রেখেছেন। এজন্যই বলি, লাঙ্গলে ভোট দিয়ে নৌকা হটাও আন্দোলন গড়ে তুলতে হবে। ট্রাক–ঈগল মার্কার মুখোশধারী আওয়ামী লীগদেরও হটাতে হবে।’
জিএম কাদের বলেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে আমাদের তুলনায় আওয়ামী লীগের ক্ষতি বেশি হবে। এ কারণে বলি, নির্বাচনে কোনো রকম হস্তক্ষেপ করলে রংপুর থেকে নৌকা হটাও আন্দোলন গড়ে তোলা হবে। আগামী ৭ জানুয়ারি লাঙ্গলে ভোট দিয়ে প্রমাণ করতে হবে, লাঙ্গল পাগল মানুষ জেগে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘দেশের অবস্থা ভালো নেই। আপনাদের মাসে ১০ হাজার টাকা আয় হলে আওয়ামী লীগের নেতা–কর্মীদের আয় হয় ১০ কোটি টাকা। ডলারের দাম উঠেছে ১৫০ টাকা। নির্বাচনের পর কী হবে, কেউ কিছুই বলতে পারছে না।
আওয়ামী লীগের অনেকে বলেন, জাতীয় পার্টি নেই। তাদের বলি, ক্ষমতা থেকে সরে দাঁড়ান এবং ডিএনএ টেস্ট করা প্রশাসনে পরিবর্তন এনে নির্বাচন করুন–দেখবেন জাতীয় পার্টি আছে কি না।’
সমাবেশে বিশেষ অতিথি রসিক মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা সুস্থ ধারার রাজনীতি চর্চার জন্য নির্বাচন করছি। কোনো ধরনের অনিয়ম করা হলে আমরাও এর কঠোর জবাব দিতে বাধ্য হব।’
তিনি তাঁর ছোট ভাই আনিছুর রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি দুই বার মেয়র হয়েছি। আনিছুর রহমানের শরীরে একই রক্ত আছে। সেও আমার মতো আপনাদের পাশে থাকবে এতে কোনো সন্দেহ নেই।’

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় রাজনৈতিক জোটের অন্দরে আসন সমঝোতা নিয়ে এক চরম নাটকীয়তা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই জোটে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে সৃষ্ট জটিলতা গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কাটেনি। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জামায়াতের রশি
২ ঘণ্টা আগে
একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
১৩ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১৪ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১৪ ঘণ্টা আগে